সিডনিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে বৃহস্পতিবার বাংলাদেশকে ১০৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।
২০৬ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৬.৩ ওভারে ১০১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।
দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন লিটন দাস। দক্ষিণ আফ্রিকার পক্ষে অ্যানরিচ নর্টজে ১০ রানে চার উইকেট নেন। এছাড়া তাবরেজ শামসি ২০ রানে তিনটি উইকেট নিয়েছেন।
আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপ ২০২২: রুশোর সেঞ্চুরিতে দ. আফ্রিকার বিশাল সংগ্রহ
এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভারের শেষ বলে অধিনায়ক টেম্বা ভাবুমাকে হারালেও রাইলি রুশোর সেঞ্চুরিতে ২০ ওভারে পাঁচ উইকেটে ২০৫ রানের বিশাল স্কোর করে দক্ষিণ আফ্রিকা।
রুশো সাত চার ও আট ছয়ে ৫৪ বলে ১০৭ রানের চমৎকার ইনিংস খেলেন। এছাড়া ওপনোর কুইন্টন ডি কক সাত চার ও তিন ছয়ে ৩৮ বলে ৬৩ রান করেন।
বাংলাদেশের পক্ষে সাকিব দুটি, তাসকিন, আফিফ ও হাসান মাহমুদ একটি করে উইকেট শিকার করেন।
আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপ ২০২২: টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, দলে মিরাজ