গতরাতে যেভাবে চিৎকার করে মাটিয়ে লুটিয়ে পড়েছিলেন, তাতেই বোঝা যাচ্ছিল যে বড় ধরনের চোট পেয়েছেন রিয়াল মাদ্রিদের স্প্যানিশ উইংব্যাক দানি কারভাহাল। আজ তা নিয়েই দুঃসংবাদ দিয়েছে ক্লাবটি।
রবিবার এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, বাঁ পায়ের এসিএলসহ আরও দুটি লিগামেন্টে চোট পেয়েছেন কারভাহাল। আরও পরীক্ষা-নিরীক্ষার পর তার সেরে ওঠার সময় নির্ধারণ করা সম্ভব হবে।
এদিকে, মাদ্রিদভিত্তিক সাংবাদিকদের দাবি, অন্তত ৮-১০ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে এই ফুটবলারের। তবে পুরোপুরি সেরে উঠতে আরও বেশি সময়ও লাগতে পারে তার।
ফলে চলতি মৌসুমে তিনি আর মাঠে ফিরতে পারবেন কি না, তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।
চোটের কারণে ইতোমধ্যে চলতি মৌসুমের জন্য দলের নিয়মিত গোলরক্ষক থিবো কোর্তোয়াকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। কারভাহালও ছিটকে গেলে তা হবে ক্লাবটির জন্য আরও বিপর্যয়কর।
আরও পড়ুন: জয়ের ফেরার রাতে ২ খেলোয়াড় হারানোর শঙ্কায় রিয়াল
লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ২-০ গোলে জয়ের রাতে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে হাঁটুতে চোট পান কারভাহাল।
অতিরিক্ত যোগ করা চার মিনিটের চতুর্থ মিনিটে ইয়েরেমি পিনোর কাছ থেকে জোরালো শটে বল কাড়তে গিয়ে উল্টোভাবে তার পায়ের সঙ্গে কারভাহালের পায়ের বাড়ি লাগে। ফলে ব্যথায় চিৎকার করে লুটিয়ে পড়েন তিনি। এরপর বেশ কিছুক্ষণ মাঠে চিকিৎসা দেওয়ার পর তাকে বাইরে নিয়ে যেতে চান চিকৎসকরা। তবে উঠে দাঁড়ানোর মতো অবস্থা না থাকায় পরে স্ট্রেচারে করে তাকে নিয়ে যেতে হয়।
রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাম্বুলেন্সের মধ্যে থাকা অবস্থার একটি ছবি পোস্ট করে নিজের অসুস্থতার আপডেট দিয়েছেন কারভাহাল।
ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘ক্রুসিয়েট লিগামেন্টের গুরুতর চোট নিশ্চিত হয়েছে। অস্ত্রোপচার করতে হবে এবং কয়েক মাস মাঠের ফেরা হচ্ছে না আমার।’
‘তবে সেরে ওঠার প্রক্রিয়া শুরু করা ও দুর্দান্তভাবে ফিরে আসার জন্য মুখিয়ে আছি। সবার বার্তা ও শুভ কামনার জন্য কৃতজ্ঞতা, আমি আপ্লুত।’
একই রাতে আক্রমণভাগের অপরিহার্য খেলোয়াড় ভিনিসিউসও কাঁধে চোট নিয়ে মাঠ ছাড়েন। তিনিও যে কাঁধে চোট পেয়েছেন, সে বিষয়েও নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। তবে পর্যাপ্ত বিশ্রাম নিয়ে ফের মাঠে ফিরতে পারবেন তিনি। এক্ষেত্রে দুই সপ্তাহের আন্তর্জাতিক বিরতি গুরুত্বপূর্ণ সময় হয়েছে তার ও ক্লাবটির জন্য।
কারভাহালের চোটের পর লুকাস ভাসকেসকে দিয়ে আপাতত রাইটব্যাকের শূন্যতা পূরণ করবে রিয়াল মাদ্রিদ। তবে জানুয়ারির দলবদলে তারা একজন সেন্টারব্যাক ও একজন রাইটব্যাক দলে টানতে চায় বলে শোনা যাচ্ছে।