আন্তর্জাতিক ক্যারিয়ারে পাঁচ হাজারেরও বেশি রান সংগ্রহ করা সাবেক অধিনায়ক বাশার এক পত্রিকার কলামে এ কথা বলেন।
‘এ পরিস্থিতিতে আমরা কী করতে পারি? আমরা সবাইকে সতর্ক করতে পারি। আমরা ঘরে থাকতে পারি এবং একই সাথে আমি আশা করছি ভাইরাসটি আর ছড়িয়ে পড়বে না, মহামারিতে শীর্ষে উঠবে না। এর অর্থ আমি ইতিবাচক থাকার চেষ্টা করছি। যেহেতু আমি বাড়িতে থাকি তাই এটি প্রতিদিনের রুটিন নষ্ট করে দিয়েছে,’ হাবিবুল লিখেন।
বাংলাদেশের ক্রিকেটারদের এখন ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে ব্যস্ত থাকার কথা ছিল। তবে মারাত্মক করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য তা স্থগিত করেছে। ফলে ক্রিকেটাররাও ঘরে বসে আছেন।
‘যে বিষয়টি আমাকে আরও হতাশ করছে তা হলো হাই-পারফরমেন্স দলের চলমান সকল কার্যক্রম বাতিল করা হয়েছে। তরুণ খেলোয়াড়দের প্রতি আমার সর্বদা কিছুটা বাড়তি মনোযোগ রয়েছে। এইচপি দলের মে মাসে শ্রীলঙ্কা সফরের কথা ছিল। এটি হবে কি না তা আমি জানি না। তারা পরবর্তী স্তরে খেলতে কীভাবে প্রস্তুতি নিচ্ছে তা দেখার ভালো সুযোগ হত,’ হাবিবুল যোগ করেন।
করোনাভাইরাসের কারণে পাকিস্তানের সাথে বাংলাদেশের টেস্ট ও ওয়ানডে সফর স্থগিত করা হয়েছে। একই সাথে অস্ট্রেলিয়া তাদের দুটি টেস্টের জন্য জুনের বাংলাদেশ সফর স্থগিত করেছে।
সরকারের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, দেশে শুক্রবার করোনায় নতুন করে চারজনের মৃত্যু হওয়ায় এ সংখ্যা ১৩১ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে ৫০৩ জন শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬৮৯ জনে। আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াভহ রূপ ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।