ইসরায়েলের বর্বর হামলায় গাজায় আরও ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে উপত্যকাটির সিভিল ডিফেন্স। তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ২৫ ফিলিস্তিনি, আহত হয়েছেন ৮৯ জন।
স্থানীয় সময় বুধবার (১৬ এপ্রিল) ভোর থেকে চালানো ইসরায়েলি হামলায় ১৯ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছেন গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাশাল।
তিনি জানান, বুধবার উত্তর গাজার আল-তুফফাহ এলাকায় একটি বাড়িতে ইসরায়েলের বিমান হামলায় ১০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও ছিলো। এছাড়া, উত্তর গাজার জাবালিয়া এলাকায় তিন ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি সেনারা। এসময় আরও ৫ জন আহত হন।
বাশাল জানান, একই দিনে দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় ইসরায়েলের ড্রোন হামলায় দুই শিশুসহ অন্তত ৫ জন নিহত হয়েছে। এছাড়াও মধ্য গাজায় একটি তাঁবুতে খাবার বিতরণ করার সময় বিমান হামলায় আরও এক ফিলিস্তিনি নিহত হন।
আরও পড়ুন: গাজার হাসপাতালে ফের ইসরায়েলি হামলা, চিকিৎসক নিহত
ফিলিস্তিনি নিরাপত্তা সূত্রগুলোর তথ্যমতে, পূর্ব গাজা, উত্তর গাজার বেইত হানুন ও বেইত লাহিয়া অঞ্চলে বুধবার অবিরাম বোমাবর্ষণ করেছে ইসরায়েলের সেনাবাহিনী।
এদিকে, হামাসের সশস্ত্র শাখা কাশেম ব্রিগেড এক বিবৃতিতে জানায়, গাজার আল ওয়াফা হাসপাতালের কাছে ইসরায়েলের তিনটি ‘মারকাভা ৪’ ট্যাংকে হামলা চালিয়েছে তারা। তবে এই হামলার বিষয়ে কোনো প্রতিক্রয়া জানায়নি ইসরায়েলের সেনারা।
বুধবারের পৃথক এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গত ১৮ মার্চ যুদ্ধবিরতি চুক্তি ভেঙে হামলা চালানোর পর থেকে এ পর্যন্ত হামাসের ১১ জন উচ্চপদস্ত কর্মকর্তাকে হত্যা করেছে তারা।
হামাস জানিয়েছে, ইসরায়েলের হামলায় বুধবার উপত্যকাটিতে ২৫ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এ সময় আহত হন আরও ৮৯ জন।
ইসরায়েলের চলমান আগ্রাসনে গাজা নগরী ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। প্রতিদিনই বেড়ে চলেছে নিহত ও আহতের সংখ্যা।
আরও পড়ুন: ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে আজ ঢাকায় 'মার্চ ফর গাজা'
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত ১৮ মার্চ থেকে চালানো ইসরায়েলি হামলায় এক হাজার ৬৫২ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় মোট প্রাণ হারিয়েছেন ৫১ হাজারের বেশি মানুষ। যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।