ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বুধবার গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
তাসকিন আহমেদের পরিবর্তে সফরকারীদের একাদশে মোসাদ্দেক হোসেনকে নেয়া হয়েছে।
এই সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছে এবং বুধবার তাদের ওয়ানডে সিরিজ জয়ের সুযোগ রয়েছে।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজে জয়ের দেখা পেল বাংলাদেশ
ওয়ানডে সিরিজের আগে বাংলাদেশ স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে এবং বাংলাদেশ দুটি সিরিজই হেরেছে।
বাংলাদেশ তাদের শেষ ছয়টি ওয়ানডে সিরিজের পাঁচটিই জিতেছে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: কাইল মায়ার্স, শাই হোপ (উইকেটরক্ষক), শামার ব্রুকস, ব্র্যান্ডন কিং, নিকোলাস পুরান (অধিনায়ক), রোভম্যান পাওয়েল, কিমো পল, রোমারিও শেফার্ড, আকেল হোসেইন, গুদাকেশ মতি ও আলজারি জোসেফ।
আরও পড়ুন: বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের