বিশ্বকাপ বাছাইয়ের অক্টোবর পর্ব শুরু হওয়ার আগে জোড়া দুঃসংবাদ পেল ব্রাজিল। গোলরক্ষক আলিসন বেকারের পর এবার ভিনিসিউস জুনিয়রকেও দলে পাচ্ছেন না দরিভাল জুনিয়র।
বিশ্বকাপ বাছাইয়ে আগামী বৃহস্পতিবার চিলির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এর পাঁচ দিন পর পেরুর বিপক্ষে খেলবে তারা।
শনিবার প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ১-০ গোলে জয়ের দিন চোট পেয়ে মাঠ ছাড়েন লিভারপুলের ব্রাজিলীয় গোলরক্ষক আলিসন বেকার। ম্যাচের ১১ মিনিট বাকি থাকতে পায়ের পেশিতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় ৩২ বছর বয়সী এই গোলরক্ষককে।
পরে লিভারপুল কোচ আর্নে স্লট জানান, বেশ কয়েক সপ্তাহ পাওয়া যাবে না অভিজ্ঞ এই গোলরক্ষককে।
আরও পড়ুন: শীর্ষস্থান সংহত করার ম্যাচে আলিসনকে হারাল লিভারপুল
ফলে আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিল যে তাকে পাবে না, সে কথাও জানিয়েছিলেন স্লট।
‘যেভাবে সে মাঠ ছেড়েছে, এর মানে দাঁড়ায়, স্বাভাবিকভাবেই ব্রাজিলের হয়ে সে খেলতে পারবে না। এমনকি (আন্তর্জাতিক বিরতির পর) প্রথম ম্যাচেও তাকে আমরা পাওয়ার আশা করছি না। (মাঠে ফিরতে) তার বেশ কয়েক সপ্তাহ সময় লাগবে বলেই আমার ধারণা।’
তবে ব্রাজিলের দুর্ভাবনার শেষ এখানেই নয়। রবিবার রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে ২-০ গোলে জয়ের রাতে কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়েন ভিনিসিউস।
ম্যাচের ৭৯তম মিনিটে চোটের কারণে ভিনিসিউসকে উঠিয়ে নিতে বাধ্য হন আনচেলত্তি। মাঠ ছাড়ার সময় তাকে কাঁধের পেশিতে বারবার চাপ দিতে দেখা যায়।
তিনি যে কাঁধে চোট পেয়েছেন, সে বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। তবে পর্যাপ্ত বিশ্রাম নিয়ে ফের মাঠে ফিরতে পারবেন তিনি। এক্ষেত্রে দুই সপ্তাহের আন্তর্জাতিক বিরতি চলাকালে পূর্ণ বিশ্রামে থাকবেন তিনি।
আরও পড়ুন: জয়ের ফেরার রাতে ২ খেলোয়াড় হারানোর শঙ্কায় রিয়াল
এর ফলে ব্রাজিলের জার্সিতে পেরু ও চিলির বিপক্ষে খেলতে পারবেন না বলে সংবাদমাধ্যমগুলোতে খবর বেরিয়েছে।
লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে এমনিতেই নড়বড়ে অবস্থনে রয়েছে ব্রাজিল। অষ্টম রাউন্ড শেষে মাত্র তিনটি ম্যাচ জিতেছে তারা। আরেকটি ম্যাচ ড্র করে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে অবস্থান করছে দরিভাল জুনিয়রের দল।
পেরু ও চিলির বিপক্ষে দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় হারিয়ে তাই স্বাভাবিকভাবেই চাপ অনুভব করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
আরও পড়ুন: মৌসুমই শেষ কারভাহালের!