জিম্বাবুয়ে
চতুর্থ টি-টোয়েন্টি: ১০১ থেকে ১৪৩ রানে ১০ উইকেট হারালো টাইগাররা
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করলেও প্রথম উইকেট পড়তেই মাত্র ৪২ রানের মধ্যে সব উইকেট হারিয়ে তাসের ঘরের মতো গুঁড়িয়ে গেল বাংলাদেশ দলের ব্যাটিং লাইনআপ।
শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে টাইগারদের ব্যাটিং বিপর্যয় দেখলো বিশ্ব।
দুই ওপেনার সৌম্য সরকার (৪১) ও তানজিদ হাসান তামিম (৫২) ১০১ রানের জুটি গড়েন। তারপর মিসটাইমিংয়ে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তামিম।
এর পরপরই একের পর এক বাজে শট খেলে ও ডিসমিসালের শিকার হয়ে মিডল ও লোয়ার অর্ডার চুরমার হয়ে যায়।
আরও পড়ুন: চতুর্থ টি-টোয়েন্টিতে দলে ফিরলেন সাকিব-সৌম্য-মুস্তাফিজ
দুই ওপেনারের পর কেবল তৌহিদ হৃদয় দুই অঙ্কের ঘরে পা রাখেন। মাত্র ১২ রান করে লুক জংউইয়ের বলে নতি স্বীকার করেন তিনি।
এই ধসেপড়া বাংলাদেশের ব্যাটিং লাইনআপের বেহাল অবস্থা তুলে ধরে।
নয় মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলতে নেমে সাকিব আল হাসান ১ রান করে বোল্ড হয়ে ফিরেছেন সাজঘরে। দলের কাণ্ডারি হয়ে লড়াইয়ের ইচ্ছা দেখা যায়নি অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাটিংয়েও।
শান্তর ক্লিন বোল্ড আর সাকিবের ব্যাট ও প্যাডের ফাঁক দিয়ে বোল্ড আউট যেন অভিজ্ঞ এই খেলোয়াড়দের প্রস্তুতি ও সংযমের অভাবের প্রমাণ দিলো।
শুরুটা বড় রানের টার্গেট দেওয়ার মতো হলেও হতাশায় মোড়ানো ব্যাটিংয়ে ১০ উইকেটে মাত্র ১৪৩ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।
আরও পড়ুন: জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ এগিয়ে থাকলেও জাতীয় দলের ব্যাটিং নিয়ে অসন্তুষ্ট বিসিবি সভাপতি
৭ মাস আগে
প্রথম টি-টোয়েন্টি: জিম্বাবুয়েকে ১২৪ রানে থামিয়ে দিল বাংলাদেশ
আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসা মোহাম্মদ সাইফউদ্দিনের ৩টি গুরুত্বপূর্ণ উইকেট এবং তাসকিন আহমেদের নেওয়া তিনটি উইকেট সফররত জিম্বাবুয়েকে মাত্র ১২৪ রানে আটকে দেয় বাংলাদেশ।
শুক্রবার (৩ মে) চট্টগ্রামে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে চরম বিপর্যয়ের মুখে ফেলে টাইগাররা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে টাইগারদের জন্য এই সিরিজটি একটি মূল্যবান প্রস্তুতির সুযোগ হিসাবে কাজ করবে। যাতে বোলাররা প্রথম ম্যাচে এটির সর্বাধিক ব্যবহার করেছে।
আরও পড়ুন: টি-২০ খেলতে সিলেটে পৌঁছেছে ভারতীয় নারী ক্রিকেট দল
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর বাংলাদেশের প্রবল আক্রমণে জিম্বাবুয়ে শুরুতেই গতিরোধ করে ফেলে।
মাত্র ৮ রানের মাথায় জিম্বাবুয়ের প্রথ উইকেটের পতন হয়। আর মূল ব্যাটার ক্রেইগ আরভিনকে শূন্য রানে আউট করেন মেহেদী হাসান। এরপরেই নাটকীয় পতনের মুখে পড়ে সফরকারীরা। মাত্র পাঁচ রানে আরও পাঁচটি উইকেট হারায় জিম্বাবুয়ে। যার মধ্যে পরপর দুটি উইকেট পতনের ঘটনাও ছিল।
পঞ্চম ওভারের শেষ বলে জয়লর্ড গাম্বিকে তাসকিনের হাতে ক্যাচ দিয়ে আউট করেন সাইফউদ্দিন। ষষ্ঠ ওভারে মেহেদী হাসান সিকান্দার রাজাকে শূন্য রানে আউট করার পর ১৬ রানে ব্রায়ান বেনেট রান আউট হন।
আরও পড়ুন: টাইগাররা প্রস্তুত: টি২০ বিশ্বকাপের পিচ পৌঁছেছে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে
পরের ওভারে শন উইলিয়ামস ও রায়ান বার্লকে পরপর ডেলিভারিতে শূন্য রানে আউট করেন তাসকিন। উইলিয়ামসের আউট চট্টগ্রাম সমর্থকদের স্মৃতিতে খোদাই করা থাকবে, কারণ লেগ স্টাম্পের একটি শর্ট অফ আ লেংথ ডেলিভারি ব্যাটসম্যান জায়গা তৈরি করার চেষ্টা করার পরে তার স্টাম্প ভেঙে যায়, কিন্তু বলটি পুরোপুরি মিস করে।
বিপর্যয় সত্ত্বেও, উইকেটরক্ষক-ব্যাটার ক্লাইভ মাদান্দে (৪৩) এবং ওয়েলিংটন মাসাকাদজা (৩৪) রান নিয়ে অষ্টম উইকেটে ৭৫ রানের জুটি গড়েন। যা জিম্বাবুয়েকে ১০০ রানের গণ্ডি পার করতে সহায়তা করে।
তবে সাইফুদ্দিন ও তাসকিনের তিনটি করে উইকেটের পাশাপাশি মেহেদীর দুটি উইকেট নিশ্চিত করে জিম্বাবুয়ের স্কোর ঊর্ধ্বমুখী হওয়া থেকে নিচের দিকেই থামিয়ে দেয়।
আরও পড়ুন: সাকিবের ব্যাটে বঙ্গ’র স্টিকার
৭ মাস আগে
জিম্বাবুয়ের কিংবদন্তি ক্রিকেটার হিথ স্ট্রিক আর নেই
জিম্বাবুয়ের কিংবদন্তি ক্রিকেটার হিথ স্ট্রিক (৪৯) আর নেই। সোমবার (৩ সেপ্টেম্বর) তার পরিবার ও জিম্বাবুয়ে ক্রিকেট সম্প্রদায়ের সূত্র উভয়ই নিশ্চিত করেছে।
স্ট্রিক বাংলাদেশের পেস-বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি এক বছরেরও বেশি সময় ধরে ক্যান্সারের সঙ্গে লড়ছিলেন।
মাত্র কয়েকদিন আগে বিশ্বব্যাপী তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এতে বিভ্রান্তির সৃষ্টি হয়। হিথ স্ট্রিক নিজেই পরে স্পষ্ট করেছিলেন যে তিনি জীবিত ছিলেন।
তার স্ত্রী নাদিন স্ট্রিক সোশ্যাল মিডিয়ায় একটি হৃদয়গ্রাহী পোস্টে স্ট্রিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: জীবিত আছি: মৃত্যুর গুজবে হিথ স্ট্রিক
প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দর শেবাগ সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করে বলেছেন, ‘#হিথস্ট্রিক-এর মৃত্যুর কথা শুনে শোকাহত। তিনি ৯০-এর দশকের শেষের দিকে এবং ২০০০-এর শুরুতে জিম্বাবুয়ে ক্রিকেটের উত্থানের একটি উল্লেখযোগ্য এবং খুবই প্রতিযোগিতামূলক নাম।’
আইপিএল এর অন্যতম দল কলকাতা নাইট রাইডার্স হিথ স্ট্রিকের মৃত্যুতে তাদের শোক প্রকাশ করেছে।
হিথ স্ট্রিক তার বর্ণাঢ্য ক্যারিয়ারে ২৫৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ৪৫৫টি উইকেট লাভের পাশাপাশি ৪৯৩৩ রান সংগ্রহের অসাধারণ কৃতিত্ব রয়েছে তার।
তিনি চিরকাল তার যুগের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।
আরও পড়ুন: ডেঙ্গুতে আক্রান্ত ক্রিকেটার হাসান মাহমুদ
গাড়ি দুর্ঘটনায় হাসপাতালে ভর্তি ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্ত
১ বছর আগে
৩য় ওয়ানডে: হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচেও বুধবার হারারে স্পোর্টস ক্লাবে টস হেরে ব্যাটিং করতে নেমেছে বাংলাদেশ। চলমান ওয়ানডে সিরিজে টস জিতে তৃতীয়বারের মতো বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে স্বাগতিকরা।
সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে যাওয়ায় আজ টাইগারদের চোখ রাঙাচ্ছে হোয়াইটওয়াশ।
প্রথম ম্যাচে ৩০৩ ও দ্বিতীয় ম্যাচে ২৯০ রান করে বাংলাদেশ। দু’ম্যাচেই স্বাগতিকরা পাঁচ উইকেট জয় তুলে নেয়। উভয় ম্যাচেই জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা দুর্দান্ত শতক হাঁকান।
লিটন দাস ইনজুরিতে পড়ায় নিজেদের সেরা একাদশ নিয়ে মাঠে নামতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ।
আজকের ম্যাচটি বাংলাদেশের ৪০০তম ওয়ানডে। যুগান্তকারী এই অর্জনে জয় পেতে মরিয়া তামিম ইকবাল বাহিনী।
বাংলাদেশ একাদশে আজ দুটি পরিবর্তন আনা হয়েছে। শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদের জায়গায় এবাদত হোসেন ও মুস্তাফিজুর রহমান একাদশে সুযোগ পেয়েছেন।
সিকান্দার রাজা আজ জিম্বাবুযয়ে দলের নেতৃত্ব দিচ্ছেন।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান
জিম্বাবুয়ে একাদশ: তাদিওয়ানাশে মারুমানি, তাকুদজওয়ানাশে কাইতানো, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাধভেরে, সিকান্দার রাজা (অধিনায়ক), ক্লাইভ মাদান্দে (উইকেট রক্ষক), টনি মুনয়োঙ্গা, লুক জংওয়ে, ব্র্যাড ইভান্স, ভিক্টর নিয়াউচি, রিচার্ড এনগারাভা
পড়ুন: ৯ বছর পর বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় জিম্বাবুয়ের
২ বছর আগে
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার হারারে স্পোর্টস ক্লাবে টসে হেরে ব্যাটিং করতে নেমেছে বাংলাদেশ।
এ ম্যাচে এনামুল হক বিজয়কে দলে নিয়েছে বাংলাদেশ। ডানহাতি এই ব্যাটসম্যান শেষ ওয়ানডে খেলেছেন ২০১৯ সালে। এছাড়া ছুটি কাটিয়ে দলে ফিরেছেন মুশফিকুর রহিম।
বাংলাদেশের বোলিং আক্রমণের রয়েছে- তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ১৯টি ওয়ানডের সব ক’টিতেই জিতেছে বাংলাদেশ। এছাড়া টাইগাররা দেশে ও বিদেশে তাদের শেষ সাতটি ওয়ানডে সিরিজের ছয়টি জিতেছে।
আরও পড়ুন: জিম্বাবুয়ের কাছে টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ
তবে এই ওয়ানডে সিরিজের আগে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে ২-১ ব্যবধানে হেরেছে।
ওয়ানডেতে বাংলাদেশ শক্তিশালী দল হলেও দলের অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, নিজেদের ঘরের মাঠে জিম্বাবুয়েকে হারাতে হলে তাদের সেরা ক্রিকেট খেলতে হবে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ: রেজিস চাকাবভা (উইকেট-রক্ষক/অধিনায়ক), ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাধভেরে, তারিসাই মুসাকান্দা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জংওয়ে, ভিক্টর নিয়াউচি, রিচার্ড নাগারভা ও ওয়েলিংটন মাসাকাদজা।
২ বছর আগে
বাংলাদেশ-জিম্বাবুয়ে: টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে শনিবার
সফরকারী বাংলাদেশ ও স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শনিবার থেকে শুরু হতে যাচ্ছে।
বিকাল ৫টায় হারারে স্পোর্টস ক্লাবে ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে।
এই সিরিজে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান। নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।
সফরের টি-টোয়েন্টি সিরিজে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও রিয়াদকে পাচ্ছে না বাংলাদেশ।
ব্যক্তিগত কারণে সাকিব বাইরে থাকলেও মুশফিক ও রিয়াদকে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। সাকিব ওয়ানডে সিরিজও মিস করবেন, তবে মুশফিক ও রিয়াদ ওয়ানডে দলের স্কোয়াডে রয়েছেন।
এই সফরে বাঁহাতি ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমনকে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে পারভেজ ভালো করেছেন। এছাড়াও ২০২০ সালে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের বাংলাদেশের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। দলে যুক্ত হয়েছেন পেসার হাসান মাহমুদও।
সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় টি-টোয়েন্টি যথাক্রমে ৩১ জুলাই এবং ২ আগস্ট একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
টি-টোয়েন্টি সিরিজের পর ৫ আগস্ট থেকে দুই দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজের মুখোমুখি হবে। শেষ দুটি ওডিআই খেলা হবে ৭ ও ১০ আগস্ট।
বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড
নুরুল হাসান (অধিনায়ক ও উইকেটরক্ষক), মুনিম শাহরিয়ার, এনামুল হক, লিটন দাস, আফিফ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও পারভেজ হোসেন ইমন।
পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার সর্বোচ্চ চেষ্টা করবো: জ্যোতি
জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি সিরিজের অধিনায়ক সোহান
২ বছর আগে
জিম্বাবুয়ে সফরে থাকছেন না সাকিব
ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে দেশে ফিরে এক সপ্তাহের বিরতির পর জিম্বাবুয়ে উড়াল দেবে বাংলাদেশ দল। তবে সেই সফরে টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান থাকছেন না বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তা জানিয়েছেন।
বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে সফরে রয়েছে বাংলাদেশ দল। সেখানে দুই ম্যাচের টেস্ট সিরিজ হেরেছে টাইগাররা। এখন টি-টোয়েন্টি সিরিজ চলছে। যেখানে বাংলাদেশ ১-০ তে পিছিয়ে রয়েছে।
বিসিবির ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে বলেছেন, ‘সাকিব আমাদের জানিয়েছেন তিনি জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন না। তবে অন্যান্য সিনিয়র খেলোয়াড়রা জিম্বাবুয়ে যাবেন।’
সম্প্রতি বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হয়েছেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে টাইগারদের নেতৃত্ব দেন তিনি।
টি-টোয়েন্টি সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে। ম্যাচগুলো যথাক্রমে ১০, ১৩ ও ১৬ জুলাই অনুষ্ঠিত হবে।
পড়ুন: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে অনিশ্চিত সাকিব
এমন ব্যাটিং সাকিবের কাছে গ্রহণযোগ্য নয়
২ বছর আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে নেই লিটন
মুশফিকুর রহিম, তামিম ইকবালের পর লিটন দাসও ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলের বাইরে থাকছেন। পাঁচ ম্যাচের সিরিজটি আগামী ৩ আগস্ট শুরু হওয়ার কথা রয়েছে।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে লিটন উরুতে আঘাত পেয়ে দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে একাদশের বাইরে ছিলেন।
অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজের কোয়ারেন্টাইন নীতির কারণে মুশফিকুর রহিম খেলতে পারছেন না। চোটের কারণে আগে থেকেই তামিম ইকবালও এ সিরিজে থাকছেন না।
পড়ুন: শূন্য গ্যালারিতেই পর্দা উঠলো টোকিও অলিম্পিকের
মুস্তাফিজুর রহমানও অস্ট্রেলিয়া বিপক্ষে প্রথম দুই ম্যাচে অনিশ্চিত। জিম্বাবুয়ে সফরে তিনি ওয়ানডে সিরিজের আগে গোড়ালিতে চোট পেয়েছিলেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজে বাংলাদেশ তরুণদের উপর অনেক বেশি নির্ভর করবে।
পড়ুন: বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া
সাকিব নৈপুণ্যে সিরিজ জিতল বাংলাদেশ
সম্প্রতি জিম্বাবুয়ে সফরে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। আগামী ২৮ জুলাই বাংলাদেশ দল দেশে ফেরার ফ্লাইট ধরবেন।
৩ বছর আগে
জিম্বাবুয়ে সফরের জন্য বাংলাদেশ দল ঘোষণা, নতুন মুখ শামীম
আসন্ন জিম্বাবুয়ে সফরের জন্য বুধবার তিন সংস্করণের আলাদা দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তিন সংস্করণ মিলিয়ে একমাত্র নতুন মুখ বাঁহাতি ব্যাটসম্যান শামীম হোসেন।
২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ে বাংলাদেশের অন্যতম পারফর্মার ছিলেন শামীম।
সফরে তিন সংস্করণেই ডানহাতি উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে রাখা হয়েছে। ডানহাতি স্পিনার নাঈম হাসানকেও টেস্ট দলে রাখা হয়েছে। শ্রীলঙ্কা সফরে তিনি বাংলাদেশের শেষ টেস্ট দলে ছিলেন না।
সাকিব আল হাসানকে টেস্ট দলে ডাকা হয়েছে। তবে মোহাম্মদ মিঠুনকে টেস্ট দল থেকে বাদ দেয়া হয়েছে।
আরও পড়ুন: সাব্বির ও শেখ জামালের ম্যানেজারকে জরিমানা
তাইজুল ইসলাম ও রুবেল হোসেনের পাশাপাশি সোহান ওয়ানডে দলে ফিরলেও সৌম্য সরকার ও মাহাদি হাসানকে রাখা হয়নি।
আগামী ২৮ জুন রাতে হারারের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।
সিরিজের একমাত্র টেস্ট শুরু হবে ৭ জুলাই থেকে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ১৬ জুলাই। পরের দুটি ম্যাচ ১৮ ও ২০ জুলাই।
সফরে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ ২৩, ২৫ ও ২৭ জুলাই।
টেস্ট ও ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় দেড়টায়, টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়।
আরও পড়ুন: আইসিসির মে মাসের সেরা খেলোয়াড় মুশফিক
সিরিজের সব ম্যাচই হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ টেস্ট দল:
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ, এবাদত হোসেন এবং শরিফুল ইসলাম।
ওয়ানডে দল:
তামিম ইকবাল (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শরিফুল ইসলাম।
আরও পড়ুন: ৩ ম্যাচের জন্য নিষিদ্ধ সাকিব, ৫ লাখ টাকা জরিমানা
টি–টোয়েন্টি দল:
মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম, মুহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম।
৩ বছর আগে
জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে আর নেই
জিম্বাবুয়ে, ০৬ সেপ্টেম্বর (এপি/ইউএনবি)- জিম্বাবুয়ের সাবেক প্রেসিডেন্ট রবার্ট মুগাবে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৫ বছর।
৫ বছর আগে