আসন্ন জিম্বাবুয়ে সফরের জন্য বুধবার তিন সংস্করণের আলাদা দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তিন সংস্করণ মিলিয়ে একমাত্র নতুন মুখ বাঁহাতি ব্যাটসম্যান শামীম হোসেন।
২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ে বাংলাদেশের অন্যতম পারফর্মার ছিলেন শামীম।
সফরে তিন সংস্করণেই ডানহাতি উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে রাখা হয়েছে। ডানহাতি স্পিনার নাঈম হাসানকেও টেস্ট দলে রাখা হয়েছে। শ্রীলঙ্কা সফরে তিনি বাংলাদেশের শেষ টেস্ট দলে ছিলেন না।
সাকিব আল হাসানকে টেস্ট দলে ডাকা হয়েছে। তবে মোহাম্মদ মিঠুনকে টেস্ট দল থেকে বাদ দেয়া হয়েছে।
আরও পড়ুন: সাব্বির ও শেখ জামালের ম্যানেজারকে জরিমানা
তাইজুল ইসলাম ও রুবেল হোসেনের পাশাপাশি সোহান ওয়ানডে দলে ফিরলেও সৌম্য সরকার ও মাহাদি হাসানকে রাখা হয়নি।
আগামী ২৮ জুন রাতে হারারের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।
সিরিজের একমাত্র টেস্ট শুরু হবে ৭ জুলাই থেকে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ১৬ জুলাই। পরের দুটি ম্যাচ ১৮ ও ২০ জুলাই।
সফরে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ ২৩, ২৫ ও ২৭ জুলাই।
টেস্ট ও ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় দেড়টায়, টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়।
আরও পড়ুন: আইসিসির মে মাসের সেরা খেলোয়াড় মুশফিক
সিরিজের সব ম্যাচই হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ টেস্ট দল:
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ, এবাদত হোসেন এবং শরিফুল ইসলাম।
ওয়ানডে দল:
তামিম ইকবাল (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শরিফুল ইসলাম।
আরও পড়ুন: ৩ ম্যাচের জন্য নিষিদ্ধ সাকিব, ৫ লাখ টাকা জরিমানা
টি–টোয়েন্টি দল:
মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম, মুহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম।