চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস এবং মুশফিকুর রহিমের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান করে স্বাগতিকরা।
রিয়াদ ৪১ বলে ৫টি ছক্কা ও ১টি চারের সাহায্যে ৬২, লিটন ২২ বলে ২টি ছক্কা ও ৪টি চারে ৩৮ এবং মুশফিক ২৬ বলে ১টি ছক্কা ও ৩টি চারে ৩২ রান করেন।
জিম্বাবুয়ের পক্ষে কাইল জার্ভিস ৩টি, এমপফু ২টি এবং বার্ল ও মুটুমবদজি ১টি করে উইকেট লাভ করেন।
ফাইনাল সমীকরণ: কোনো ম্যাচ না হেরে ত্রিদেশীয় সিরিজের শীর্ষে রয়েছে র্যাঙ্কিংয়ে সাত নম্বরে থাকা আফগানিস্তান। অপরদিকে এক জয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে র্যাঙ্কিংয়ে ১০ম স্থানে থাকা বাংলাদেশ এবং কোনো জয় না পেয়ে তৃতীয় ও শেষ অবস্থান জিম্বাবুয়ের (র্যাঙ্কিং-১৪)।
আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালের টিকিট আফগানিস্তান প্রায় নিশ্চিত করে ফেলেছে। আজ বাংলাদেশ জিতলে স্বাগতিকদের সাথেই ফাইনাল খেলবে আফগানরা। অপরদিকে হেরে গেলে আরও দুটি ম্যাচের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে সবাইকে।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাস, আফিফ হোসেন, মোহাম্মাদ সাইফ উদ্দিন, আমিনুল বিপ্লব, নাজমুল হোসেন শান্ত, শফিউল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান।