চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার অন্যান্য মাঠের তুলনায় সিডনিতে স্পিানাররা বাড়তি সুবিধা পেয়ে থাকেন। সেইজন্য দু’দুলই তাদের একাদশে একজন করে বাড়তি স্পিনার যুক্ত করেছে।
বাংলাদেশ একাদশে ইয়াসির আলীর পরিবর্তে স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ অন্তর্ভুক্ত হয়েছেন।
অপরদিকে দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিডির পরিবর্তে স্পিনার তাবরেজ শামসিকে নেয়া হয়েছে।
২৪ অক্টোবর সুপার টুয়েলভের প্রথম ম্যাচে নেদারল্যান্সেকে ৯ রানে হারিয়েছিল বাংলাদেশ। তবে খারাপ আবহাওয়ার কারণে জিম্বাবুয়ের সঙ্গে আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকা পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছিল।
পড়ুন: টি-২০ বিশ্বকাপ ২০২২: পেসারদের ওপর আস্থা বেড়েছে সাকিবের
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান
দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাইলি রুশো, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, ওয়েইন পার্নেল, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, অ্যানরিচ নর্টজে, তাবরেজ শামসি