দেশে ফেরার পরই তার কোভিড-১৯ পরীক্ষা করা হবে এবং তিনি রাজধানীর বনানীতে নিজ বাসায় কিছুদিন অবস্থান করবেন।
পরীক্ষায় করোনা ধরা না পড়লে তিনি বিকেএসপিতে ব্যক্তিগত প্রশিক্ষণে যোগ দেবেন বলে তার সাথে ঘনিষ্ঠ এক সূত্র ইউএনবিকে নিশ্চিত করেছে।
সন্তানসম্ভবা স্ত্রীকে সঙ্গ দিতে এ বছরের মার্চে মার্কিন যুক্তরাষ্ট্রে যান সাকিব। এপ্রিলে সাকিব ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ঘরে দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম হয়।
ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করার অভিযোগে ৩৩ বছর বয়সী এ তারকা অলরাউন্ডারকে দুবছরের নিষেধাজ্ঞার দেয় আইসিসি। পরে তা কমে এক বছর হয়। অক্টোবরেই তিনি মাঠে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
সম্প্রতি গণমাধ্যমের সাথে আলাপকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান জানান, আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কা সফরে সাকিব ফিরবেন বলে তারা প্রত্যাশা করছেন।
বাংলাদেশ দলের হয়ে ৫৬ টেস্ট, ২০৬ ওয়ানডে এবং ৭৬টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে যথাক্রমে ৩৮৬২, ৬৩২৩ এবং ১৫৬৭ রান করেছেন সাকিব আল হাসান। ক্রিকেটের সবগুলো ফরম্যাট মিলিয়ে ১৪ সেঞ্চুরি এবং ৮০ হাফ-সেঞ্চুরি করেছেন তিনি।