ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পৃষ্ঠপোষকতায় দেশের ৫০টি গণমাধ্যম প্রতিষ্ঠানের অংশগ্রহণে আজ বুধবার (১১ অক্টোবর) থেকে শুরু হয়েছে ‘ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্ট-২০২৩’।
রাজধানীর পল্টনে শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এই খেলার উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক তারকা ফুটবলার আব্দুল গাফফার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআরইউ’র সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
আরও পড়ুন: এশিয়ান নারী ফুটবল: বৃহস্পতিবার নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ
সংগঠনের ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ডিআরইউ’র সহ-সভাপতি দীপু সারোয়ার, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক কাওসার আজম, নারী বিষয়ক সম্পাদক মরিয়ম মনি (সেঁজুতি), প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেল, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ নঈমুদ্দীন, কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ, কার্যনির্বাহী সদস্য মনির মিল্লাত, মোজাম্মেল হক তুহিন, কিরণ শেখ, এস এম মোস্তাফিজুর রহমান সুমন ও আলী ইব্রাহিমসহ ডিআরইউ’র অনেক সিনিয়র সদস্যরা।
প্রথমদিন মোট ১১টি ম্যাচ অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টায় উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় দৈনিক কালবেলা এবং আজকের খবর। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় থাকায় গড়ায় টাইব্রেকারে। সেখানে ২-১ গোলে জেতে কালবেলা। ম্যাচসেরা নির্বাচিত হন কালবেলার রাজু আহমেদ। দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় দৈনিক যুগান্তর ও খবরের কাগজ। ম্যাচটি ৩-০ গোলে জেতে যুগান্তর। ম্যাচসেরা হন জয়ী দলের কাজী জেবেল।
দিনের তৃতীয় খেলায় মাঠে নামেন আমাদের সময় ও প্রতিদিনের বাংলাদেশের খেলোয়াড়রা। নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য ছিল। এরপর টাইব্রেকারে ৩-০ গোলের ব্যবধানে জেতে আমাদের সময়। জয়ী দলের আসাদুর রহমান ম্যাচসেরা নির্বাচিত হন। এরপর মুখোমুখি হয় ভোরের কাগজ ও অবজারভার। ম্যাচটি ২-০ গোলে জেতে ভোরের কাগজ। জোড়া গোল করে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নেন ভোরের কাগজের দেব দুলাল মিত্র। দিনের পঞ্চম ম্যাচে মাঠে নামার কথা ছিল এটিএন নিউজ এবং নিউ এইজের। কিন্তু নিউ এইজের খেলোয়াড়রা মাঠে উপস্থিত না থাকায় ওয়াকওভার পেয়ে পরের রাউন্ডে পা রাখে এটিএন নিউজ।
আরও পড়ুন: বিকেএসপিতে প্রতিবন্ধী ফুটবলারদের প্রশিক্ষণ ক্যাম্প শেষ হলো
দিনের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হয় আজকের পত্রিকা এবং মানবকণ্ঠ। ম্যাচটি ৩-০ গোলে জেতে আজকের পত্রিকা। ম্যাচসেরা হন জয়ী দলের রেজা করিম। সপ্তম ম্যাচে রাইজিং বিডির প্রতিপক্ষ ছিল বিজনেজ পোস্ট। ম্যাচটি ২-০ গোলের ব্যবধানে জেতে রাইজিং বিডি। ম্যাচসেরা হন জয়ী দলের হাসান মাহামুদ। এরপরের ম্যাচে মাঠে নামের কথা ছিল নয়াদিগন্ত এবং আমাদের অর্থনীতির। ম্যাচে ওয়াকওভার পেয়ে পরের রাউন্ডে উঠেছে আমাদের অর্থনীতি।
দিনের নবম খেলায় মুখোমুখি হয় খবর সংযোগ ডটকম ও দৈনিক সংগ্রাম। ম্যাচটি ৩-১ গোলের ব্যবধানে জয় লাভ করে খবর সংযোগ। জোড়া গোল করে ম্যাচসেরা হন খবর সংযোগের মোসকায়েত মাশরেক। দিনের দশম খেলায় আরটিভির প্রতিপক্ষ ছিল বাংলাদেশ পোস্ট। সেলিম মালিকের একমাত্র গোলে ম্যাচটি জেতে আরটিভি। ম্যাচসেরা হন আরটিভির সেলিম মালিক। এরপর দিনের ১১তম ও শেষ খেলায় মুখোমুখি হয় সমকাল ও মানবজমিন। ম্যাচটি ২-০ গোলের ব্যবধান জয় লাভ করে সমকাল। ম্যাচসেরা হন জয়ী দলের তাসনিম মহসিন মিশু।
আরও পড়ুন: ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্ট বুধবার থেকে শুরু