ইংলিশ ফুটবল লিগ কাপ ওরফে লিগ কাপ ও ক্যারাবাও কাপের তৃতীয় রাউন্ডের খেলা শেষ হতে আর মাত্র একটি ম্যাচ বাকি। এমন সময়ে হয়ে গেল চতুর্থ রাউন্ডের ড্র।
বুধাবার রাতে স্ব স্ব ম্যাচে বড় জয় পেয়েছে আর্সেনাল ও বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। এই দুই ম্যাচের মধ্য দিয়ে চতুর্থ রাউন্ডের ১৫টি দল নিশ্চিত হয়ে গেছে।
বাকি রয়েছে শুধু নিউক্যাসল ও এএফসি উইম্বল্ডনের মধ্যকার ম্যাচটি। আগামী ১ অক্টোবর অনুষ্ঠিত হবে ওই ম্যাচ। তার আগেই অবশ্য ম্যাচজয়ী দলটির চতুর্থ রাউন্ডের প্রতিপক্ষের নাম ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন: পিছিয়ে পড়েও ওয়েস্ট হ্যামের বিপক্ষে বড় জয় লিভারপুলের
চতুর্থ রাউন্ডে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নকে পেয়েছে বর্তমান শিরোপাধারী লিভারপুল। এছাড়া ঘরের মাঠে লেস্টার সিটির মোকাবিলা করবে এরিক টেন হাগের ম্যানচেস্টার ইউনাইটেড। তৃতীয় রাউন্ডের ম্যাচে বার্নসলিকে ৭-০ গোলের বড় ব্যবধানে হারায় তারা।
তবে ইউনাইটেডের মতো ভাগ্য সুপ্রসন্ন নয় ম্যানচেস্টার সিটির। চতুর্থ রাউন্ডে তাদের প্রতিপক্ষ টটেনহ্যাম। ফলে চতুর্থ রাউন্ডেই প্রিমিয়ার লিগের এই বড় দলদুটির একটিকে বিদায় নিতে হবে।
এছাড়া ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে অ্যাস্টন ভিলা। আর দ্বিতীয় বিভাগের দল প্রেস্টনের মাঠে খেলতে যাবে আর্সেনাল, শেফিল্ড ওয়েন্সডের বিপক্ষে খেলবে ব্রেন্টফোর্ড এবং স্টোক সিটিকে নিজেদের মাঠে আতিথ্য দেবে সাউথহ্যাম্পটন।
আরও পড়ুন: বড় জয়ে লিগ কাপের চতুর্থ রাউন্ডে আর্সেনাল
চতুর্থ রাউন্ডে প্রতিপক্ষ কে হবে তা জানতে আগামী ১ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে চেলসিকে। উইম্বল্ডন বা নিউক্যাসল যে-ই আসুক, তাদের মাঠেই খেলতে হবে এনসো মারেসকার শিষ্যদের।
আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে ক্যারাবাও কাপের চতুর্থ রাউন্ডের খেলা। বাংলাদেশ সময় রাত পৌনে দুইটায় ম্যাচগুলো একযোগে শুরু হবে।
এক নজরে চতুর্থ রাউন্ডের ড্র
- ব্রেন্টফোর্ড বনাম শেফিল্ড ওয়েন্সডে
- সাউথহ্যাম্পটন বনাম স্টোক সিটি
- টটেনহ্যাম বনাম ম্যানচেস্টার সিটি
- উইম্বলডন অথবা নিউক্যাসল বনাম চেলসি
- ম্যানচেস্টার ইউনাইটেড বনাম লেস্টার সিটি
- ব্রাইটন বনাম লিভারপুল
- প্রেস্টন বনাম আর্সেনাল
- অ্যাস্টন ভিলা বনাম ক্রিস্টাল প্যালেস
উল্লেখ্য, বাঁ পাশের দলটি ঘরের মাঠে খেলার সুবিধা পাবে।