বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম এবং ইমরুল কায়েসকে খেলার জন্য উপযুক্ত ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল টিম।
মঙ্গলবার ফিটনেস পরীক্ষার পর এ ঘোষণা দেয়া হয়।
দুজনই হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছিলেন এবং চলমান বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডে খেলতে পারেননি।
মঙ্গলবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘মুশফিক এবং ইমরুল হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছিলেন। আমরা আশা করেছিলাম যে মুশফিক ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে এবং ইমরুলের সুস্থ হতে আরও সময় প্রয়োজন। তবে সকালে আমরা শারীরিক পরীক্ষার পর তারা দুজনেই তাতে উৎরে যান। তারা এখন থেকেই খেলতে পারবেন।’
পাকিস্তান সিরিজে খেলতে না চাওয়ার কারণে মুশফিক বর্তমানে জাতীয় দলের বাইরে আছেন। তবে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেই তাকে পাওয়া যাবে।