বিজ্ঞান-ও-প্রযুক্তি
উদ্ভাবনে অবদানের জন্য দুইটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করল অপো
উদ্ভাবনের মাধ্যমে স্মার্টফোন খাতে অসামান্য অবদানের জন্য সম্প্রতি দু’টি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে অপো।
২০২৩ এডিসন বেস্ট নিউ প্রোডাক্ট অ্যাওয়ার্ডস–এ এআর ক্যাটাগরিতে অপো এয়ার গ্লাস সিলভার পুরস্কার অর্জন করেছে।
এছাড়া, বিজনেস মিডিয়া ফাস্ট কোম্পানি প্রকাশিত এ বছরের এশিয়া প্যাসিফিকের সেরা ১০ উদ্ভাবনী কোম্পানিগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে অপো।
গত ২০ এপ্রিল ফ্লোরিডায় এই অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়।
আরও পড়ুন: ৪০০ শতাংশ বেশি বিক্রির রেকর্ড অপো রেনো এইট টি’র
বিশ্বব্যাপী উদ্ভাবনে অসামান্য অবদান রাখার জন্য পণ্য, ডিজাইন এবং প্রযুক্তি এই তিনটি ক্ষেত্রে স্বীকৃতি প্রদানকারী বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর মধ্যে একটি এডিসন অ্যাওয়ার্ডস, যা বিখ্যাত উদ্ভাবক টমাস এডিসনের সম্মানে ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়।
তিন হাজার জনের বেশি সিনিয়র বিজনেস এক্সিকিউটিভস ও শিক্ষাবিদদের নিয়ে গঠিত প্যানেল কন্সেপ্ট, ভ্যালু, ডেলিভারি ও ইম্প্যাক্ট–এ চারটি মানদণ্ডের ভিত্তিতে এই এডিসন অ্যাওয়ার্ডের জন্য বিজয়ী নির্বাচন করে।
উদ্ভাবনী ডিজাইন ও নিজস্ব প্রযুক্তির জন্য অপো এয়ার গ্লাস এই প্রতিযোগিতায় সিলভার জিতে নিয়েছে।
বিশ্বের প্রথম ডিট্যাচেবল মনোকল এআর গ্লাস অপো’র এই এয়ার গ্লাস। এর ওজন মাত্র ৩০ গ্রাম, যার ফলে এটি অনেক আরামদায়ক এবং সারাদিন ব্যবহারের ক্ষেত্রে সুবিধাজনক।
ডিভাইসটিতে অপো’র স্পার্ক মাইক্রো প্রজেক্টর, অত্যাধুনিক মাইক্রো এলইডি এবং ডিফ্র্যাকশন অপটিক্যাল ওয়েভগাইড ডিসপ্লেসহ বেশ কয়েকটি উদ্ভাবনী প্রযুক্তি যুক্ত করা হয়েছে।
এই প্রযুক্তিগুলোর মাধ্যমে অপো এয়ার গ্লাসে নোটিফিকেশন, নেভিগেশন, টেলিপ্রম্পটার এবং রিয়েল-টাইম অনুবাদের মতো ফিচার ব্যবহার করা যাবে।
২০২১ সালে উন্মোচিত এয়ার গ্লাসটি গত বছর রেড ডট ডিজাইন অ্যাওয়ার্ড এবং আইএফ ডিজাইন অ্যাওয়ার্ড অর্জন করে।
সবার জন্য সেরা প্রযুক্তি এবং অভিজ্ঞতা নিশ্চিতের লক্ষ্যে অপো গত বছরের ইনো ডে ২০২২ ইভেন্টে এই ডিভাইসের একটি আপগ্রেডেড সংস্করণ, অপো এয়ার গ্লাস ২ উন্মোচন করে।
উদ্ভাবনী প্রযুক্তির সাহায্যে অপো এয়ার গ্লাস ২ আরও বেশি ব্যবহারকারীর জন্য স্মার্ট অভিজ্ঞতা নিশ্চিত করছে।
এছাড়া, ফাস্ট কোম্পানি দ্বারা প্রকাশিত এশিয়া প্যাসিফিকের সেরা ১০ উদ্ভাবনী কোম্পানিগুলোর (২০২৩) তালিকায় জায়গা করে নিয়েছে অপো।
ফাস্ট কোম্পানির সম্পাদকীয় দল প্রতি বছর বিভিন্ন বিভাগে সেরা উদ্ভাবক নির্বাচন করতে শত শত কোম্পানির উদ্ভাবনী প্রযুক্তির মূল্যায়ন করে থাকে।
অপো ব্যাটারি হেলথ ইঞ্জিন একটি সিস্টেম-লেভেল ব্যাটারি হেলথ অপ্টিমাইজিং সলিউশন। লিথিয়াম-আয়ন ব্যাটারিতে ডেড লিথিয়ামের সমস্যা সমাধানের মাধ্যমে স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে সাহায্য করে এই প্রযুক্তি।
অপো’র এই দুর্দান্ত ব্যাটারি হেলথ ইঞ্জিন ১,৬০০টি চার্জ সাইকেলে ব্যাটারির সক্ষমতা ৮০ শতাংশ পর্যন্ত বজায় রাখতে পারে।
‘টেকনোলজি ফর ম্যানকাইন্ড, কাইন্ডনেস ফর দ্য ওয়ার্ল্ড’ মূলমন্ত্র দ্বারা অনুপ্রাণিত হয়ে অপো ব্যবহারকারী-বান্ধব উদ্ভাবন নিয়ে আসতে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে গত মার্চ মাসে অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) অপো সুপারভুক এস পাওয়ার ম্যানেজমেন্ট চিপ, পরিবেশ-বান্ধব জিরো-পাওয়ার ট্যাগ এবং ম্যারিসিলিকন ওয়াই ফ্ল্যাগশিপ ব্লুটুথ অডিও এসওসি সহ বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তি প্রদর্শন করে।
প্রযুক্তিগত উদ্ভাবন এবং উন্নত পণ্যের মাধ্যমে ব্যবহারকারীদের জীবনযাত্রায় নতুন মাত্রা যোগ করতে প্রচেষ্টা অব্যাহত রাখবে অপো।
এডিসন বেস্ট নিউ প্রোডাক্ট অ্যাওয়ার্ডস নিয়ে আরও জানতে ভিজিট করুন-
https://edisonawards.com/2023-winners-dev/ এই ঠিকানায়।
ফাস্ট কোম্পানি প্রকাশিত শীর্ষ ১০টি এশিয়া-প্যাসিফিক কোম্পানি সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন-
https://www.fastcompany.com/90846729/most-innovative-companies-asia-pacific-2023 এই ঠিকানায়।
আরও পড়ুন: ঈদ উদযাপনে অপো’র নজরকাড়া অফার
রমজান উপলক্ষে এফ২১ প্রো ফাইভজি ও এ৭৭ স্মার্টফোনের দাম কমালো অপো
৯৭৭ দিন আগে
অগ্রণী ব্যাংকের স্মার্ট ব্যাংকিং অ্যাপের মাধ্যমে নগদে ওয়ালেটে অ্যাড মানি চালু
এখন থেকে অগ্রণী ব্যাংকের গ্রাহকেরা খুব সহজে দেশের অন্যতম সেরা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদে অ্যাড মানি করতে পারবেন। এর ফলে ডিজিটাল লেনদেন এখন আরও বেশি সহজ ও সাশ্রয়ী হয়ে গেল।
সম্প্রতি মতিঝিলে অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বিষয়ে নগদ লিমিটেড ও অগ্রণী ব্যাংক লিমিটেড-এর মধ্যে একটি লঞ্চিং সেরিমনি অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: শতভাগ ভাতা বিতরণে সক্ষম নগদ: সমাজসেবা ডিজি
এসময় নগদ লিমিটেড-এর নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক, হেড অব বিজনেস সেলস মাহবুব সোবহান, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. বায়েজিদ উপস্থিত ছিলেন।
অগ্রণী ব্যাংক লিমিটেড-এর পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মুরশেদুল কবীর, উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম, উপব্যবস্থাপনা পরিচালক শ্যামল কৃষ্ণ সাহা, উপব্যবস্থাপনা পরিচালক রেজিনা পারভীন ও জেনারেল ম্যানেজার অ্যান্ড সিআইটিও মো. শাহীনূর রহমান উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন দুয়ার সার্ভিসেস লিমিটেডের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মুহাম্মদ জিয়াউল হক।
অগ্রণী ব্যাংক লিমিটেড-এর সঙ্গে এই লঞ্চিংয়ের বিষয়ে নগদ লিমিটেড-এর নির্বাহী পরিচালক মারুফুল ইসলাম ঝলক বলেন, ‘আমরা ডিজিটাল লেনদেনকে আরও বেশি সহজ ও সাশ্রয়ী করার জন্য কাজ করছি। যার ধারাবাহিকতায় অগ্রণী ব্যাংকের সঙ্গে এই চুক্তি করেছে নগদ। এখন ব্যাংকটির গ্রাহকেরা খুব সহজে চাইলে মুহূর্তেই ব্যাংক থেকে টাকা নগদ ওয়ালেটে আনতে পারবেন।’
দেশের ৩১টি ব্যাংকের গ্রাহকেরা নগদে অ্যাড মানি করার সুবিধা উপভোগ করতে পারছেন।
এরমধ্যে রয়েছে-ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংক, কমিউনিটি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, এবি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, ঢাকা ব্যাংক, সোশ্যাল ইসলামি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এক্সিম ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, স্টান্ডার্ড ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, শাহাজালাল ইসলামি ব্যাংক, এনআরবি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, মেঘনা ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক, ইসলামি ব্যাংক বাংলাদেশ, সাউথইস্ট ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, পদ্মা ব্যাংক, সিটিজেনস ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড।
আরও পড়ুন: বঙ্গবাজার আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য মেগা ক্যাম্পেইনের আয় দান করবে নগদ
নগদ-এর অর্জন মানে ডাক বিভাগের অর্জন: মোস্তাফা জব্বার
৯৮৫ দিন আগে
চ্যাটজিপিটির বিকল্প 'ট্রুথজিপিটি' তৈরির পরিকল্পনা ইলন মাস্কের
বিলিয়নেয়ার টুইটারের মালিক ইলন মাস্ক আবার মানবতার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার বিপদ সম্পর্কে সতর্কতা ঘণ্টা বাজিয়েছেন। দাবি করছেন যে একটি জনপ্রিয় চ্যাটবটের একটি উদার পক্ষপাত রয়েছে। তিনি নিজের এআই সৃষ্টি করে এর মোকাবিলা করার পরিকল্পনা করছেন।
সোমবার রাতে মাস্ক প্রচারিত একটি বিভাগে ফক্স নিউজ হোস্ট টাকার কার্লসনকে বলেছিলেন যে তিনি জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির বিকল্প ‘ট্রুথজিপিটি’ তৈরি করার পরিকল্পনা করছেন। যেটি একটি ‘সর্বোচ্চ সত্য-সন্ধানী এআই হবে যা মহাবিশ্বের প্রকৃতি বোঝার চেষ্টা করে।’
মাস্ক বলেন, ধারণাটি হলো যে একটি এআই যে মানবতাকে বুঝতে চায় এটিকে ধ্বংস করার সম্ভাবনা কম।
মাস্ক আরও বলেছিলেন যে তিনি চিন্তিত যে চ্যাটজিপিটি ‘রাজনৈতিকভাবে সঠিক হওয়ার জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।’
কার্লসনকে দেয়া দুই-অংশের সাক্ষাৎকারে প্রথমটিতে, মাস্ক কৃত্রিম বুদ্ধিমত্তার নিয়ন্ত্রণের পক্ষেও পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে তিনি একজন ‘বড় ভক্ত’। তিনি এআইকে গাড়ি বা রকেটের চেয়ে ‘আরও বিপজ্জনক’ উল্লেখ করে বলেছিলেন যে এটি মানবতাকে ধ্বংস করার ক্ষমতা রাখে।
আরও পড়ুন: ইলন মাস্ককে নিয়ে তথ্যচিত্র তৈরি করছেন অস্কার বিজয়ী অ্যালেক্স গিবনি
নেভাদা ব্যবসায়িক ফাইলিং অনুসারে মাস্ক আলাদাভাবে এক্স.এআই কর্পোরেশন নামে একটি নতুন ব্যবসা সংগঠিত করেছে। নেভাদা সেক্রেটারি অব স্টেট অফিসের ওয়েবসাইট বলছে, ব্যবসাটি ৯ মার্চ যাত্রা শুরু করে এবং মাস্ককে এর পরিচালক এবং তার দীর্ঘকালীন উপদেষ্টা জ্যারেড বার্চালকে সচিব হিসাবে নিযুক্ত করেছে।
মাস্ক বহু বছর ধরে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে দৃঢ় মতামত প্রকাশ করেছেন এবং মার্ক জুকারবার্গ এবং বিল গেটস সহ অন্যান্য প্রযুক্তি নেতাদের বরখাস্ত করেছেন, যা তিনি এই ক্ষেত্রের একটি ‘সীমিত’ বোঝার জন্য বর্ণনা করেছেন।
ওপেনএআই ২০১৮ সালের ফেব্রুয়ারিতে একটি ব্লগ পোস্টে বলেছে, মাস্ক ওপেনআই-চ্যাটজিপিটির পিছনে একটি স্টার্টআপ-এ একজন প্রাথমিক বিনিয়োগকারী ছিলেন এবং২০১৫ সালে একটি অলাভজনক এআই গবেষণা ল্যাব হিসাবে প্রতিষ্ঠার পরে এর বোর্ডের সহ-সভাপতি ছিলেন৷ কিন্তু মাস্ক সেখানে মাত্র কয়েক বছর স্থায়ী থাকার পর ২০১৮ সালের শুরুর দিকে বোর্ড থেকে পদত্যাগ করেন।
সান ফ্রান্সিসকো স্টার্টআপটি স্বয়ংক্রিয় ড্রাইভিং সিস্টেম তৈরিতে টেসলার কাজের সঙ্গে যুক্ত ছিল। ‘যেহেতু টেসলা এআইতে আরও বেশি মনোযোগী হচ্ছে, এটি ইলনের জন্য একটি সম্ভাব্য ভবিষ্যতের দ্বন্দ্ব দূর করবে।’
মাস্ক কার্লসনকে বলেছিলেন, ‘আমি নাম এবং ধারণা নিয়ে এসেছি।’ ‘ ওপেনএআই এখন মাইক্রোসফ্টের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এবং আর অলাভজনক নয়।
মাস্ক ২০১৯ সালে তার প্রস্থানের বিষয়ে বিস্তারিতভাবে বলেছেন, এটি টেসলার প্রকৌশল সমস্যা এবং ওপেনএআই- এর নেতাদের সঙ্গে কিছু মতামতের পার্থক্যের উপর ফোকাস করার প্রয়োজনীয়তার সঙ্গেও সম্পর্কিত ছিল। তিনি বলেন, ‘ভালো শর্তে বিচ্ছিন্ন হওয়াই ভালো।’
মাস্ক নির্দিষ্ট না করেই টুইটে বলেছেন, ‘টেসলা ওপেনএআই-এর মতো কিছু লোকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছিল এবং ওপেনএআই টিম যা করতে চেয়েছিল তার কিছুর সঙ্গে আমি একমত নই।’
কিন্তু টেসলার এআই সিস্টেমের গুণমান নিয়ে প্রশ্ন উঠেছে। মার্কিন নিরাপত্তা নিয়ন্ত্রকরা গত মাসে ক্যালিফোর্নিয়ায় একটি পার্ক করা ফায়ারট্রাকে ছুটে যাওয়ার সময় একটি স্বয়ংক্রিয় ড্রাইভিং সিস্টেম ব্যবহার করার জন্য সন্দেহভাজন একটি টেসলা জড়িত একটি মারাত্মক দুর্ঘটনার তদন্ত ঘোষণা করেছে।
ফায়ারট্রাক অভিযোগ হলো অটোমেকারের অটোপাইলট সিস্টেম ব্যবহার করে টেসলাসের একাধিক দৃষ্টান্তে এজেন্সির একটি বৃহত্তর তদন্তের অংশ যা পার্ক করা জরুরি যানবাহনে ক্র্যাশ করে। যা অন্যান্য দুর্ঘটনার প্রবণতা রয়েছে। এনএইচটিএসএ গত বছরে টেসলাসের সঙ্গে নিরাপত্তা সমস্যাগুলো অনুসরণ করার জন্য আরও আক্রমণাত্মক হয়ে একাধিক প্রত্যাহার এবং তদন্ত ঘোষণা করেছে।
মাস্ক বোর্ড থেকে পদত্যাগ করার পরের বছর ওপেনএআই এখনও চ্যাটজিপিটিতে কাজ করা থেকে অনেক দূরে ছিল। কিন্তু, প্রকাশ্যে তার জিপিটি সিস্টেমের প্রথম প্রজন্মের উন্মোচন করেছিল, যার উপর চ্যাটজিপিটি প্রতিষ্ঠিত হয়ে একটি লাভজনক ব্যবসা হিসাবে নিজেকে অন্তর্ভুক্ত করার জন্য একটি বড় পরিবর্তন শুরু করেছিল।
২০২০ সালের দিকে মাস্ক টুইট করেছিলেন যে ‘ওপেনএআই আরও উন্মুক্ত হওয়া উচিত’ এবং উল্লেখ করেছেন যে এটিতে তার ‘কোন নিয়ন্ত্রণ এবং শুধুমাত্র খুব সীমিত অন্তর্দৃষ্টি’ নেই।
কখনও কখনও তিনি পরিপূরক হয়েছেন। ৩০ নভেম্বর চ্যাটজিপিটি প্রকাশের পরের দিনগুলোতে মাস্ক ওপেনএআই সিইও স্যাম অল্টম্যানকে টুইট করেছিলেন যে এটি ‘ভয়ঙ্কর ভাল’ এবং অভিযোগ করেছেন যে সংবাদ মিডিয়া এটিকে ব্যাপকভাবে কভার করছে না।কারণ, ‘চ্যাটজিপিটি খুব একটা বামপন্থি নয়।’
তারপর থেকে মাস্ক বারবার উদাহরণ তুলে ধরে বলেছেন বামপন্থী পক্ষপাতিত্ব বা সেন্সরশিপ দেখান। অন্যান্য চ্যাটবটের মতো চ্যাটজিপিটি’র ফিল্টার রয়েছে যা এটিকে বিষাক্ত বা আপত্তিকর উত্তর বের করা থেকে বিরত রাখার চেষ্টা করে।
আরও পড়ুন: টুইটারের নিয়ন্ত্রণে ইলন মাস্ক, শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত
৯৮৬ দিন আগে
ডিজিটাল লাইব্রেরি অ্যাপ চালু করল ইউএনডিপি
বাংলাদেশে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) মঙ্গলবার ‘ইউএনডিপিবিডি ই-লাইব্রেরি’ নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে। যাতে যেকোনো হাতে বহনযোগ্য ডিভাইসে এক জায়গায় সব ডিজিটাল রিসোর্সে তাৎক্ষণিক অ্যাক্সেস করা যায়।
ইউএনডিপি অনুসারে বর্তমানে এটিতে প্রায় ২০০টি ই-বুক রয়েছে।
আরও পড়ুন: ঠিকাদারদের কাছ থেকে কাজ আদায় করে নিন: ডিএসসিসি মেয়র
ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, ‘আমাদের জীবনের এমন কোনো দিক নেই যা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে পরিবর্তিত হয়নি।বাংলাদেশে আমরা প্রযুক্তি ব্যবহার করছি শুধুমাত্র আমাদের অনেক প্রোগ্রাম ডেলিভার করার জন্যই নয় বরং আমাদের অংশীদারদের এবং যে সম্প্রদায়গুলোতে আমরা কাজ করি তাদের কাছে আমাদের অ্যাক্সেসযোগ্য করে তুলতে। এই ই-লাইব্রেরি এমন একটি উদ্যোগ যা ছাত্র, শিক্ষক এবং গবেষকসহ সকলের জন্য বিস্তৃত সম্পদ সরবরাহ করে।’
বর্তমানে, ইউএনডিপি ই-লাইব্রেরি অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যায় এবং শিগগিরই এটি অ্যাপল স্টোরে পাওয়া যাবে। ডিজিটাল লাইব্রেরি ব্যবহার করার জন্য ব্যবহারকারীদের একবার সাইন আপ করতে হবে।
আরও পড়ুন: অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াতে পর্যাপ্ত অনুদান দেবেন প্রধানমন্ত্রী: ডিএসসিসি মেয়র
আগামী বর্ষায় ১৫ মিনিটে বৃষ্টির পানি নিষ্কাশিত হবে: ডিএসসিসি মেয়র
৯৯২ দিন আগে
ঈদ উদযাপনে অপো’র নজরকাড়া অফার
ঈদ উদযাপনকে আরও আনন্দদায়ক করতে অপো নিয়ে এসেছে আকর্ষণীয় ঈদ অফার।
ব্র্যান্ডটির নির্দিষ্ট কিছু ডিভাইস কিনে গ্রাহকরা পাবেন নিজের বাইকে অথবা আকাশপথে (বিমানে) শেকড়ের টান অনুভব করতে প্রিয়জনের কাছে পৌঁছে যেতে।
গ্রাহকেরা ‘অপো রেনো ৮টি’, ‘অপো এফ২১ প্রো ফাইভজি’, ‘অপো এ৭৭এস’ অথবা ‘অপো এ৭৭’ এর মধ্যে যেকোনো ফোন কিনলে অনলাইন লাকি ড্র’তে অংশ নেওয়ার সুযোগ পাবেন। লাকি ড্রয়ের বিজয়ীরা পাবেন আকর্ষণীয় মেগা ঈদ উপহার। উপহারের মধ্যে আছে এয়ার টিকিট ভাউচার (দেশের মধ্যে ভ্রমণের জন্য প্রযোজ্য), মোটরবাইক এবং ইন্টারনেট বান্ডেল অফার।
এখানেই শেষ নয়! ‘অপো এ৭৭’ অথবা ‘অপো এ৭৭এস’ ফোন কিনলে ব্যবহারকারীরা নিশ্চিতভাবে সাকিব আল হাসানের অটোগ্রাফসহ টি-শার্ট এবং ‘অপো রেনো৮ টি’ অথবা ‘অপো এফ২১’ প্রো ফাইভজি ক্রয়ের সময় লিমিটেড এডিশন গিফট বক্স পাবেন। খালি হাতে কেউই বাড়ি ফিরবে না!
আরও পড়ুন: রমজান উপলক্ষে এফ২১ প্রো ফাইভজি ও এ৭৭ স্মার্টফোনের দাম কমালো অপো
উল্লেখ্য, সম্প্রতি হার্ডওয়্যার আপডেটের মাধ্যমে দুর্দান্ত ফটোগ্রাফি অভিজ্ঞতা নিশ্চিত করতে অপো দেশের বাজারে নিয়ে এসেছে রেনো সিরিজের নতুন সংযোজন ‘অপো রেনো৮ টি’। অভূতপূর্ব ফটোগ্রাফি অভিজ্ঞতার জন্য এই ফোনে আছে অত্যাধুনিক ইমেজিং ফিচারসহ ১০০ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা সেটআপ।
সানসেট অরেঞ্জ ও স্টারি ব্ল্যাক এই দু’টি রঙে পাওয়া যাচ্ছে এই ডিভাইসটি। ব্যবহারকারীদের জন্য নিরবচ্ছিন্ন স্মার্টফোন অভিজ্ঞতা নিশ্চিত করতে এই ফোনে আছে ফাইবারগ্লাস-লেদারের প্রিমিয়াম স্টিচ ডিজাইন, আপগ্রেডেড কালারওএস ১৩, ৯০ হার্জ রিফ্রেশ রেট ও ৩৩ ওয়াট সুপারভুক সহ ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার (এমএএইচ) ব্যাটারি।
এই ঈদ অফার ১ এপ্রিল থেকে শুরু হয়েছে, চলবে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত। তাহলে আর কিসের জন্য অপেক্ষা? এখুনি এই ঈদকে আরও উৎসবমুখর করতে আপনার নিকটস্থ অপো আউটলেট ভিজিট করুন।
আরও পড়ুন: ৪০০ শতাংশ বেশি বিক্রির রেকর্ড অপো রেনো এইট টি’র
৯৯৯ দিন আগে
বাজারে রিয়েলমি’র সেগমেন্ট চ্যাম্পিয়ন সি৫৫ ফোন
রিয়েলমি দেশের বাজারে নিজেদের ‘সেগমেন্ট চ্যাম্পিয়ন’ ফোন রিয়েলমি সি৫৫ উন্মোচন করেছে।
এটি এই সেগমেন্টের একমাত্র ফোন যাতে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা, ৩৩ ওয়াটের সুপারভুক ফাস্ট চার্জার, ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ ও সানশাওয়ার ডিজাইন রয়েছে। আগ্রহী ক্রেতারা প্রি-বুকিং করে জিতে নিতে পারেন এক লাখ টাকা।
রিয়েলমি সি৫৫ ফোনের ৬ জিবি র্যাম/১২৮ জিবি রম ভ্যারিয়েন্ট ১৮ হাজার ৯৯৯ টাকায় এবং ৮ জিবি র্যাম/২৫৬ জিবি রম ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে মাত্র ২২ হাজার ৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য)।
ব্যবহারকারীদের স্মুথ অভিজ্ঞতা নিশ্চিত করতে ফোনটির ক্যামেরা, স্টোরেজ, চার্জ ও ডিজাইন - এ চারটি ক্ষেত্র নিয়ে আসা হয়েছে সেগমেন্ট-সেরা আপগ্রেড।
রিয়েলমি সি৫৫ স্মার্টফোন পাওয়া যাচ্ছে সানশাওয়ার ও রেইনি নাইট দু’টি রঙে। ৯০ হার্জ রিফ্রেশ রেট ও হেলিও জি৮৮ চিপসেটসহ ৬ দশমিক ৭২ ইঞ্চির এফএইচডি প্লাস রেজ্যুলেশনের স্ক্রিনের এই ফোনটি দুর্দান্ত ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিশ্চিত করবে।
রিয়েলমি সি৫৫ স্মার্টফোনে ৬৪ মেগাপিক্সেল মেইন ক্যামেরার পাশাপাশি ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ও ২ মেগাপিক্সেল বিঅ্যান্ডওয়াই (ব্ল্যাক অ্যান্ড হোয়াইট) লেন্স রয়েছে। উন্নত অভিজ্ঞতার জন্য এই সিরিজের আগের ফোন সি৩৫ এর তুলনায় রিয়েলমি সি৫৫-এ ৫৪ শতাংশ সেন্সর সাইজ এবং ৫৩ দশমিক ৮ শতাংশ রেজ্যুলেশন বৃদ্ধি করা হয়েছে। উদ্ভাবনী ইমেজ মোড, ফিল্টার ও প্রোলাইট ইমেজিং টেকনোলোজির সুবিধার মাধ্যমে ফোনটি কম আলোতেও সেরা ক্যামেরা অভিজ্ঞতা নিশ্চিত করবে।
ডিভাইসটির ৮ জিবি ডায়নামিক র্যাম, যা ১৬ জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে এবং ২৫৬ জিবি স্টোরেজ, যা এক টেরাবাইট পর্যন্ত বৃদ্ধি করা যাবে।
এছাড়া, রিয়েলমি সি৫৫ এ রয়েছে ৩৩ ওয়াটের সুপারভুক চার্জার, যা এই সেগমেন্টের সেরা। ফোনটি শতভাগ চার্জ হতে সময় নিবে মাত্র ৬৩ মিনিট। পাশাপাশি ফোনটিতে রয়েছে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি।
রিয়েলমি সি৫৫ ফোনে প্রথমবারের মতো (অ্যান্ড্রয়েড ফোনে) মিনি ক্যাপসুল ব্যবহার করা হয়েছে। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা প্রতিদিন চার্জিং স্ট্যাটাস, ডেটা ব্যবহার ও স্টেপ কাউন্টসের নোটিফিকেশন পাবেন।
ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০, ফাস্ট-সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ৩৬০ ডিগ্রি ফ্রি সোয়াইপ-সহ মাল্টিফাংশনাল এনএফসি। চারটি সেগমেন্ট সেরা ফিচারের কারণে রিয়েলমি সি৫৫ ‘চ্যাম্পিয়ন’ ডিভাইস হিসেবে বিবেচিত হচ্ছে।
বিস্তারিত জানতে ভিসিট করুন এই ঠিকানায় - https://realmebd.com/c55-prebook/
আরও পড়ুন: দেশের বাজারে এলো দুর্দান্ত পারফরমেন্স ও সেরা দামের রিয়েলমি সি৩০
বর্ণিল আয়োজনে রিয়েলমি ফ্যান ফেস্ট উদযাপিত, দারাজে বিক্রির রেকর্ড!
১০০০ দিন আগে
আইপিটিভি সংবাদ সম্প্রচার করতে পারে না: তথ্য মন্ত্রণালয়
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইন্টারনেট প্রোটোকল টেলিভিশনকে (আইপিটিভি) সংবাদ সম্প্রচার বন্ধ করার নির্দেশ দিয়েছে।
সোমবার মন্ত্রণালয়ের টিভি বিভাগ-২ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ আদেশ দেয়।
এই নির্দেশনা অমান্যকারী আইপি টিভির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়, জাতীয় অনলাইন মিডিয়া নীতিমালা-২০১৭ এর ৪ দশমিক ৩ অনুচ্ছেদ অনুযায়ী, আইপিটিভি কোনো ধরনের সংবাদ সম্প্রচার করতে পারবে না। লক্ষ্য করা যায় যে কিছু নিবন্ধিত বা অনিবন্ধিত আইপিটিভি সেই নীতি লঙ্ঘন করে সংবাদ সম্প্রচার করছে।
আরও পড়ুন: ৫৯টি আইপিটিভি বন্ধ করেছে বিটিআরসি
আইপিটিভি, ইউটিউব চ্যানেলে সংবাদ প্রচার নয়: তথ্যমন্ত্রী
১০০০ দিন আগে
রাশিয়ার থ্রিডি-প্রিন্টেড রকেট উৎক্ষেপণের পরপরই ব্যর্থ!
প্রায় সম্পূর্ণরূপে থ্রিডি-প্রিন্টেড যন্ত্রাংশ দিয়ে তৈরি রকেট টেরান-১ বুধবার রাতে উৎক্ষেপণ করা হয়। তবে তিনবারের চেষ্টায় উৎক্ষেপণ সফল হলেও কক্ষপথে পৌঁছাতে পারেনি রকেটটি।
রকেটির নির্মাতা প্রতিষ্ঠান রিলেটিভিটি স্পেস জানিয়েছে, ছয় বছর আগে তৈরি কোম্পানির প্রথম মেটাল থ্রিডি প্রিন্ট ছাড়া পরীক্ষামূলক এই ফ্লাইটে আর কিছুই ছিল না।
উদ্ভাবনকারীরা রকেটটিকে ১২৫ মাইল উঁচু কক্ষপথে স্থাপন করতে চেয়েছিল, তবে পৃথিবীর নিম্ন কক্ষপথে পৌঁছানোর আগেই রকেটের ওপরের অংশে আগুন ধরে যায়।
জানা যায়, কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে উৎক্ষেপণ করার পর প্রথম ধাপে রকেটটি ঠিকঠাকই কাজ করেছে এবং পরিকল্পনা অনুযায়ী আলাদা হয়ে গেছে। কিন্তু এরপরই ওপরের অংশে আগুন জ্বলে উঠতে দেখা যায় এবং তারপর বন্ধ হয়ে আটলান্টিকে ধসে পড়ে।
আরও পড়ুন: ‘ইমিউনোলজিক্যাল মেমরি’ নিয়ন্ত্রণে ইমিউন সিস্টেমকে রোগের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করে: গবেষণা
এ বিষয়ে রিলেটিভিটি স্পেসের টেস্ট ও লঞ্চ টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার আরওয়া তিজানি ক্যালি বলেন, ‘কেউ কখনো থ্রিডি প্রিন্টেড রকেট পৃথিবীর নিম্ন কক্ষপথে পাঠানোর চেষ্টা করেনি। আমরা হয়তো পুরোপুরি সফল হইনি, তবে প্রমাণ করতে পেরেছি যে থ্রিডি প্রিন্টেড রকেট ওড়ানো সম্ভব।’
১১০-ফুট (৩৩-মিটার) রকেটের বেশিরভাগ ইঞ্জিনসহ, ক্যালিফোর্নিয়ার লং বিচে কোম্পানির বিশাল থ্রিডি প্রিন্টার থেকে বানানো হয়েছে।
রিলেটিভিটি স্পেস বলেছে যে থ্রিডি-প্রিন্টেড ধাতব অংশগুলো দিয়ে টেরান-১ রকেটের ৮৫ শতাংশ তৈরি হয়েছে। রকেটের বড় সংস্করণে আরও বেশি কিছু থাকবে এবং একাধিক ফ্লাইটের জন্য বারবার ব্যবহার করা হবে।
অন্যান্য মহাকাশ সংস্থাগুলোও থ্রিডি-প্রিন্টিংয়ের ওপর নির্ভর করে, তবে টুকরোগুলো তাদের রকেটের খুব ছোট একটি অংশ তৈরি করে।
২০১৫ সালে দুজন তরুণ মহাকাশ প্রকৌশলী রিলেটিভিটি স্পেস তৈরি করে।
আরও পড়ুন: মহাকাশযান গ্রহাণুর কক্ষপথ পরিবর্তন করতে সফল হয়েছে: নাসা
নাসার স্পেসএক্স মিশনের নভোচারীরা পৃথিবীতে ফিরছেন
১০১০ দিন আগে
ইউটায় অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে লাগবে অভিভাবকের সম্মতি
ইউটা যুক্তরাষ্ট্রের প্রথম রাজ্য যেখানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে মা-বাবার সম্মতি নিতে হবে এবং ব্যবহারকারীদের কমপক্ষে ১৮ বছর বয়স যাচাই করতে হবে।
গভর্নর বলেন, তিনি রাজ্যের তরুণদের সুরক্ষার জন্য দুটি ব্যাপক পদক্ষেপে স্বাক্ষর করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নতুন এই পদক্ষেপের অধীনে মা-বাবাকে পোস্ট ও ব্যক্তিগত বার্তাসহ তাদের সন্তানদের অনলাইন অ্যাকাউন্টগুলোয় সম্পূর্ণ প্রবেশাধিকার দেবে।
শিশুদের মানসিক স্বাস্থ্যের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যেই এই পদক্ষেপ নেয়া হল।
আরও পড়ুন: টুইটারের নিয়ন্ত্রণে ইলন মাস্ক, শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত
বৃহস্পতিবার প্রণীত আইন অনুযায়ী, ইনস্টাগ্রাম, ফেসবুক ও টিকটকের মতো মাধ্যমগুলোতে শিশু-কিশোরদের অ্যাকাউন্ট তৈরি করার আগে তাদের মা-বাবা বা অভিভাবকের স্পষ্ট সম্মতি প্রয়োজন হবে।
উক্ত আইনে রাত সাড়ে ১০টা থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত অপ্রাপ্তবয়স্কদের এই মাধ্যম বা অ্যাপলিকেশনগুলো ব্যবহারে নিষেধাজ্ঞার কথা উল্লেখ করা হয়েছে। তবে মা-বাবার পর্যবেক্ষণে ব্যতিক্রম হতে পারে।
এই আইন অনুযায়ী, সংস্থাগুলো আর কোনো শিশুর তথ্য সংগ্রহ করতে বা বিজ্ঞাপনের জন্য টার্গেট করতে পারবে না।
সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া আরও সহজ করার জন্য তৈরি করা দুটি বিল ২০২৪ সালের ১ মার্চ থেকে কার্যকর হবে।
আরও পড়ুন: টুইটারের ৭৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা ইলন মাস্কের
১০১১ দিন আগে
রমজান উপলক্ষে এফ২১ প্রো ফাইভজি ও এ৭৭ স্মার্টফোনের দাম কমালো অপো
আসন্ন রমজান ও ঈদের আমেজ আরও বাড়িয়ে তুলতে অপো’র জনপ্রিয় এফ২১ প্রো ফাইভজি ও এ৭৭ (৪জিবি র্যাম+৪জিবি পর্যন্ত র্যাম সম্প্রসারণ, মোট ৮ জিবি) এই দু’টি ডিভাইসে আকর্ষণীয় মূল্যছাড় দিচ্ছে।
অপো ফ্যানদের মধ্যে রমজান ও ঈদের আনন্দ দ্বিগুণ করতে ব্র্যান্ডটি এফ২১ প্রো ফাইভজি ফোনের দাম ৩৭ হাজার ৯৯০ টাকা থেকে কমিয়ে ৩৪ হাজার ৯৯০ টাকা এবং এ৭৭ ফোনের মূল্য ২২ হাজার ৯৯০ টাকা থেকে কমিয়ে ১৯ হাজার ৯৯০ টাকা নির্ধারণ করেছে। এই উৎসবের মৌসুমে ব্যবহারকারীরা সাশ্রয়ী মূল্যে সেরা স্মার্টফোন অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।
অপো এফ২১ প্রো ফাইভজি ডিভাইসে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ ফাইভজি মোবাইল প্ল্যাটফর্ম। এটি ব্যবহারকারীদের জন্য সুপার-ফাস্ট ইন্টারনেট নিশ্চিত করবে। এই ডিভাইসে ভয়েস ওভার এলটিই আছে, যা ব্যবহারকারীদের ভয়েসের গুণমানকে প্রভাবিত না করে নেটওয়ার্কে একযোগে ভয়েস ও ডেটা পাঠাতে সক্ষম করে।
এফ২১ প্রো ফাইভজি ডিভাইসটিতে রয়েছে নতুন আল্ট্রা-স্লিম রেট্রো ডিজাইন, সঙ্গে ডুয়াল অরবিট লাইট। এফ২১ প্রো ফাইভজি ফোনে ৬৪ মেগাপিক্সেল হাই-রেজ্যুলেশনের মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা, ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা ও ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে।
আরও পড়ুন: ৪০০ শতাংশ বেশি বিক্রির রেকর্ড অপো রেনো এইট টি’র
এছাড়া, চমৎকার ছবি তোলার জন্য আছে বেশ কিছু দুর্দান্ত ইমেজিং ফিচার। এই স্মার্টফোনে আরও আছে ৬ দশমিক ৪ ইঞ্চি পাঞ্চ হোল অ্যামোলেড এফএইচডি+ ডিসপ্লেসহ ৬০ হার্জ রিফ্রেশ রেট, চার হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৩৩ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি।
অন্যদিকে, অপো এ৭৭ ফোনে আছে ৩৩ ওয়াট সুপারভুক চার্জিং প্রযুক্তি, পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ৮জিবি পর্যন্ত র্যাম সম্প্রসারণ সুবিধা (সঙ্গে ১২৮জিবি স্টোরেজ)। এই ফোনে আছে দৃষ্টিনন্দন প্রিমিয়াম অপো গ্লো ফ্ল্যাট-এজ ডিজাইন এবং সর্বোচ্চ সক্ষমতা নিশ্চিত করতে হেলিও জি৩৫ ১২এনএম (ন্যানোমিটার) চিপসেট। এর ক্যামেরা সেটআপ এক কথায় চমৎকার।
এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা, সঙ্গে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। সাশ্রয়ী মূল্যে সেরা ফিচারগুলোর সমন্বয় ঘটেছে এই স্মার্টফোনে।
স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা আরও উপভোগ্য ও আকর্ষণীয় করে তুলতে অপো’র ব্যবহারকারী ও ভক্তদের জন্য এই আকর্ষণীয় অফার নিয়ে এসেছে। গ্রাহকরা এখন অবিশ্বাস্য দামে এই ডিভাইসগুলো কিনে দুর্দান্ত সব ফিচার ব্যবহার করার সুযোগ পাবেন।
এই অফারটি ব্যবহারকারীরা বাংলাদেশের যেকোনো অপো স্টোর থেকে গ্রহণ করতে পারবেন। স্টক শেষ হওয়ার আগে ডিসকাউন্ট উপভোগ করতে আজই আপনার নিকটস্থ অপো আউটলেট ভিজিট করুন।
আরও পড়ুন: বাজারে ১০০ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরার অপো রেনো এইট টি
১০১৩ দিন আগে