বোর্নমাউথের পর লিগে ওয়েস্ট হ্যামের বিপক্ষে উন্নতির যে ধারা তৈরি করেছিল চেলসি, তা অব্যাহত রাখল লিগ কাপের ম্যাচেও। ফলে আরও বড় জয়ের আনন্দে ভাসল এনসো মারেসকার শিষ্যরা।
স্ট্যামফোর্ড ব্রিজে মঙ্গলবার রাতে লিগ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে দ্বিতীয় বিভাগের ইংলিশ ক্লাব ব্যারোকে ৫-০ গোলের বড় ব্যাবধানে হারিয়েছে চেলসি।
ব্লুসদের জার্সিতে খেলতে নেমে প্রথমবার হ্যাটট্রিক করে ম্যাচের পুরোটা আলো কেড়ে নিয়েছেন ফরাসি স্ট্রাইকার ক্রিস্তোফার এনকুঙ্কু। বাকি দুটি গোলের একটি করেন পেদ্রো নেতো এবং অপরটি আসে আত্মঘাতী গোলের মাধ্যমে।
ম্যাচজুড়ে ব্যারোর খেলোয়াড়দের ওপর ছড়ি ঘোরায় চেলসি। ৭৫ শতাংশ সময় তারা বল নিজেদের দখলে রেখে মোট ১৯ শট নেয় গোলে, যার মধ্যে ১১টি লক্ষ্যে ছিল। অপরদিকে, ব্যারোর নেওয়া পাঁচটি শটের লক্ষ্যে ছিল মাত্র দুটি।
আরও পড়ুন: ৫০তম ম্যাচে জ্যাকসনের জোড়া গোল, বড় জয় চেলসির
এদিন জোইয়াও ফেলিক্সের থ্রু পাস ধরে বক্সের মাঝখান থেকে নেওয়া শটে ম্যাচের অষ্টম মিনিটে প্রথম গোলটি করে শুরুতেই চেলসিকে এগিয়ে নেন এনকুঙ্কু।
এর সাত মিনিট পেরোতেই ফের গোল, গোলদাতা সেই এনকুঙ্কু। এবার মালো গুস্টোর ক্রস ধরে প্রায় আগের জায়গা থেকেই বাঁ পাশের পোস্ট বরাবর নিচু শট নেন তিনি। বল প্রতিপক্ষের গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে জড়িয়ে যায়।
এরপর ২৮তম মিনিটে আত্মঘাতী গোলে কপাল পোড়ে সফরকারীদের। দলটির পল ফারম্যানের গোলে জয় একপ্রকার নিশ্চিত করে ফেলে চেলসি।
পরের মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া ফেলিক্সের জোরালো শট ডান পাশের পোস্টে লেগে ফিরে আসে।
এর বেশ কিছুক্ষণ পর বিরতিতে যাওয়ার আগে আরও একবার গোল পাওয়ার চেষ্টা করে চেলসি। তবে রেনাতো ভেইগার বাড়ানো পাস ধরে বক্সের বাইরে থেকে ডিফেন্ডার বেনোয়েট বাডিয়াশিলের শট ঠেকিয়ে দেন ব্যারো গোলরক্ষক। ফলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় চেলসি।