ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় শুরু হয়েছে ম্যাচটি।
শেষ ছয়টি টেস্টের পাঁচটিতেই ইনিংস ব্যবধানে হেরেছে টাইগাররা। সাম্প্রতিক টেস্ট পারফরম্যান্স সন্তোষজনক না হওয়ায়, এবার আত্মবিশ্বাস ফিরে পেতে জয়ের জন্যই মাঠে নেমেছে বাংলাদেশ।
তবে সম্প্রতি টেস্টে দারুণ পারফরম্যান্স দিয়ে ভালো ফর্মে রয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের বিপক্ষেও পারফরম্যান্সের এই ধারা অব্যাহত রাখতে চায় দলটি।
শুক্রবার ম্যাচপূর্ব এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেন, তারা জয়ের জন্য উন্মুখ হয়ে রয়েছেন। তবে জয় অনেক গুরুত্বপূর্ণ হলেও তার কাছে টেস্ট সংস্কৃতির বিকাশ আরও গুরুত্বপূর্ণ।
সম্প্রতি পাকিস্তানের সাথে রাওয়াপিন্ডিতে একটি টেস্ট খেলে এসেছে বাংলাদেশ। ইনিংস ব্যবধানে হারা ম্যাচটিতে বাংলাদেশ দল মাত্র একদিন আগে সেখানে পৌঁছেছিল।
তবে এবার জয়ের জন্যেই মাঠে নামার কথা জানিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে চারটি ম্যাচে নেতৃত্ব দিতে যাচ্ছেন মুমিনুল।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস (উইকেট রক্ষক), তাইজুল ইসলাম, আবু জায়েদ. এবাদত হোসেন এবং নাঈম হাসান।
জিম্বাবুয়ে একাদশ: প্রিন্স মাসভাউরে, কেভিন কাসুজা, ক্রেইগ এরভিন (অধিনায়ক), ব্রেন্ডন টেইলর, টিমাইসেন মারুমা, সিকান্দার রাজা, রেগিস চাকাভা (উইকেট রক্ষক), ডোনাল্ড ত্রিপানো, ভিক্টর নিয়াউচি, আইনসলে এন্ডলোভু, চার্লটন টিসুমা।