বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের জন্য শনিবার ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার এ টেস্ট ম্যাচটি আগামী ৪ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হবে।
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে যাওয়া সাকিব আল হাসান ও লিটন দাসকে দলে রাখা হয়েছে। জাতীয় দলের প্রতি দায়বদ্ধতার কারণে আইপিএলে তাদের অংশগ্রহণ বিলম্বিত হবে।
জাকির হাসানের ইনজুরির পর টেস্ট দলে জায়গা পেয়েছেন শাদমান ইসলাম।
টেস্ট ম্যাচের আগে বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলে। দুই ফর্মেই বাংলাদেশ জিতেছে। সিরিজে আয়ারল্যান্ডের একমাত্র জয় পেয়েছে চট্টগ্রামে অনুষ্ঠিত শেষ টি-টোয়েন্টিতে।
বাংলাদেশ টেস্ট স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, শাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন, মো. শরিফুল ইসলাম ও মাহমুদুল হাসান জয়।