মুস্তাফিজ গণমাধ্যমকে জানান, আইপিএলে খেলার জন্য কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষ থেকে এবার খেলার প্রস্তাব পান তিনি। কিন্তু সামনে জাতীয় দলের শ্রীলঙ্কা সফর থাকায় তাকে ছাড়পত্র বা এনওসি দেয়নি বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ছয় বছরে নিজেদের প্রথম তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এই মাসের শেষে শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সিরিজটি প্রাথমিকভাবে জুলাই-আগস্টে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে কোভিড-১৯ পরিস্থিতির কারণে সময় পরিবর্তন করে আগামী ২৪ অক্টোবর সিরিজ শুরুর নতুন তারিখ নির্ধারণ করা হয়। তবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহেই শ্রীলঙ্কায় পৌঁছানোর কথা রয়েছে টাইগারদের।
প্রসঙ্গত, এখন পর্যন্ত আইপিএলের তিনটি আসরে খেলেছেন মুস্তাফিজ। ২০১৬ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএল যাত্রা শুরু করেন তিনি। সে বছর বল হাতে দারুণ সফলতা পান মুস্তাফিজ। এরপর ২০১৭ ও ২০১৮ সালের আসরে সর্বশেষ মুম্বাইর হয়েই খেলেছিলেন তিনি।