বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শনিবার নিশ্চিত করেছে, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগের পর্ব ১৮ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে।
সুপার লিগের এই পর্বে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, লিজেন্ডস অব রূপগঞ্জ, আবাহনী লিমিটেড, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স- মোট ছয়টি ক্লাব অংশ নেবে।
মোহামেডান স্পোর্টিং ক্লাব বাংলাদেশ ক্রিকেটের বেশ কিছু জনপ্রিয় খেলোয়াড়কে দলে নিলেও সুপার লিগে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজ শেখ জামালের হয়ে সুপার লিগ খেলবেন।
আরও পড়ুন: সমালোচনার মাঝে ইংল্যান্ডের টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন রুট
সুপার লিগের পাঁচ রাউন্ডের প্রতিটিতে একটি করে রিজার্ভ ডে থাকবে।
প্রথম রাউন্ডের ম্যাচে শেখ জামাল গাজী গ্রুপের বিপক্ষে, লিজেন্ডস অব রূপগঞ্জ খেলবে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে এবং আবাহনী খেলবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে।