চীনের হ্যাংজুতে ১৯তম এশিয়ান গেমস নারী ফুটবলের গ্রুপ ডি-এর শেষ ম্যাচে সুপরিচিত প্রতিপক্ষ নেপালের সঙ্গে খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল।
বৃহস্পতিবার(২৮ সেপ্টেম্বর) হ্যাংজুয়ের ওয়েনজু অলিম্পিক সেন্টার স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে দক্ষিণ এশিয়ার দুই প্রতিপক্ষের ম্যাচ।
গ্রুপের প্রথম দুটি ম্যাচেই হেরে আসর থেকে ছিটকে পড়া দুই দল এখন বৃহস্পতিবারের মর্যাদার ম্যাচে সান্ত্বনা জয়ের অপেক্ষায়।
গত বছর কাঠমান্ডুতে নেপালকে হারিয়ে প্রথমবারের মতো সাফ নারী ফুটবলের শিরোপা জিতেছিল বাংলাদেশ।
আরও পড়ুন: সাফ অনূর্ধ্ব-১৯: উদ্বোধনী ম্যাচে ভারতের কাছে ০-৩ গোলে হেরেছে বাংলাদেশ
মহাদেশীয় সম্মেলনে তাদের প্রথম উপস্থিতিতে বাংলাদেশ নারী দল গত শুক্রবার প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন জাপানের কাছে 0-৮ গোলে লজ্জাজনকভাবে পরাজিত হয় এবং গত সোমবার বিশ্বকাপ খেলা ভিয়েতনামের বিপক্ষে ১-৬ গোলে হেরে যায়।
অপরদিকে নেপাল তাদের গ্রুপের লড়াইয়ে ভিয়েতনামের বিপক্ষে ০-২ গোলে এবং জাপানের বিপক্ষে ০-৮ গোলে পরাজয় স্বীকার করে।
বৃহস্পতিবারের ম্যাচ সামনে রেখে বাংলাদেশ দলের প্রধান কোচ সাইফুল বারী টিটু ম্যাচটিকে তাদের সম্মানের লড়াই বলে অভিহিত করেছেন।
তিনি বলেন, ‘আমাদের মেয়েরা গত বছর নেপালকে হারিয়ে সাফ শিরোপা জিতেছিল, তাই এবারও আমরা নেপালকে হারিয়ে দিতে চাই।’
আরও পড়ুন: এশিয়ান গেমস ফুটবল: চীনের সঙ্গে গোলশূন্য ড্র করল বাংলাদেশ