সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহীর দেয়া ১৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১০ বল বাকি থাকতেই ১৩৮ রানে অলআউট হয় কুমিল্লা।
কুমিল্লার পক্ষে এনামুল হক বিজয় ২৬, তামিম ইকবাল ২৫ ও শহীদ আফ্রিদি ১৯ রান করেন।
রাজশাহীর হয়ে রাব্বি ৩ ওভারে ১০ রানের বিনিময়ে ৪টি, মুস্তাফিজ ৩ দশমিক ২ ওভারে ৮ রানের বিনিময়ে ১টি, রায়ান টেন ডেশকাট ২ ওভারে ১৫ রান দিয়ে ২টি, কায়েস আহমেদ ৪ ওভারে ৪৬ রানের বিনিময়ে ২টি এবং আরাফাত সানি ৩ ওভারে ২৮ রানের বিনিময়ে ১টি উইকেট শিকার করেন।
মুস্তাফিজ ২০ বলের ১৪টি এবং রাব্বি ১৮ বলের মধ্যে ১৩টিই ডট আদায় করেন। মুস্তাফিজের ওভারে কোনো বাউন্ডারি বা ওভার বাউন্ডারি হাঁকাতে পারেননি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটসম্যানরা।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইভান্সের সেঞ্চুরি ও ডেশকাটের অর্ধশতকে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৬ রান করে রাজশাহী কিংস। ইভান্স ৬২ বলে ৬টি ছক্কা ও ৯টি চারের সাহায্যে ১০৪ এবং ডেশকাট ৪১ বলে ৩টি ছয় ও ২টি চারের সাহায্যে ৫৯ রান করেন।
কুমিল্লার পক্ষে লিয়াম ডওসন ৪ ওভারে ২০ রানের বিনিময়ে ২টি উইকেট লাভ করেন।