তবে বৃষ্টির কারণে রবিবার তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে দাপট দেখিয়েছেন পেসাররা।
ওয়েলিংটনের বেসিন রিজার্ভে টস হেরে আগে ব্যাট করতে নেমে কিউই পেসারদের তোপের মুখে পড়েন টাইগার ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে ২১১ রানে অলআউট হয় সফরকারীরা।
অন্য ব্যাটসম্যনরা ব্যর্থ হলেও আগের টেস্টের মতো এই টেস্টেও ব্যাট হাতে দুর্দান্ত খেলেছেন ওপেনার তামিম ইকবাল। সাদমানকে সাথে নিয়ে ওপেনিং জুটিতে সংগ্রহ করেন ৭৫ রান।
নিল ওয়েগনার ও ট্রেন্ট বোল্টের পেস আক্রমণের কারণে ওপেনিং জুটির পর আর কোনো জুটি তেমনভাবে গড়ে ওঠেনি। বাংলাদেশ শেষ ৫ রানে তাদের ৪ উইকেট হারায়।
টাইগারদের ইনিংসে সর্বোচ্চ ৭৪ রান আসে তামিমের ব্যাট থেকে। এছাড়া লিটন দাস ৩৩, সাদমান ২৭ এবং সৌম্য করেন ২০ রান। কিউইদের পক্ষে ওয়েগনার ২৮ রানে ৪টি ও বোল্ট ৩৮ রানে ৩টি উইকেট লাভ করেন।
জবাব দিতে নেমে স্বাগতিকরা ২ উইকেট হারিয়ে ৩৮ রান করলে বৃষ্টি শুরু হয়। এরপর আর কোনো বল মাঠে গড়ায়নি। স্বাগতিকদের দুই ওপেনারকে ফিরিয়ে দেন আবু জাহেদ চৌধুরী রাহী।
কেন উইলিয়ামসন ১০ এবং রস টেলর ১৯ রান নিয়ে অপরাজিত আছেন। বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন এসেছে। একাদশে ফিরেছেন তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।