হান্সি ফ্লিকের জাদুর ছোঁয়ায় যেন বদলে গেছে বার্সেলোনা। অসাধারণ ফুটবলে একের পর এক ম্যাচ জিতে চলেছে দলটি। লা লিগার সপ্তম ম্যাচেও তার ব্যতিক্রম হলো না।
অলিম্পিক স্টেডিয়ামে বুধবার রাতে গেতাফের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে হান্সি ফ্লিকের দল।
ম্যাচের ১৯তম মিনিটে লেভানডোভস্কির করা একমাত্র গোলটিই ম্যাচের পার্থক্য গড়ে দেয়।
লা লিগায় কেন উড়ছে বার্সেলোনা, মাঠের খেলায় এদিন তার স্পষ্ট প্রমাণ দেয় হান্সি ফ্লিকের শিষ্যরা। বল দখলে একক আধিপত্য বিস্তার করে অসাধারণ সব পাস, ড্রিবলিং আর ক্রমাগত চাপে নানন্দিক ফুটবল উপহার দেয় কাতালান জায়ান্টরা।
আরও পড়ুন: বড় জয়ে অপরাজেয় যাত্রা অব্যাহত বার্সেলোনার
এদিন ম্যাচ শুরুর আগে চোটে লম্বা সময়ের জন্য ছিটকে যাওয়া গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেনের প্রতি সংহতি প্রকাশ করে বার্সেলোনা।
এরপর খেলা শুরু হলে ম্যাচের প্রথম তিনটি শটই নেওয়ার সুযোগ পায় গেতাফে, তবে সেগুলোর দুটি লক্ষ্যভ্রষ্ট হয় এবং অপরটি ঠেকিয়ে দেন বার্সেলোনা গোলরক্ষক ইনিয়াকি পেনিয়া। এরপর দশম মিনিটে প্রথম সুযোগ পায় বার্সেলোনা। ৩০ গজ দূর থেকে পাওয়া ফ্রি কিক থেকে বক্সের মধ্যে ক্রস দেন লামিন ইয়ামাল, তাতে প্রথম ছোঁয়াতেই হেডারে গোল পাওয়ার চেষ্টা করেন লেভানডোভস্কি, কিন্তু বল সরাসরি গেতাফে গোলরক্ষকের কাছে চলে যায়।
এর ৯ মিনিট পর গোল পেয়ে যান লেভানডোভস্কি। ডান পাশ থেকে সতীর্থের উড়ন্ত লং পাস ধরেই সামনে এগোতে থাকা জুল কুন্দেকে পাস বাড়ান লামিন। কুন্দে বক্সের ঢুকে গোললাইন থেকে গোলমুখে ক্রস দেন, সেখানে আলগা বল পেয়ে ঠিকানা খুঁজে নেন ৩৬ বছর বয়সী এই পোলিশ স্ট্রাইকার।
এই গোলে লিগে ৭ ম্যাচে তার গোলসংখ্যা হলো ৭টি, লা লিগায় এখন পর্যন্ত যা সর্বোচ্চ। পাঁচ গোল নিয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছেন তারই সতীর্থ রাফিনিয়া এবং রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে।