আইপিএল
আইপিএল থেকে মুস্তাফিজের শেখার কিছু নেই: বিসিবি’র জালাল ইউনুস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলে বা-হাতি পেসার মুস্তাফিজুর রহমানের আর কিছু শেখার নেই বলে মন্তব্য করে বিতর্কের সূচনা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।
চেন্নাই সুপার কিংসের হয়ে চার উইকেট সহ পাঁচ ম্যাচে ১০ উইকেট নেওয়া মুস্তাফিজের দুর্দান্ত পারফরম্যান্সের পর এই ঘোষণায় বিতর্কের সৃষ্টি হয়।
তবে মুস্তাফিজের আইপিএলে অংশগ্রহণের মেয়াদ একদিন বাড়িয়ে তাকে ১ মে খেলার অনুমতি দিয়েছে বিসিবি। আগামী ৩ মে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
বুধবার (১৭ এপ্রিল) মিরপুরে জালাল বলেন, 'আইপিএলে খেলে মুস্তাফিজের শেখার কিছু নেই। তার শেখার প্রক্রিয়া শেষ। আসলে আইপিএলের অনেক খেলোয়াড়ই মুস্তাফিজের কাছ থেকে শিখতে পারে। এতে বাংলাদেশের কোনো লাভ হবে না। মুস্তাফিজ থাকায় অন্যরা উপকৃত হবে।’
জালাল জোর দিয়ে বলেন, আইপিএলটি মুস্তাফিজের জন্য চার ওভারের স্পেলে সীমাবদ্ধ নয়। টুর্নামেন্টের টাইট সূচির শারীরিক চাহিদা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন: পাকিস্তানের মুশতাককে স্পিন বোলিং কোচ নিয়োগ দিয়েছে বিসিবি
তিনি বলেন, 'আমাদের চিন্তার বিষয় মুস্তাফিজের স্বাস্থ্য নিয়ে। তার ফিটনেস। তারা (আইপিএলের দলগুলো) তার কাছ থেকে ১০০ শতাংশ নিতে চাইবে। তার ফিটনেস নিয়ে তাদের মাথাব্যথা নেই, কিন্তু আমাদের আছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের কী দরকার? আমাদের সতেজ মুস্তাফিজ দরকার। আমরা ক্লান্ত মুস্তাফিজ চাই না।’
তিনি ব্যাখ্যা করে বলেন, সাম্প্রতিক সময়ে ক্রিকেটে ব্যাপক সম্পৃক্ততার কারণে মুস্তাফিজের ওয়ার্কলোড সামলানোর অংশ হিসেবে এই সিদ্ধান্ত।
জালালের এই মন্তব্যের পর বাংলাদেশ ক্রিকেট দলের প্রখ্যাত কোচ মোহাম্মদ সালাহ উদ্দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসির ইমোজি সহ বিদ্রুপাত্মক প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, 'এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না, চমৎকার চিন্তাভাবনা। সর্বকালের সেরা জোকস (আমি) শুনেছি।’
আরও পড়ুন: বিসিবির অস্পষ্ট অবস্থানেই তামিমের আন্তর্জাতিক ক্যারিয়ার অনিশ্চিত
৭ মাস আগে
আইপিএলের জন্য মুস্তাফিজের এনওসির মেয়াদ একদিন বাড়াল বিসিবি
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার অনুমতি দিয়ে মুস্তাফিজুর রহমানের অনাপত্তিপত্র (এনওসি) একদিনের জন্য বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এর আগে ৩০ এপ্রিল আইপিএল ছাড়ার কথা থাকলেও এখন ১ মে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে পারবেন মুস্তাফিজ। আগামী ২ মে তার দেশে ফেরার কথা রয়েছে।
আরও পড়ুন: বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে মাহমুদউল্লাহ, বাদ পড়লেন তামিম
আগামী ৩ মে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ। মুস্তাফিজের জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা থাকলেও প্রথম ম্যাচে খেলতে পারবেন না। এই সিরিজের শেষ দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায়।
পাঁচ ম্যাচে ১০ উইকেট নিয়ে আইপিএলে দারুণ পারফর্ম করেছেন বাঁহাতি পেসার মুস্তাফিজ। আইপিএলের এবারের আসরে চেন্নাইয়ের অন্যতম প্রধান বোলার তিনি।
এছাড়া জিম্বাবুয়ে সিরিজের পর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যুক্তরাষ্ট্র সফরে যাবে বাংলাদেশ দল।
আরও পড়ুন: বিসিবির নারী বিভাগের নতুন প্রধান হাবিবুল বাশার
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য বিসিবির দল ঘোষণা
৭ মাস আগে
পারিবারিক ব্যস্ততার কারণে আইপিএল খেলবেন না সাকিব
বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছেন, একটা পারিবারিক জরুরি ব্যস্ততার কারণে তিনি চলতি বছরের চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে যাবেন না।
শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে একমাত্র টেস্টে ৭ উইকেটের জয় পেয়ে সিরিজ শেষ করেছে বাংলাদেশ।
ম্যাচ শেষে সাকিব মিডিয়ার সঙ্গে কথা বলেন এবং আইপিএলে যোগ না দেওয়ার সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেন।
এর আগে, সাকিবের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছিল যে মে মাসে জাতীয় দলের হয়ে খেলার কথা থাকায় পুরো আইপিএল মৌসুমে অংশ নিতে পারবেন না এই অলরাউন্ডার।
আরও পড়ুন: জাতীয় স্বার্থ প্রাধান্য পাবে, আইপিএলে অনিশ্চিত সাকিব ও লিটন
তাই কলকাতা নাইট রাইডার্সের কর্মকর্তারা সাকিবকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি টুর্নামেন্ট বাদ দিতে ইচ্ছুক কিনা, যাতে তারা এমন একজন খেলোয়াড়কে চুক্তিবদ্ধ করতে পারে যিনি পুরো মৌসুম খেলতে পারবেন; সাকিব তাতে সম্মত হন।
শুক্রবার সাকিব জানান যে আইপিএলে তার অনুপস্থিতির আরেকটি কারণ হলো পারিবারিক ইমার্জেন্সি।
সাকিব বলেন, ‘বিশ্বকাপের বছর আইপিএলে খেলার দারুণ সুযোগ ছিল আমার। ‘কিন্তু আমি কি করতে পারি? একটা জরুরি কারণে পরিবারকে সময় দিতে হচ্ছে।’
আরও পড়ুন: বিমানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সাকিব আল হাসান
এআইইউবি থেকে বিবিএ শেষ করলেন সাকিব
১ বছর আগে
জাতীয় স্বার্থ প্রাধান্য পাবে, আইপিএলে অনিশ্চিত সাকিব ও লিটন
চট্টগ্রামে সোমবার আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে প্রস্তুত বাংলাদেশ ক্রিকেট দল।
প্রথম টি-টোয়েন্টির আগে রবিবার বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানান যে জাতীয় স্বার্থকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগসহ (আইপিএল) অন্যান্য প্রতিশ্রুতির চেয়ে অগ্রাধিকার দেয়া হবে।
তিনি এও ইঙ্গিত দিয়েছেন যে একই সময়ে বাংলাদেশের কোনো আন্তর্জাতিক ম্যাচ থাকলে সাকিব আল হাসান ও লিটন দাসকে অনাপত্তি সনদ (এনওসি) না-ও দেয়া হতে পারে।
সাকিব ও লিটন সম্প্রতি আইপিএলের আসন্ন মৌসুমের জন্য কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এবং মুস্তাফিজুর রহমানকে তার পুরানো দল দিল্লি ক্যাপিটালসই রেখেছে।
তবে, মুস্তাফিজুর যেহেতু বাংলাদেশের টেস্ট দলে নিয়মিত মুখ নন, তাই আয়ারল্যান্ডের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজের পর তাকে আইপিএলে খেলার অনুমতি দেয়া হতে পারে।
আরও পড়ুন: আয়ারল্যান্ডকে ১০ উইকেটে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ
রবিবার চন্ডিকা বলেছেন, ‘বোর্ডের সিদ্ধান্ত হল অন্য যে কোনো লিগের চেয়ে জাতীয় দলের হয়ে খেলাকে অগ্রাধিকার দেয়া এবং এমনকি তারা প্লেয়ার্স ড্রাফটে তাদের নাম রাখার আগেই এই বার্তাটি সকল খেলোয়াড়ের কাছে পৌঁছে দেয়া হয়েছে।’
আন্তর্জাতিক সফরের সময়ও আইপিএলের ম্যাচ খেলার জন্য ক্রিকেট দলগুলো সাধারণত তাদের খেলোয়াড়দের ছেড়ে দেয়, তবে বাংলাদেশ সেই পথ না অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছে।
বিসিবি স্পষ্ট করে দিয়েছে যে জাতীয় স্বার্থ অগ্রাধিকার পাবে এবং আন্তর্জাতিক ম্যাচের সময়ের সঙ্গে সাংঘর্ষিক হলে খেলোয়াড়দের আইপিএল ম্যাচের জন্য ছাড় দেয়া হবে না।
এই বছরের আইপিএল আগামী ৩১ মার্চ থেকে শুরু হওয়ার কথা রয়েছে এবং আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একটি টেস্ট ম্যাচ রয়েছে আগামী ৪ এপ্রিল থেকে।
তাই, এটি নিশ্চিত করা হয়েছে যে সাকিব ও লিটনকে আইপিএলে খেলার জন্য এনওসি দেয়া হবে না।
কিছু ভারতীয় মিডিয়া আউটলেট জানিয়েছে, আইপিএল ম্যাচের জন্য খেলোয়াড়দের ছাড় না দেয়ার বাংলাদেশের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ভারতের বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ভবিষ্যতে আইপিএল থেকে বাংলাদেশি খেলোয়াড়দের নিষিদ্ধ করতে পারে।
যদিও বিসিসিআই বা আইপিএলের কোনো দলই এই তথ্যের সত্যতা নিশ্চিত করেনি।
আরও পড়ুন: তৃতীয় ওয়ানডে: ১০১ রানে আয়ারল্যান্ড অলআউট, হাসানের ৫ উইকেট
বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাট করছে আয়ারল্যান্ড
১ বছর আগে
আন্দ্রে রাসেল একাই খেলা দেখাল কিন্তু পারল না কলকাতা
এমন কোনো সুন্দর ব্যাটিং করেনি আইপিএল টেবিলের শীর্ষ দল গুজরাট টাইটান্স। তাদের চমক ছিল টস জিতে ব্যাটিং নেয়া।এ ঘটনা এই মৌসুমে প্রথম। তাদের ব্যাটিং ছিল দুই ভাগের খেলা ১৬.৩ ওভারে ছিল ১৩৩/৩ রানে আর পরের ৬ উইকেটে করলো ২৬ রান মাত্র। সাংঘাতিকভাবে টেনে ধরেছিল কলকাতা, আশাও জেগেছিল।
২
এবারের লিগে সবাই ভালো পাঠাচ্ছে তাই ছক্কা দেখার মজা কম। এতো ছক্কা আগে কোন বার মারা হয়নি আর এখনও তো প্রায় অর্ধেক লিগ বাকি।ছক্কার স্বর্গ হবে আইপিএল কিন্তু তাতে একটা মজা হয়েছে বোলারদের, হঠাৎ যে দুর্দান্ত এবং অবিশ্বাস্য উইকেটে নেয়া হয় সেটা আগের চেয়ে সবাই বেশি উপভোগ করছে। তেমনি একটা শেষ ওভারের ম্যাজিক দেখালো আন্দ্রে রাসেল, ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়।
৩
গুজরাট টাইটান্স আশা করছিল যে শেষ দুই ওভারে কিছু ঘাটতি রান ওঠাবে কিন্তু ১৯তম ওভারে শুরু হলো রাসেলের ওভার। তিনটা উইকেট আসে বাউন্ডারি লাইন থেকে আর মজার বিষয় হলো তিনটাই ধরে রিঙ্কু সিং। একবার ৪ আসে তার বলে কিন্তু শেষ বলে নিজেই কট এন্ড বোল্ড করে উইকেট নেয় রাসেল। গোটা খেলার এটাই ছিল সবচেয়ে মজাদার।
আরও পড়ুন: মুস্তাফিজ টেস্ট খেলা ছাড়তে না চাইলেও কমাতে চায়
৪
কিন্তু ব্যাটিংয়ে নেমে কলকাতা কিছু করতে পারেনি। টিমের মনে হয় প্রণোদনার ঘাটতি আছে কারণ কেউ দাঁড়াতে পারেনি গুজরাটের বোলিংয়ের সামনে, গরমও হতে পারে। ঘর্মাক্ত খেলোয়াড় দেখা এখন মাঠের স্বাভাবিক ব্যাপার ই। পানি আর তোয়ালে, বল ব্যাটের মতোই জরুরি এবারের আইপিএল মাঠে।
৫
কলকাতার হাল কিন্তু শেষ পর্যন্ত ধরল সেই আন্দ্রে রাসেল। সবচেয়ে বেশি তারই রান ছিল (৪৮ ) শেষ ওভারে রান দরকার ছিল ১৮। প্রথম বলে ছক্কা মারলো রাসেল। কলকাতা সমর্থকরা দারুণ খুশি কিন্তু দ্বিতীয় বলে আউট আলজারি জোসেফের বলে। বাকিটা বলার দরকার নেই। শেষ ওভারে ৯ রান করে ৮ রানে হার। গুজরাট শীর্ষে, কলকাতা তলাচ্ছে ই।
আরও পড়ুন: সমালোচনার মাঝে ইংল্যান্ডের টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন রুট
কোহলি আবার ডিম
৯ উইকেটে হারাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিভি)। তবে এই রেজাল্ট শুনে বোঝা যাবে না কত বাজেভাবে আরসিভি হেরেছে মাত্র ৬৮ রান করে। এটি আইপিএলের ইতিহাসের অন্যতম কম রানের স্কোর তবে তারা এরকম আগেও করেছে। বোলারেরা ভীষণ চেপে রেখেছিল ব্যাঙ্গালোরকে এবং কোহলি যথারীতি আবার ডিম খেলো, পরপর দ্বিতীয় বার। কেন এটা হচ্ছে বোঝা যাচ্ছে না তবে আরসিভি জমতে পারছে না।
লেখক: এডিটর এট লার্জ, ইউএনবি
(প্রকাশিত মতামতের দায় লেখকের, ইউএনবির নয়)
২ বছর আগে
মুস্তাফিজ টেস্ট খেলা ছাড়তে না চাইলেও কমাতে চায়
বাংলাদেশের দলের পেসার মুস্তাফিজ জানিয়েছেন যে ‘লাল বল’ ক্রিকেটের ব্যাপারে তার প্রশ্ন আছে। তিনি মনে করে যে কেবল এক ফরম্যাটে বেশি খেললে তার বা খেলোয়াড়ের ক্রিকেট জীবন সীমিত হয়ে পড়বে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, এ নিয়ে তারা মুস্তাফিজের সাথে কথা বলতে চায়। বর্তমানে মুস্তাফিজ দিল্লি ক্যাপিটালসের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলছেন। ২০২১ সালে বিসিবি যখন বিভিন্ন ফরম্যাট ভিত্তিক চুক্তি করে প্লেয়ারদের সাথে তখন মুস্তাফিজ টেস্ট ক্রিকেট চুক্তি সই করতে রাজি হয়নি।
২
মুস্তাফিজ বলেছেন, ‘খেলার দুনিয়ায় টিকে থাকতে হলে শরীর ধরে রাখতে হবে। আর সেটা করতে কোন ফরম্যাটে কে কত সফল সেটা দেখতে হবে। রেকর্ড অনুযায়ী আমি টি-টোয়েন্টি ও ওডিআই খেলায় বেশি সফল। তাই ক্রিকেটে টিকে থাকতে আমাকে সঠিকভাবে দেখতে হবে। সারা বিশ্বে অনেকেই এখন এইভাবে নির্বাচন করে নিচ্ছে কোন ফরম্যাটে তাদের পোষায়, ক্রিকেট জীবন দীর্ঘায়িত করতে।’
পড়ুন: খালেদকে জরিমানা করল আইসিসি
৩
তিনি বলেন, এটা ঠিক না যে আমি খেললেই দল শক্তিশালী হবে কারণ চাপের কারণে খেলায প্রভাব পড়ে এবং খেলা খারাপ হয়। বরং সাদা ও লাল বলের জন্য আলাদা আলাদা বোলিং স্কোয়াড থাকা উচিত যাতে সব ফরম্যাটের খেলায় দল শক্তিশালী হয়। এতে সাফল্যের সম্ভাবনবা বেশি।
৪
২০১৫ সালে খেলার শুরুর পর মুস্তাফিজ ১৪টি টেস্ট খেলেছেন, যেখানে বাংলাদেশ এই সময়ে ৩৯ টেস্ট খেলেছে। তার অনুরোধের কারণেই তাকে টেস্ট দলের বাইরে রাখা হয় অতএব তার আগ্রহের অভাব বোঝাই যাচ্ছে। অনেকে অবশ্য তার টেস্ট খেলতে অপারগতার বিষয় নিয়ে ‘দেশ প্রেম’ প্রসঙ্গ আনেন কিন্তু এই যুক্তি খাটে না। ফিজ তো দেশের হয় খেলতে চান, শুধু টেস্ট খেলায় আগ্রহ কম।
পড়ুন: ক্যানসারের কাছে হার মানলেন ক্রিকেটার মোশাররফ
৫
গত ১০ বছরে ক্রিকেট দুনিয়ায় মৌলিক পরিবর্তন এসেছে বাণিজ্যকরণের কারণে। আজকের পেশাদারিত্বের পেছনে রয়েছে এর বাণিজ্যি সাফল্যIতাই খেলোয়াড়দের যেমন মান বেড়েছে, দর্শকদের আগ্রহ বেড়েছে তেমনি। টি-টোয়েন্টি হয়ে উঠেছে সবচেয়ে পেশাদার ও জনপ্রিয়প ফরম্যাটে। সারা পৃথিবীতে লিগ ফুটবল যেমন জনপ্রিয় তেমনি হচ্ছে ফ্রাঞ্চাইজি আর প্রিমিয়ার লিগ ক্রিকেট। ক্রমেই টেস্টে আগ্রহ হারাচ্ছে দর্শকরা যদিও এখনো এটাকে ফরম্যাটের মধ্যে ব্রাহ্মণ ভাবা হয়। অনেকের কাছে এটাই হলো কোন দেশের শ্ৰেষ্ঠত্ব মাপার নিরিখ। কিন্তু পাবলিকের আগ্রহ লাল বল ক্রিকেট। আজকের দুনিয়ায় পাঁচ দিন ধরে কারও পক্ষেই খেলা দেখা সম্ভব কি না সেটা সবার ভাবা দরকার।
৬
মুস্তাফিজের মতো আরও বহু ক্রিকেট খেলোয়াড় এই রকম সিদ্ধান্ত নিচ্ছে কারণ এটা তাদের ও পাবলিকের পছন্দ। পাঁচ দিন খেলায় দেহের ওপর ঝড় বয়ে যায়। আগে খেলা হতো অনেক কম যে কারেণে ক্রিকেটারদের ততোটা বিশ্রামের প্রয়োজন হতো না। এখন এই বাস্তবতা পাল্টেছে। সারাক্ষণ কোনো না কোনো জায়গায় ক্রিকেট চলছে। মুস্তাফিজের এই টেস্টের প্রতি কম আগ্রহ আর কর্তাদের চাপ তার ওপর প্রমাণ করে ক্রিকেট দুনিয়া আগের মতো নেই। অনেক কারণ মিলে তৈরি হয়েছে ক্রিকেটের নতুন দুনিয়া যাতে টেস্ট নয় টি-টোয়েন্টি ও ওডিআই প্রাধান্য বিস্তার করছে।
লেখক: এডিটর এট লার্জ, ইউএনবি
(প্রকাশিত মতামতের দায় লেখকের, ইউএনবির নয়)
পড়ুন: সমালোচনার মাঝে ইংল্যান্ডের টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন রুট
২ বছর আগে
টস জিতে প্রোটিয়াদের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ, নেই তামিম
ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। এ ম্যাচ দিয়ে অনেক দিন পর টেস্টে ফেরার কথা থাকলেও অসুস্থতার কারণে একাদশে নেই তামিম ইকবাল।
দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়েছেন, শারীরিক অসুস্থতার কারণে তামিম ইকবাল এই ম্যাচ খেলতে পারছেন না।
এছাড়া পারিবারিক কারণে দেশে ফেরায় প্রথম টেস্টে নেই সাকিব আল হাসান।
বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় আইপিএলে অংশ নেয়ায় প্রোটিয়া দলেও কিছু পরিবর্তন এসেছে।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় টাইগাররা
এই সিরিজের আগে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ১২টি টেস্টে মুখোমুখি হলেও কোনো ম্যাচেই জিততে পারেনি বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাম্প্রতিক ওয়ানডে সিরিজ জয়ের অন্যতম নায়ক ডানহাতি পেসার তাসকিন আহমেদ টেস্ট সিরিজেও বাংলাদেশ পেস বোলিংয়ের নেতৃত্ব দেবেন।
বাংলাদেশ (একাদশ): সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলী, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ ও এবাদত হোসেন।
দক্ষিণ আফ্রিকা (একাদশ): ডিন এলগার, সারেল এরউই, কিগান পিটারসেন, তেম্বা বাভুমা, রায়ান রিকেলটন, কাইল ভেরেইন, উইয়ান মুল্ডার, কেশব মহারাজ, সাইমন হারমার, লিজাদ উইলিয়ামস, ডুয়ান অলিভিয়ার।
আরও পড়ুন: সাকিবের প্রশংসায় মাশরাফি
২ বছর আগে
দেশের স্বার্থে আইপিএলের ডাক উপেক্ষা তাসকিনের
বাংলাদেশি পেসার তাসকিন আহমেদকে দলে নিতে চায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। তবে জাতীয় স্বার্থের কারণে তিনি সেই ডাক উপেক্ষা করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস এসব তথ্য জানিয়েছেন।
তাসকিন বাংলাদেশের হয়ে তিন ম্যাচে ওয়ানডে ও দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে বর্তমানে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন। প্রোটিয়াদের বিপক্ষে প্রথম দুই ওয়ানডে ম্যাচে ভালোও করেছেন তিনি।
জালাল ইউনুস বলেন, ‘লক্ষ্ণৌ তাসকিনের বিষয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। কিন্তু আমাদের সামনে অনেক ম্যাচ আছে। এই পরিস্থিতিতে আমরা চাই না তাসকিন জাতীয় দল ছেড়ে আইপিএল খেলুক।’
আরও পড়ুন: আইপিএল ২০২২: দিল্লি ক্যাপিটালসে মোস্তাফিজ, প্রথমদিনে অবিক্রিত সাকিব
এছাড়া তাসকিনও আইপিএলের পরিবর্তে জাতীয় দায়িত্ব পালন করতে চান বলে জানান তিনি।
তবে এ বিষয়ে বক্তব্যের জন্য বার্তা পাঠানো হলে সাড়া দেননি এই পেসার।
তাসকিন আহমেদ ২০১৪ সালে তার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন। ভারতের বিপক্ষে ওয়ানডেতে তার অভিষেক হয়। ইনজুরি ও অফ-ফর্মের কারণে আন্তর্জাতিক ক্যারিয়ারে মিশ্র সময় পার করেছেন এই পেসার। তবে গত দুই বছরে ক্রিকেটের সব সংস্করণেই নিজের উন্নতির প্রমাণ করেছেন তিনি।
তাসকিন সর্বশেষ ১০টি আন্তর্জাতিক বোলিং ইনিংসে ১০ উইকেট শিকার করেছেন। এছাড়া সর্বশেষ ১০ ওয়ানডেতে তার রানরেট ছিল পাঁচের নিচে এবং উইকেটও নিয়েছেন ১৪টি।
আরও পড়ুন: কোভিড-১৯: অবশেষে আইপিএল স্থগিত
২ বছর আগে
আইপিএল ২০২২: দিল্লি ক্যাপিটালসে মোস্তাফিজ, প্রথমদিনে অবিক্রিত সাকিব
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫ তম আসরে বাংলাদেশের বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। তবে আইপিএলের এবারের নিলামে প্রথম দিনে অবিক্রিত থেকেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
আইপিএলের গত আসরে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন মোস্তাফিজ।
মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল দুই কোটি ভারতীয় রুপি এবং তাকে তার ভিত্তিমূল্যেই কিনে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।
আরও পড়ুন: বিপিএল: মাঠেই ধূমপান করলেন আফগানিস্তানের শাহজাদ
সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ২০১৬ সালে অভিষেকের পর বাংলাদেশি এই পেসার এখন পর্যন্ত আইপিএলে ৩৮টি ম্যাচ খেলেছেন। সে বছর সানরাইজার্স চ্যাম্পিয়ন হওয়ার পেছনে তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল।
মোস্তাফিজের সাবেক হায়দ্রাবাদ সতীর্থ ডেভিড ওয়ার্নারও এবার থাকছেন দিল্লিতে। এই দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং।
অন্যদিকে আইপিএলের গত আসরে কলকাতা নাইট রাইডার্সের প্রতিনিধিত্ব করা সাকিব এবারের নিলামে প্রথম দিনে অবিক্রিত থেকেছেন। আইপিএলে ৭১টি ম্যাচ খেলে ৬৩ উইকেট ও ৭৯৩ রান করেছেন সাকিব।
আরও পড়ুন: বাংলাদেশের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের পদত্যাগ
২ বছর আগে
সৌরভ গাঙ্গুলির পর তার মেয়েও করোনায় আক্রান্ত
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলির পর তার ২০ বছর বয়সী মেয়ে সানা করোনায় আক্রান্ত হয়েছেন।
পরিবারের ঘনিষ্ঠ সূত্র বুধবার ইউএনবিকে জানিয়েছে, ‘সানা বর্তমানে কলকাতার বাসায় আইসোলেশনে রয়েছেন। তবে সৌভাগ্যক্রমে, সৌরভের স্ত্রী ডোনা ভাইরাসে আক্রান্ত হননি।’
এর আগে ‘দাদা’ হিসেবে পরিচিত বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি করোনায় আক্রান্ত হয়ে এক সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত বছরে তৃতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হয়েছেন সৌরভ।
আরও পড়ুন: করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে সৌরভ গাঙ্গুলি
জানুয়ারির শুরুতে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তখন তার হার্টে এঞ্জিওপ্লাস্টি করা হয়। পরে একই মাসের শেষ সপ্তাহে আবার বুকে ব্যথা অনুভব করলে দ্বিতীয় দফায় হাসপাতালে ভর্তি হয়ে এঞ্জিওপ্লাস্টি করে দুটি স্টেন্ট বসানো হয়।
প্রসঙ্গত, ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে বিবেচিত সৌরভ গাঙ্গুলি। যদিও পরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আরও কয়েক বছর খেলা চালিয়ে গেছেন তিনি। ক্রিকেট ক্যারিয়ারে টেস্ট এবং ওয়ানডে মিলিয়ে সাড়ে ১৮ হাজারেরও বেশি রান করেছেন সৌরভ গাঙ্গুলি। গত বছর বিসিসিআইয়ের সভাপতি নির্বাচিত হন তিনি।
আরও পড়ুন: আইসিসি ক্রিকেট কমিটির প্রধান সৌরভ গাঙ্গুলি
২ বছর আগে