বৃহস্পতিবার শক্তিশালী ভারতের বিপক্ষে ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টে লাঞ্চ বিরতির আগে ৩ উইকেট হারিয়ে ৬৩ রান সংগ্রহ করা বাংলাদেশ খেলেছে ২৬ ওভার। ক্রিজে থাকা মুমিনুল ৪টি চারের মারে ৫৬ বলে ২২ রান এবং মুশফিক ২টি চারের মারে ২২ বলে ১৪ রানে অপরাজিত রয়েছেন।
শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশকে খাদ থেকে টেনে তুলতে হলে ক্রিজে থাকা দুই অভিজ্ঞ ব্যাটসম্যনকে দায়িত্বশীল ইনিংস খেলতে হবে।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে উমেশ যাদব ও ইশান্ত শর্মার বল দেখে শুনে খেলতে থাকা বাংলাদেশের দুই ওপেনার ইমরুল কায়েস ও সাদমান ইসলাম উভয়ই তাদের বলেই প্যাভিলিয়নের পথ ধরেন।
মাত্র ৬ রান সংগ্রহ করে উমেশ যাদবের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরলেন ইমরুল। ইমরুলের বিদায়ের পর বেশিক্ষণ টিকলেন না সাদমান ইসলাম। বাঁহাতি ওপেনার বিদায় নিলেন ইশান্ত শর্মার আলগা বলে শট খেলে। তার সংগ্রহও ৬ রান।
দলীয় ১২ রানের মাথায় দুই ওপেনারকে হারিয়ে মোহাম্মাদ মিথুনকে নিয়ে দেখে শুনে খেলতে থাকেন অধিনায়ক মুমিনুল হক। তবে এর মধ্যে মুমিনুল জীবন পেলে ক্রিজে থাকলেও দলীয় ৩১ রানের মাথায় মোহাম্মদ শামির বলে ফিরে যান মিথুন।
বাংলাদেশ একাদশ: ইমরুল কায়েস, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী, এবাদত হোসেন।
ভারত একাদশ: রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেশ যাদব।