রিয়াল মাদ্রিদের বিপক্ষে শেষ মুহুর্তে গোল পেয়ে দলকে সমতায় ফেরান বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার ম্যাথিয়াস ডি লিখট। তবে বল জালে জড়ানোর কয়েক মুহূর্ত আগেই লাইনসম্যান অফসাইডের পতাকা তোলেন। ফলে গোলটি বাতিল হয়।
এ ঘটনা নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। ম্যাচশেষে ওই লাইনসম্যান নিজেও নিজের ভুল স্বীকার করেছেন বলে দাবি ডি লিখটের।
ম্যাচ শেষে ডি লিট বলেন, ‘লাইনসম্যান আমাকে বলেছেন- দুঃখিত, ভুল করেছি।’
বায়ার্নের বল জালে জড়ানোর আগে রেফারি অফসাইডের বাঁশি বাজালেও ঠিক একই ধরনের খেলায় তাকে বিপরীত আচরণ করতে দেখা যায় কয়েক মিনিট আগে। অতিরিক্ত যোগ করা সময়ের প্রথম মিনিটে হোসেলুর দ্বিতীয় গোলে ম্যাচে এগিয়ে যায় রিয়াল। সে সময় জালে বল জড়ানোর পর অফসাইড পতাকা তোলেন লাইনসম্যান। পরে ভিএআর রিভিউতে দেখা যায় অফসাইড ছিলেন না হোসেলু। ফলে গোলটি দেয়া হয় রিয়াল মাদ্রিদকে। অথচ বায়ার্নের বেলায় ঘটে বিমাতাসুলভ আচরণ।
আরও পড়ুন: চিরায়ত শেষের মিরাকলে ফাইনালে রিয়াল
এ বিষয়ে ডি লিখট বলেন, ‘নিয়ম অনুযায়ী, অফসাইড নিশ্চিত না হলে খেলা চালিয়ে যেতে হবে। আর শেষ মিনিটে এভাবে বাঁশি বাজানো, আমার মনে হয় এটা বড় ধরনের ভুল।
‘অফসাইড হয়েছে কি না, আমি জানি না; সেটা ভিএআর পরীক্ষা করতে পারত। কিন্তু এটা (অফসাইড) পরীক্ষা করে না দেখলে বুঝলেন কীভাবে?’
তিনি বলেন, ‘আমার কাছে এটাকে লজ্জাজনক কাজ বলে মনে হয়েছে। হোসেলুও গোল করার সময় প্রায় অফসাইড ছিল, কিন্তু তখন তারা খেলা চালিয়ে গেছেন। তাহলে আমাদের বেলায় কেন নয়?’