টাইগাররা আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শ্রীলঙ্কা উড়াল দেবেন। সেখানে সিরিজ শুরু হবে ২৪ অক্টোবর।
আন্তর্জাতিক ক্রিকেট ফেরার আগে খেলোয়াড়রা দুই ধাপে ব্যক্তিগত অনুশীলনের সুযোগ পাচ্ছেন। ঈদের আগে শেষ হওয়া প্রথম ধাপে অংশ নেন ১৪ ক্রিকেটার। আর ঈদের ছুটি শেষে পুনরায় শুরু হওয়া কর্মসূচিতে যোগ দিয়েছেন আরও ক্রিকেটার।
ঈদের পর ব্যক্তিগত অনুশীলনে নামা ক্রিকেটারদের মধ্যে সৌম্যও রয়েছেন।
বৃহস্পতিবার তিনি গণমাধ্যমকে বলেন, ‘এটা স্বস্তির যে আমরা আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছি। যখন দেখলাম ইংল্যান্ড আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে (কিন্তু আমরা পারিনি) তখন খারাপ লেগেছিল। একইসাথে এটা দেখে ভালো লেগেছে যে মহামারির ভয়কে জয় করে ক্রিকেট ফিরে এসেছে। এখন আমরা জেনেছি যে আমরাও আগামী মাসে নিশ্চিত সফরে যাচ্ছি। এতে সত্যিই ভালো লাগছে।’
ব্যক্তিগত অনুশীলনে অংশ নেয়া প্রত্যেক ক্রিকেটারকে কঠোর সুরক্ষা ব্যবস্থা মেনে চলতে হচ্ছে। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে একজন আরেকজনের কাছে ঘেঁষতে পারছেন না। এটি ক্রিকেটার ও স্টাফদের সুরক্ষা দিচ্ছে বলে একে স্বাগত জানিয়েছেন সৌম্য।
‘সবকিছুর আগে সুরক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। আমরা এমন এক দলের অংশ যা একটি পরিবারের মতো। আমাদের অবশ্যই সুরক্ষা ব্যবস্থা মেনে চলা উচিত। এটা আমাদের সবাইকে নিরাপদ রাখবে,’ যোগ করেন সৌম্য।
তিনি আরও বলেন, ‘লকডাউনের সময় আমরা কোনো ক্রিকেট খেলতে পারিনি। অন্যথায়, এটা ভালো এক বিরতি ছিল। আমরা পরিবারের সাথে আরও সময় কাটানোর সুযোগ পেয়েছি। শুরুতে এটা কঠিন ছিল। কিন্তু পরে আমাদের মানিয়ে নিতে হয়েছে।’