শুক্রবার সিলেটে দিনের প্রথম ম্যাচে ডেভিড ওয়র্নারের সিলেট সিক্সার্সকে ৬ উইকেটে হারিয়ে আবারও জয়ের ধারায় ফিরল ডাইনামাইটস।
টসে জিতে ব্যাটিংয়ে নামা সিলেটের শুরুটা হয়েছিল দুর্দান্ত। ঝড়ো ব্যাটিংয়ে আগের ম্যাচে অর্ধশতক পাওয়া লিটন আজও ঝড় তুলেছিলেন। পরে সাকিবের এলবিডব্লিউয়ের শিকার হয়ে ১৪ বলে ২৭ রানে থামতে হয় তাকে।
লিটনের পর আজ আবারও ব্যাটিংয়ে ঝড় তুলেন ডেভিড ওয়ার্নার। টানা দুই ম্যাচে অর্ধশতক করা অজি ওপেনারকেও ফেরান সাকিব। কিন্তু তার আগে ওয়ার্নারের ৪৩ বলে ৬১ রানের সৌজন্যে ১৫৮ রানের ভালো পুঁজি পায় সিলেট।
অপরদিকে রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ঢাকার। কিন্তু তাতে কী। কোথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার! ঢাকার ক্ষেত্রেও হয়েছে তেমন।
ওপেনার মিজানুর রহমান ফিরে যান মাত্র ১ রানে। আরেক ওপেনার সুনিল নারাইন এবং তিন নম্বরে নামা রনি তালুকদারও আউট হয়ে যান দ্রুত। ৩৭ রান তুলতেই তিন উইকেট হারায় ঢাকা।
চাপের নিচ থেকে ঢাকাকে টেনে তুলেন অধিনায়ক সাকিব। দুটি ৬ ও আটটি ৪ এর মারে ৪১ বলে ৬১ রানের ইনিংস খেলে ফিরেন জয় নিশ্চিত করে।
উইন্ডিজ আন্দ্রে রাসেলও দিয়েছেন ভালো সঙ্গ। ২টি চার ও ৪টি ছয়ে ২১ বলে ৪০ রানে অপরাজিত থাকেন তিনি। আর এতেই ১৮ বল বাকি থাকতে নিশ্চিত হয় জয়।