রবিবার বাংলাদেশ সময় দুপুর ২টায় দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নামে জুনিয়র টাইগাররা।
যুব বিশ্বকাপের পরিসংখ্যানে বাংলাদেশের চেয়ে যোজন যোজন এগিয়ে রয়েছে ভারত। সাতবারের মতো ফাইনাল খেলতে যাওয়া ভারত চারবার শিরোপা জিতেছে। যেখানে বাংলাদেশ প্রথমবারের মতো ফাইনাল খেলতে যাচ্ছে।
পরিসংখ্যান যাই হোক না কেন, তাতে মাথা ঘামানো আপাততো বন্ধ। কারণ এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার মাটিতে মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, তানজিদ হাসান তামিমরা রান করছেন নিয়মিত। চারের নিচে ইকোনমিতে বোলিং করছেন রকিবুল হাসান, শামীম হোসেন ও শরিফুল ইসলামরা।
ফানাইলে আসার আগে টুর্নামেন্টে ইতিমধ্যে খেলা পাঁচ ম্যাচে চার জয় বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষের অপর ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। অপরদিকে পাঁচ ম্যাচের পাঁচটি জিতে এখনও অপরাজিত ভারত। ফলে টুর্নামেন্টে যে দলের হাতেই ট্রফি উঠুক না কেন, তারা হবে অপরাজিত চ্যাম্পিয়ন।
বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন, তানজিদ হাসান তামিম, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, শামীম হোসেন, আকবর আলী, অভিষেক দাস, রকিবুল হাসান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব।
ভারত একাদশ: যাশাসবি জয়সওয়াল, দিব্যানশ সাক্সেনা, তিলক ভার্মা, ধ্রুব জুরেল, প্রিয়ম গার্গ, সিদ্ধশ বীর, অর্থবা আনকোলেকার, রবি বিষ্ণুই, সুশান্ত মিশ্র, কার্তিক তিয়াগি, আকাশ সিং।