আইপিএল
মোস্তাফিজ বিতর্কে ঢাকার অবস্থান ‘দৃঢ় ও যথাযথ’
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর বাংলাদেশে টুর্নামেন্টটির সম্প্রচার বন্ধ রাখা এবং ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ক্রিকেট দলকে না পাঠানোর সিদ্ধান্ত দুটিকে ‘যথাযথ’ বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তবে এসব পদক্ষেপ দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে মত তার।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে মোস্তাফিজ ইস্যু নিয়ে প্রশ্নের মুখে পড়েন অর্থ উপদেষ্টা।
তিনি বলেন, এটা তো বাংলাদেশ থেকে করা হয়নি! ওরা হঠাৎ করে একজন খেলোয়াড়কে বাদ দিল। এটা তো সাধারণভাবে ভালো নয়। (মোস্তাফিজ) একজন ভালো খেলোয়াড়, এমন নয় যে দয়াদাক্ষিণ্য করে তাকে দলে নিয়েছে (কেকেআর)। সে সেরা খেলোয়াড়দের একজন। সেটা সবাই স্বীকার করে, ওরাও (ভারত) করে।
অর্থ উপদেষ্টা বলেন, এ জন্য তাকে যেতে দেওয়া হয়নি। অতএব বাংলাদেশ যে প্রতিক্রিয়া দিয়েছে, সেটি সম্পূর্ণ ‘রোবাস্ট’ (দৃঢ়) এবং ওইটাই ‘অ্যাপ্রোপ্রিয়েট’ (যথাযথ)।
তার ভাষ্য, ‘এই ধরনের অ্যাকশন কেউ যদি শুরু করে, তার একটা রিয়্যাকশন হবে। নিউটনের ল, অ্যাকশন-রিয়্যাকশন। এটাই বললাম।’
পরিস্থিতি স্বাভাবিক থাকলে আইপিএলের আগামী আসরে কলকাতার হয়ে খেলার কথা ছিল মোস্তাফিজ। দলের প্রয়োজনে চেন্নাই সুপার কিংসের সঙ্গে লড়াইয়ে জিতে ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশি পেসারকে দলে টানে ফ্র্যাঞ্চাইজিটি। তবে চাইলেও আগামী মৌসুমে তাকে খেলাতে পারছে না তারা। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে এমন দাবি তুলে বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএল থেকে বাদ দিতে বলে ভারতের বেশ কিছু ধর্মীয় সংগঠন ও রাজনৈতিক দল।
তাদের সঙ্গে পেরে না উঠে বিসিসিআইয়ের নির্দেশে শেষ পর্যন্ত মোস্তাফিজকে ছেড়ে দিয়েছে কলকাতা। বাঁহাতি পেসারের সঙ্গে এমন ঘটনায় ভারতের মাটিতে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলাও অনিশ্চয়তায় পড়েছে।
বিসিবি গতকাল (সোমবার) বিশ্বকাপের ম্যাচগুলো খেলতে বাংলাদেশ ক্রিকেট দলকে ভারতে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এমনকি এই সিদ্ধান্তের বিষয়ে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসিকেও ই-মেইল বার্তার মাধ্যমে জানিয়েছে বিসিবি।
এ ধরনের কর্মকাণ্ড দুই দেশের রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে প্রভাব ফেলবে কী না, সে বিষয়েও অর্থ উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয়।
জবাবে ড. সালেহউদ্দিন বলেন, যৌক্তিকভাবেই আমরা সিদ্ধান্তগুলো নিচ্ছি। ফলে আমার কাছে মনে হয় না যে অর্থনৈতিকভাবে, বিশেষ করে (ভারতের সঙ্গে) আমাদের ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে।
সামনে নির্বাচন; বিষয়টি রাজনীতিতে প্রভাব ফেলবে কী না জানতে চাইলে তিনি বলেন, শুরুটা কিন্তু বাংলাদেশ থেকে করা হয়নি! এটা আপনি স্বীকার করবেন। খেলাধুলা, খেলোয়াড়দের আমরা দেশের প্রতিনিধি বলি। একজন ভালো খেলোয়াড়, বিখ্যাত একজন খেলোয়াড় (ভারতে খেলতে) যাবে, তাকে তো কৌশলগত কারণেই নেওয়া হয়েছিল, দয়াদাক্ষিণ্য করে তো নয়! একটা কারণে সেটা হঠাৎ করে বন্ধ করে দেওয়া, বিষয়টি খুব দুর্ভাগ্যজনক। এটা দুঃখজনক, দুই দেশের কারো জন্যই এটা ভালো নয়।
বিষয়টি রাজনৈতিক দিকে চলে যাচ্ছে প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আমি বলি যে এটা আর সামনে এগোনো উচিৎ নয়। দুই দেশের পক্ষ থেকেই বিষয়টি বিবেচনা করা দরকার।
উদাহরণ দিয়ে তিনি বলেন, হিটলারের সময় তো অলিম্পিক হয়েছিল, তাই না? পৃথিবীর লোকজন (জার্মানি) যায়নি? হিটলারকে ঘৃণা করত সবাই, কিন্তু ওখানে গিয়েছিল তো!
ড. সালেহউদ্দিন বলেন, আমার মনে হয়, এখানে একটা আবেগ কাজ করেছে। এটা দুই পক্ষই বিবেচনা করে সমাধান করবে। রাজনৈতিক সম্পর্ক হোক কিংবা অর্থনৈতক, আমরা কোনোভাবেই ক্ষতি চাই না।
এ সময় জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানও তার মতামত ব্যক্ত করেন। তিনি বলেন, ওরা (ভারত) আমাদের খেলোয়াড়কে ডেকে নিয়ে আবার প্রত্যাহার করছে। আমরা সেটার প্রতিবাদে বলেছি যে, না, যেহেতু আইপিএল এ খেলা নিয়ে, তো এখানে এই খেলার সম্প্রচার বন্ধ।
জ্বালানি উপদেষ্টা বলেন, এজন্য আমি মনে করি, এটা একটা যথাযথ প্রতিক্রিয়া। এটা ছাড়াও আমাদের (টি-টোয়েন্টি) বিশ্বকাপ ভেন্যু পরিবর্তন করার কথা বলা হয়েছে। এসব ক্ষেত্রে আমি মনে করি, আমাদের প্রতিক্রিয়া ‘দৃঢ় ও যথাযথ’। এটা ওদেরও ভাবাচ্ছে।
তবে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার পক্ষে মত দিয়ে তিনি বলেন, আমরা যেটা আশা করি যে দুই পক্ষ—প্রধানত ওখান থেকে যেখান থেকে এটা শুরু হয়েছে, সেখানে শুভ বুদ্ধির উদয় হবে এবং আমরা খেলা চালিয়ে যেতে পারব। আমাদের অর্থনৈতিক-বাণিজ্যিক সম্পর্ক চালিয়ে যেতে পারব।
২ দিন আগে
বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধের নির্দেশ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলা বাংলাদেশে সম্প্রচার বন্ধ রাখতে টেলিভিশন চ্যানেলগুলোকে নির্দেশনা দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
সোমবার (৫ জানুয়ারি) টেলিভিশন চ্যানেলগুলোর কাছে পাঠানো চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
চিঠিতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কর্তৃক আগামী ২৬ মার্চ থেকে অনুষ্ঠিতব্য আইপিএলে বাংলাদেশের তারকা খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।
আরও পড়ুন: কেকেআর থেকে মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ বিসিসিআইয়ের
এমতাবস্থায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব খেলা এবং অনুষ্ঠান প্রচার কিংবা সম্প্রচার বন্ধ রাখার জন্য টেলিভিশন চ্যানেলের শীর্ষ নির্বাহীদের নির্দেশনা দেওয়া হয়েছে চিঠিতে।
পরিস্থিতি স্বাভাবিক থাকলে আইপিএলের আগামী আসরে কলকাতার হয়ে খেলার কথা ছিল মোস্তাফিজ। দলের প্রয়োজনে চেন্নাই সুপার কিংসের সঙ্গে লড়াইয়ে জিতে ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশি পেসারকে দলে টানে ফ্র্যাঞ্চাইজিটি। তবে চাইলেও আগামী মৌসুমে তাকে খেলাতে পারছে না তারা। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে এমন দাবি তুলে বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএল থেকে বাদ দিতে বলে ভারতের বেশ কিছু ধর্মীয় সংগঠন ও রাজনৈতিক দল।
তাদের সঙ্গে পেরে না উঠে বিসিসিআইয়ের নির্দেশে শেষ পর্যন্ত মোস্তাফিজকে ছেড়ে দিয়েছে কলকাতা। বাঁহাতি পেসারের সঙ্গে এমন ঘটনায় ভারতের মাটিতে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়েও প্রশ্ন উঠেছে। বিশ্বকাপের ম্যাচগুলো খেলতে বাংলাদেশ ক্রিকেট দলকে ভারতে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এমনকি এই সিদ্ধান্তের বিষয়ে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসিকেও ই-মেইল বার্তার মাধ্যমে জানিয়েছে বিসিবি।
আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাবে না বাংলাদেশ
৩ দিন আগে
আইপিএলের সম্প্রচার বন্ধের প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে: তথ্য উপদেষ্টা
আইনগত ভিত্তি পর্যালোচনা এবং প্রক্রিয়া যাচাই-বাছাইয়ের পর আইপিএলের সম্প্রচার বাংলাদেশে বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান।
রবিবার (৪ জানুয়ারি) সচিবালয়ে গণমাধ্যমকেন্দ্রে ‘বিএসআরএফ মতবিনিময়’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন। সচিবালয় বিট কাভার করা সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ মতবিনিময়ের আয়োজন করেছে।
বিএসআরএফ সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আইন উপদেষ্টা আইপিএলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ রাখার প্রস্তাব দিয়েছেন। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তথ্য উপদেষ্টা বলেন, ‘বিষয়টা হচ্ছে যে, খেলাটা যদি খেলার জায়গায় আমরা রাখতে পারতাম, খুবই ভালো হতো। কিন্তু আনফরচুনেটলি, খেলাটার মধ্যে রাজনীতি নিয়ে আসা হয়েছে।’
তিনি বলেন, ‘অন্যান্য সময় আমরা কী বলি? দুইটা দেশের মধ্যে যদি রাজনৈতিক টেনশন থাকেও, যেকোনো দুটো দেশ, আমি বাংলাদেশ-ভারত, বাংলাদেশ-নেপাল এরকম বলছি না, ভারত-নেপাল, ভারত-মালদ্বীপ এটাও বলছি না, বলছি দুইটা দেশের মধ্যে যদি রাজনৈতিক টেনশন থাকেও, বলে যে সংস্কৃতির বিনিময়, খেলাধুলা—এগুলোর মাধ্যমে এটা কমিয়ে আনা যায়। এখানে দেখা গেল সম্পূর্ণ উল্টো কাজটা করা হয়েছে।
‘বাংলাদেশের একজন খেলোয়াড়কে নিশ্চিত করার পরে, তাকে রাজনৈতিক যুক্তিতে...যেটা আমরা পত্র-পত্রিকায় দেখেছি, বলা হচ্ছে যে ওকে নেওয়া হবে না। তো এরকম সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আমাদের দেশের জনগণেরও তো মনে একটা আঘাত লাগে। তাদের মধ্যেও একটা প্রতিক্রিয়া হয়।’
উপদেষ্টা বলেন, ‘সেরকম জায়গায় আমাদেরও একটা অবস্থান নিতে হবে। আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি পর্যালোচনা এবং প্রক্রিয়া যাচাই-বাছাই করছি এবং করার পরে আমরা একটা পদক্ষেপ গ্রহণ করব।’
৪ দিন আগে
কেকেআর থেকে মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার নির্দেশ বিসিসিআইয়ের
চলতি বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের হয়ে একমাত্র প্রতিনিধিত্ব করছেন মোস্তাফিজুর রহমান। তবে তাকেও ছেড়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তের পেছনে সাম্প্রতিক কিছু ঘটনাকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, যেখানে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর সহিংসতার খবর সামনে এসেছে। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
গুয়াহাটিতে একটি ভারতীয় সংবাদ সংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘সাম্প্রতিক যেসব ঘটনা ঘটছে, তার প্রেক্ষিতে বিসিসিআই কেকেআরকে তাদের স্কোয়াড থেকে বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে বলেছে।’
তবে কেকেআর চাইলে তার বদলি হিসেবে বোর্ড অন্য খেলোয়াড় নেওয়ার অনুমতিও দেবে বলে জানান তিনি।
২০২৪ সালে জুলাই গণঅভুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে দুই দেশের সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত এসেছে বলে মত বিশ্লেষকদের। তাদের মতে, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ দুই দেশের দ্বিপক্ষীক সম্পর্কে প্রভাব ফেলেছে।
সর্বশেষ এ সিদ্ধান্তের পেছনে দুই দেশেই ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ ঘিরে তৈরি হওয়া বিতর্কও কাজ করেছে। সাম্প্রতিক সময়ে ভারতে সংখ্যালঘু মুসলমানদের বিরুদ্ধে একাধিক হামলার খবর পাওয়া গেছে। একই ধরনের ধর্মীয় অসহিষ্ণুতার ঘটনা বাংলাদেশেও ঘটেছে। বিশেষ করে গত মাসে ময়মনসিংহে দিপু চন্দ্র দাস নামে এক হিন্দু নাগরিকের মৃত্যুর ঘটনার পর ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও চাপে পড়ে।
এর পরিপ্রেক্ষিতে মুস্তাফিজকে দলে নেয়ার পর থেকেই কেকেআর ও দলের মালিক শাহরুখ খানের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়।
বিজেপি ও শিব সেনার একাধিক রাজনৈতিক নেতা জাতীয় অনুভূতি উপেক্ষা করার অভিযোগ তোলেন। তবে আসন্ন ভারত–বাংলাদেশ সিরিজ নিয়ে বিসিসিআই সচিব কোনো মন্তব্য করেননি।
কলকাতা মুস্তাফিজকে দলে নেয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে অনাপত্তিপত্র দিয়েছিল। এতে করে তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ মিস করে পুরো আইপিএলে খেলার সুযোগ পেতেন।
আইপিএলে মুস্তাফিজুর রহমানের অভিজ্ঞতাও কম নয়। তিনি এখন পর্যন্ত ৬০ ম্যাচে ৬৫টি উইকেট নেন। সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার অভিজ্ঞতা আছে এই বাঁহাতি পেসারের।
৫ দিন আগে
আইপিএল থেকে মুস্তাফিজের শেখার কিছু নেই: বিসিবি’র জালাল ইউনুস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলে বা-হাতি পেসার মুস্তাফিজুর রহমানের আর কিছু শেখার নেই বলে মন্তব্য করে বিতর্কের সূচনা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।
চেন্নাই সুপার কিংসের হয়ে চার উইকেট সহ পাঁচ ম্যাচে ১০ উইকেট নেওয়া মুস্তাফিজের দুর্দান্ত পারফরম্যান্সের পর এই ঘোষণায় বিতর্কের সৃষ্টি হয়।
তবে মুস্তাফিজের আইপিএলে অংশগ্রহণের মেয়াদ একদিন বাড়িয়ে তাকে ১ মে খেলার অনুমতি দিয়েছে বিসিবি। আগামী ৩ মে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
বুধবার (১৭ এপ্রিল) মিরপুরে জালাল বলেন, 'আইপিএলে খেলে মুস্তাফিজের শেখার কিছু নেই। তার শেখার প্রক্রিয়া শেষ। আসলে আইপিএলের অনেক খেলোয়াড়ই মুস্তাফিজের কাছ থেকে শিখতে পারে। এতে বাংলাদেশের কোনো লাভ হবে না। মুস্তাফিজ থাকায় অন্যরা উপকৃত হবে।’
জালাল জোর দিয়ে বলেন, আইপিএলটি মুস্তাফিজের জন্য চার ওভারের স্পেলে সীমাবদ্ধ নয়। টুর্নামেন্টের টাইট সূচির শারীরিক চাহিদা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন: পাকিস্তানের মুশতাককে স্পিন বোলিং কোচ নিয়োগ দিয়েছে বিসিবি
তিনি বলেন, 'আমাদের চিন্তার বিষয় মুস্তাফিজের স্বাস্থ্য নিয়ে। তার ফিটনেস। তারা (আইপিএলের দলগুলো) তার কাছ থেকে ১০০ শতাংশ নিতে চাইবে। তার ফিটনেস নিয়ে তাদের মাথাব্যথা নেই, কিন্তু আমাদের আছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের কী দরকার? আমাদের সতেজ মুস্তাফিজ দরকার। আমরা ক্লান্ত মুস্তাফিজ চাই না।’
তিনি ব্যাখ্যা করে বলেন, সাম্প্রতিক সময়ে ক্রিকেটে ব্যাপক সম্পৃক্ততার কারণে মুস্তাফিজের ওয়ার্কলোড সামলানোর অংশ হিসেবে এই সিদ্ধান্ত।
জালালের এই মন্তব্যের পর বাংলাদেশ ক্রিকেট দলের প্রখ্যাত কোচ মোহাম্মদ সালাহ উদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসির ইমোজি সহ বিদ্রুপাত্মক প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, 'এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না, চমৎকার চিন্তাভাবনা। সর্বকালের সেরা জোকস (আমি) শুনেছি।’
আরও পড়ুন: বিসিবির অস্পষ্ট অবস্থানেই তামিমের আন্তর্জাতিক ক্যারিয়ার অনিশ্চিত
৬৩১ দিন আগে
আইপিএলের জন্য মুস্তাফিজের এনওসির মেয়াদ একদিন বাড়াল বিসিবি
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার অনুমতি দিয়ে মুস্তাফিজুর রহমানের অনাপত্তিপত্র (এনওসি) একদিনের জন্য বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এর আগে ৩০ এপ্রিল আইপিএল ছাড়ার কথা থাকলেও এখন ১ মে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে পারবেন মুস্তাফিজ। আগামী ২ মে তার দেশে ফেরার কথা রয়েছে।
আরও পড়ুন: বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে মাহমুদউল্লাহ, বাদ পড়লেন তামিম
আগামী ৩ মে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ। মুস্তাফিজের জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা থাকলেও প্রথম ম্যাচে খেলতে পারবেন না। এই সিরিজের শেষ দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায়।
পাঁচ ম্যাচে ১০ উইকেট নিয়ে আইপিএলে দারুণ পারফর্ম করেছেন বাঁহাতি পেসার মুস্তাফিজ। আইপিএলের এবারের আসরে চেন্নাইয়ের অন্যতম প্রধান বোলার তিনি।
এছাড়া জিম্বাবুয়ে সিরিজের পর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যুক্তরাষ্ট্র সফরে যাবে বাংলাদেশ দল।
আরও পড়ুন: বিসিবির নারী বিভাগের নতুন প্রধান হাবিবুল বাশার
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য বিসিবির দল ঘোষণা
৬৩৩ দিন আগে
পারিবারিক ব্যস্ততার কারণে আইপিএল খেলবেন না সাকিব
বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছেন, একটা পারিবারিক জরুরি ব্যস্ততার কারণে তিনি চলতি বছরের চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে যাবেন না।
শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে একমাত্র টেস্টে ৭ উইকেটের জয় পেয়ে সিরিজ শেষ করেছে বাংলাদেশ।
ম্যাচ শেষে সাকিব মিডিয়ার সঙ্গে কথা বলেন এবং আইপিএলে যোগ না দেওয়ার সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেন।
এর আগে, সাকিবের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছিল যে মে মাসে জাতীয় দলের হয়ে খেলার কথা থাকায় পুরো আইপিএল মৌসুমে অংশ নিতে পারবেন না এই অলরাউন্ডার।
আরও পড়ুন: জাতীয় স্বার্থ প্রাধান্য পাবে, আইপিএলে অনিশ্চিত সাকিব ও লিটন
তাই কলকাতা নাইট রাইডার্সের কর্মকর্তারা সাকিবকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি টুর্নামেন্ট বাদ দিতে ইচ্ছুক কিনা, যাতে তারা এমন একজন খেলোয়াড়কে চুক্তিবদ্ধ করতে পারে যিনি পুরো মৌসুম খেলতে পারবেন; সাকিব তাতে সম্মত হন।
শুক্রবার সাকিব জানান যে আইপিএলে তার অনুপস্থিতির আরেকটি কারণ হলো পারিবারিক ইমার্জেন্সি।
সাকিব বলেন, ‘বিশ্বকাপের বছর আইপিএলে খেলার দারুণ সুযোগ ছিল আমার। ‘কিন্তু আমি কি করতে পারি? একটা জরুরি কারণে পরিবারকে সময় দিতে হচ্ছে।’
আরও পড়ুন: বিমানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব আল হাসান
এআইইউবি থেকে বিবিএ শেষ করলেন সাকিব
১০০৭ দিন আগে
জাতীয় স্বার্থ প্রাধান্য পাবে, আইপিএলে অনিশ্চিত সাকিব ও লিটন
চট্টগ্রামে সোমবার আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে প্রস্তুত বাংলাদেশ ক্রিকেট দল।
প্রথম টি-টোয়েন্টির আগে রবিবার বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানান যে জাতীয় স্বার্থকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগসহ (আইপিএল) অন্যান্য প্রতিশ্রুতির চেয়ে অগ্রাধিকার দেয়া হবে।
তিনি এও ইঙ্গিত দিয়েছেন যে একই সময়ে বাংলাদেশের কোনো আন্তর্জাতিক ম্যাচ থাকলে সাকিব আল হাসান ও লিটন দাসকে অনাপত্তি সনদ (এনওসি) না-ও দেয়া হতে পারে।
সাকিব ও লিটন সম্প্রতি আইপিএলের আসন্ন মৌসুমের জন্য কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এবং মুস্তাফিজুর রহমানকে তার পুরানো দল দিল্লি ক্যাপিটালসই রেখেছে।
তবে, মুস্তাফিজুর যেহেতু বাংলাদেশের টেস্ট দলে নিয়মিত মুখ নন, তাই আয়ারল্যান্ডের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজের পর তাকে আইপিএলে খেলার অনুমতি দেয়া হতে পারে।
আরও পড়ুন: আয়ারল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ
রবিবার চন্ডিকা বলেছেন, ‘বোর্ডের সিদ্ধান্ত হল অন্য যে কোনো লিগের চেয়ে জাতীয় দলের হয়ে খেলাকে অগ্রাধিকার দেয়া এবং এমনকি তারা প্লেয়ার্স ড্রাফটে তাদের নাম রাখার আগেই এই বার্তাটি সকল খেলোয়াড়ের কাছে পৌঁছে দেয়া হয়েছে।’
আন্তর্জাতিক সফরের সময়ও আইপিএলের ম্যাচ খেলার জন্য ক্রিকেট দলগুলো সাধারণত তাদের খেলোয়াড়দের ছেড়ে দেয়, তবে বাংলাদেশ সেই পথ না অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছে।
বিসিবি স্পষ্ট করে দিয়েছে যে জাতীয় স্বার্থ অগ্রাধিকার পাবে এবং আন্তর্জাতিক ম্যাচের সময়ের সঙ্গে সাংঘর্ষিক হলে খেলোয়াড়দের আইপিএল ম্যাচের জন্য ছাড় দেয়া হবে না।
এই বছরের আইপিএল আগামী ৩১ মার্চ থেকে শুরু হওয়ার কথা রয়েছে এবং আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একটি টেস্ট ম্যাচ রয়েছে আগামী ৪ এপ্রিল থেকে।
তাই, এটি নিশ্চিত করা হয়েছে যে সাকিব ও লিটনকে আইপিএলে খেলার জন্য এনওসি দেয়া হবে না।
কিছু ভারতীয় মিডিয়া আউটলেট জানিয়েছে, আইপিএল ম্যাচের জন্য খেলোয়াড়দের ছাড় না দেয়ার বাংলাদেশের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ভারতের বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ভবিষ্যতে আইপিএল থেকে বাংলাদেশি খেলোয়াড়দের নিষিদ্ধ করতে পারে।
যদিও বিসিসিআই বা আইপিএলের কোনো দলই এই তথ্যের সত্যতা নিশ্চিত করেনি।
আরও পড়ুন: তৃতীয় ওয়ানডে: ১০১ রানে আয়ারল্যান্ড অলআউট, হাসানের ৫ উইকেট
বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাট করছে আয়ারল্যান্ড
১০১৯ দিন আগে
আন্দ্রে রাসেল একাই খেলা দেখাল কিন্তু পারল না কলকাতা
এমন কোনো সুন্দর ব্যাটিং করেনি আইপিএল টেবিলের শীর্ষ দল গুজরাট টাইটান্স। তাদের চমক ছিল টস জিতে ব্যাটিং নেয়া।এ ঘটনা এই মৌসুমে প্রথম। তাদের ব্যাটিং ছিল দুই ভাগের খেলা ১৬.৩ ওভারে ছিল ১৩৩/৩ রানে আর পরের ৬ উইকেটে করলো ২৬ রান মাত্র। সাংঘাতিকভাবে টেনে ধরেছিল কলকাতা, আশাও জেগেছিল।
২
এবারের লিগে সবাই ভালো পাঠাচ্ছে তাই ছক্কা দেখার মজা কম। এতো ছক্কা আগে কোন বার মারা হয়নি আর এখনও তো প্রায় অর্ধেক লিগ বাকি।ছক্কার স্বর্গ হবে আইপিএল কিন্তু তাতে একটা মজা হয়েছে বোলারদের, হঠাৎ যে দুর্দান্ত এবং অবিশ্বাস্য উইকেটে নেয়া হয় সেটা আগের চেয়ে সবাই বেশি উপভোগ করছে। তেমনি একটা শেষ ওভারের ম্যাজিক দেখালো আন্দ্রে রাসেল, ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়।
৩
গুজরাট টাইটান্স আশা করছিল যে শেষ দুই ওভারে কিছু ঘাটতি রান ওঠাবে কিন্তু ১৯তম ওভারে শুরু হলো রাসেলের ওভার। তিনটা উইকেট আসে বাউন্ডারি লাইন থেকে আর মজার বিষয় হলো তিনটাই ধরে রিঙ্কু সিং। একবার ৪ আসে তার বলে কিন্তু শেষ বলে নিজেই কট এন্ড বোল্ড করে উইকেট নেয় রাসেল। গোটা খেলার এটাই ছিল সবচেয়ে মজাদার।
আরও পড়ুন: মুস্তাফিজ টেস্ট খেলা ছাড়তে না চাইলেও কমাতে চায়
৪
কিন্তু ব্যাটিংয়ে নেমে কলকাতা কিছু করতে পারেনি। টিমের মনে হয় প্রণোদনার ঘাটতি আছে কারণ কেউ দাঁড়াতে পারেনি গুজরাটের বোলিংয়ের সামনে, গরমও হতে পারে। ঘর্মাক্ত খেলোয়াড় দেখা এখন মাঠের স্বাভাবিক ব্যাপার ই। পানি আর তোয়ালে, বল ব্যাটের মতোই জরুরি এবারের আইপিএল মাঠে।
৫
কলকাতার হাল কিন্তু শেষ পর্যন্ত ধরল সেই আন্দ্রে রাসেল। সবচেয়ে বেশি তারই রান ছিল (৪৮ ) শেষ ওভারে রান দরকার ছিল ১৮। প্রথম বলে ছক্কা মারলো রাসেল। কলকাতা সমর্থকরা দারুণ খুশি কিন্তু দ্বিতীয় বলে আউট আলজারি জোসেফের বলে। বাকিটা বলার দরকার নেই। শেষ ওভারে ৯ রান করে ৮ রানে হার। গুজরাট শীর্ষে, কলকাতা তলাচ্ছে ই।
আরও পড়ুন: সমালোচনার মাঝে ইংল্যান্ডের টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন রুট
কোহলি আবার ডিম
৯ উইকেটে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিভি)। তবে এই রেজাল্ট শুনে বোঝা যাবে না কত বাজেভাবে আরসিভি হেরেছে মাত্র ৬৮ রান করে। এটি আইপিএলের ইতিহাসের অন্যতম কম রানের স্কোর তবে তারা এরকম আগেও করেছে। বোলারেরা ভীষণ চেপে রেখেছিল ব্যাঙ্গালোরকে এবং কোহলি যথারীতি আবার ডিম খেলো, পরপর দ্বিতীয় বার। কেন এটা হচ্ছে বোঝা যাচ্ছে না তবে আরসিভি জমতে পারছে না।
লেখক: এডিটর এট লার্জ, ইউএনবি
(প্রকাশিত মতামতের দায় লেখকের, ইউএনবির নয়)
১৩৫৫ দিন আগে
মুস্তাফিজ টেস্ট খেলা ছাড়তে না চাইলেও কমাতে চায়
বাংলাদেশের দলের পেসার মুস্তাফিজ জানিয়েছেন যে ‘লাল বল’ ক্রিকেটের ব্যাপারে তার প্রশ্ন আছে। তিনি মনে করে যে কেবল এক ফরম্যাটে বেশি খেললে তার বা খেলোয়াড়ের ক্রিকেট জীবন সীমিত হয়ে পড়বে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, এ নিয়ে তারা মুস্তাফিজের সাথে কথা বলতে চায়। বর্তমানে মুস্তাফিজ দিল্লি ক্যাপিটালসের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলছেন। ২০২১ সালে বিসিবি যখন বিভিন্ন ফরম্যাট ভিত্তিক চুক্তি করে প্লেয়ারদের সাথে তখন মুস্তাফিজ টেস্ট ক্রিকেট চুক্তি সই করতে রাজি হয়নি।
২
মুস্তাফিজ বলেছেন, ‘খেলার দুনিয়ায় টিকে থাকতে হলে শরীর ধরে রাখতে হবে। আর সেটা করতে কোন ফরম্যাটে কে কত সফল সেটা দেখতে হবে। রেকর্ড অনুযায়ী আমি টি-টোয়েন্টি ও ওডিআই খেলায় বেশি সফল। তাই ক্রিকেটে টিকে থাকতে আমাকে সঠিকভাবে দেখতে হবে। সারা বিশ্বে অনেকেই এখন এইভাবে নির্বাচন করে নিচ্ছে কোন ফরম্যাটে তাদের পোষায়, ক্রিকেট জীবন দীর্ঘায়িত করতে।’
পড়ুন: খালেদকে জরিমানা করল আইসিসি
৩
তিনি বলেন, এটা ঠিক না যে আমি খেললেই দল শক্তিশালী হবে কারণ চাপের কারণে খেলায প্রভাব পড়ে এবং খেলা খারাপ হয়। বরং সাদা ও লাল বলের জন্য আলাদা আলাদা বোলিং স্কোয়াড থাকা উচিত যাতে সব ফরম্যাটের খেলায় দল শক্তিশালী হয়। এতে সাফল্যের সম্ভাবনবা বেশি।
৪
২০১৫ সালে খেলার শুরুর পর মুস্তাফিজ ১৪টি টেস্ট খেলেছেন, যেখানে বাংলাদেশ এই সময়ে ৩৯ টেস্ট খেলেছে। তার অনুরোধের কারণেই তাকে টেস্ট দলের বাইরে রাখা হয় অতএব তার আগ্রহের অভাব বোঝাই যাচ্ছে। অনেকে অবশ্য তার টেস্ট খেলতে অপারগতার বিষয় নিয়ে ‘দেশ প্রেম’ প্রসঙ্গ আনেন কিন্তু এই যুক্তি খাটে না। ফিজ তো দেশের হয় খেলতে চান, শুধু টেস্ট খেলায় আগ্রহ কম।
পড়ুন: ক্যানসারের কাছে হার মানলেন ক্রিকেটার মোশাররফ
৫
গত ১০ বছরে ক্রিকেট দুনিয়ায় মৌলিক পরিবর্তন এসেছে বাণিজ্যকরণের কারণে। আজকের পেশাদারিত্বের পেছনে রয়েছে এর বাণিজ্যি সাফল্যIতাই খেলোয়াড়দের যেমন মান বেড়েছে, দর্শকদের আগ্রহ বেড়েছে তেমনি। টি-টোয়েন্টি হয়ে উঠেছে সবচেয়ে পেশাদার ও জনপ্রিয়প ফরম্যাটে। সারা পৃথিবীতে লিগ ফুটবল যেমন জনপ্রিয় তেমনি হচ্ছে ফ্রাঞ্চাইজি আর প্রিমিয়ার লিগ ক্রিকেট। ক্রমেই টেস্টে আগ্রহ হারাচ্ছে দর্শকরা যদিও এখনো এটাকে ফরম্যাটের মধ্যে ব্রাহ্মণ ভাবা হয়। অনেকের কাছে এটাই হলো কোন দেশের শ্ৰেষ্ঠত্ব মাপার নিরিখ। কিন্তু পাবলিকের আগ্রহ লাল বল ক্রিকেট। আজকের দুনিয়ায় পাঁচ দিন ধরে কারও পক্ষেই খেলা দেখা সম্ভব কি না সেটা সবার ভাবা দরকার।
৬
মুস্তাফিজের মতো আরও বহু ক্রিকেট খেলোয়াড় এই রকম সিদ্ধান্ত নিচ্ছে কারণ এটা তাদের ও পাবলিকের পছন্দ। পাঁচ দিন খেলায় দেহের ওপর ঝড় বয়ে যায়। আগে খেলা হতো অনেক কম যে কারেণে ক্রিকেটারদের ততোটা বিশ্রামের প্রয়োজন হতো না। এখন এই বাস্তবতা পাল্টেছে। সারাক্ষণ কোনো না কোনো জায়গায় ক্রিকেট চলছে। মুস্তাফিজের এই টেস্টের প্রতি কম আগ্রহ আর কর্তাদের চাপ তার ওপর প্রমাণ করে ক্রিকেট দুনিয়া আগের মতো নেই। অনেক কারণ মিলে তৈরি হয়েছে ক্রিকেটের নতুন দুনিয়া যাতে টেস্ট নয় টি-টোয়েন্টি ও ওডিআই প্রাধান্য বিস্তার করছে।
লেখক: এডিটর এট লার্জ, ইউএনবি
(প্রকাশিত মতামতের দায় লেখকের, ইউএনবির নয়)
পড়ুন: সমালোচনার মাঝে ইংল্যান্ডের টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন রুট
১৩৫৭ দিন আগে