জাতীয় স্কুল ফুটবলের ফাইনালে শনিবার পল্টন ময়দানে ফেনীর ছাগলনাইয়া পাইলট হাই স্কুলকে ৪-০ গোলে হারিয়ে শিরোপা জিতল বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল।
বিজয়ী দলের হাসান হাওলাদার, রমজার শেখ, তামিম হোসেন ও মিরাজুল একটি করে গোল করে।
আরও পড়ুন: ফিফার বর্ষসেরা ফুটবলার রবার্ট লেয়ানদোভস্কি
চ্যাম্পিয়ন দল ট্রফির সাথে ১ লাখ টাকা প্রাইজমানি পেয়েছে। আর রানার্সআপ দল পেয়েছে ট্রফি ও ৫০ হাজার টাকার প্রাইজমানি।
সর্বোচ্চ গোলদাতা ও টুর্নামেন্টসেরা হয়েছে রানার্সআপ দলের মুনতাসির ফুয়াদ ইবনে নূর।
আরও পড়ুন: ক্রিকেটার রুবেলের কম্বল বিতরণ
ফুটবল কিংবদন্তি ম্যারাডোনার চিরবিদায়
এছাড়া ম্যান অব দ্য ফাইনাল হয় বাগেরহাট কলেজিয়েট স্কুলের হাসান হাওলাদার ও সেরা গোলরক্ষক নির্বাচিত হয় একই দলের হবিবুর রহমান।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।
আরও পড়ুন: ষষ্ঠবারের মতো ফিফার বর্ষ সেরা হলেন মেসি