মোহামেডান
বিপিএল ফুটবল: মুক্তিযোদ্ধা এসকেসিকে ৬-১ গোলে হারিয়েছে মোহামেডান এসসি
মালি স্ট্রাইকার সোলেইমান ডায়াবেটের একটি দুর্দান্ত হ্যাটট্রিক বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফুটবল-২০২২-এর দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ কেসি'র বিরুদ্ধে ৬-১ গোলে বিশাল জয় পেয়েছে মোহামেডান এসসি।
শনিবার গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ম্যাচের ৮ম মিনিটে মুক্তিযোদ্ধাদের দল মুক্তিযোদ্ধাকে (১-০) এগিয়ে দেন আতিকুজ্জামান।
পরে, মালি স্ট্রাইকার সোলাইমানে ডায়াবেট ২২, ৩৫ এবং ৫৩ মিনিটে তিনটি গোল করে হ্যাটট্রিক করেন। উজবেক মিডফিল্ডার মুজাফফারভ, নাইজেরিয়ান বুটার সানডে এবং সাজ্জাদ হোসেন ঐতিহ্যবাহী কালো এবং সাদা দলের হয়ে ৪২তম, ৬৯তম এবং ৪৮ মিনিটে একটি করে গোল করেন(৬-১)।
শনিবার বিকালে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে পিছন থেকে আসা শেখ রাসেল কেসি বাংলাদেশ পুলিশ এফসিকে ৩-১ গোলে হারিয়েছে।
দিনের কৃতিত্বের সঙ্গে শেখ রাসেল কেসি এগারো ম্যাচে ১৭ পয়েন্ট অর্জন করে লিগ টেবিলের তৃতীয় স্লটে এগিয়ে যায় এবং পুলিশ এফসি এগারো ম্যাচে তাদের আগের ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্লটে নেমে যায়।
আরও পড়ুন: ফেডারেশন কাপ ফুটবল: প্রথম কোয়ার্টার ফাইনালে বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে মুক্তিযোদ্ধা এসকেসি
প্রথমার্ধে (১-০) আধিপত্য বিস্তার করে ৩৭তম মিনিটে পুলিশ এফসির হয়ে প্রথম গোল করেন আনবুইলা।
দ্বিতীয়ার্ধে ইব্রাহিম, সানডে ও নিহাত জামান যথাক্রমে ৫০, ৮২ ও ৮৬ মিনিটে শেখ রাসেল কেসির হয়ে একটি করে গোল করে ম্যাচটি ৩-১ গোলে জিতে নেয়।
এর আগে শুক্রবার দ্বিতীয় পর্বের উদ্বোধনী ম্যাচে লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস পেছনে থাকা আজমপুর এফসি, উত্তরার সঙ্গে ১-১ গোলে ড্র খেলে লিগে প্রথম পয়েন্ট হারিয়েছে। সাবেক চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড ফোর্টিস এফসি লিমিটেডকে ২-০ গোলে হারিয়েছে এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাব রহমতগঞ্জ এমএফএসের সঙ্গে গোলশূন্য ড্র করেছে।
আরও পড়ুন: বিপিএল ফুটবলের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে শুক্রবার
১ বছর আগে
ঢাকা প্রিমিয়ার লিগ: সুপার লিগ শুরু ১৮ এপ্রিল
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শনিবার নিশ্চিত করেছে, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগের পর্ব ১৮ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে।
সুপার লিগের এই পর্বে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, লিজেন্ডস অব রূপগঞ্জ, আবাহনী লিমিটেড, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স- মোট ছয়টি ক্লাব অংশ নেবে।
মোহামেডান স্পোর্টিং ক্লাব বাংলাদেশ ক্রিকেটের বেশ কিছু জনপ্রিয় খেলোয়াড়কে দলে নিলেও সুপার লিগে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজ শেখ জামালের হয়ে সুপার লিগ খেলবেন।
আরও পড়ুন: সমালোচনার মাঝে ইংল্যান্ডের টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন রুট
সুপার লিগের পাঁচ রাউন্ডের প্রতিটিতে একটি করে রিজার্ভ ডে থাকবে।
প্রথম রাউন্ডের ম্যাচে শেখ জামাল গাজী গ্রুপের বিপক্ষে, লিজেন্ডস অব রূপগঞ্জ খেলবে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে এবং আবাহনী খেলবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে।
২ বছর আগে
ক্ষমা চাইলেন সাকিব!
‘বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ, সাকিব আল হাসান’, যেন ক্রিকেটে বিতর্ক তৈরি করাই তার নেশা। আবারও আলোচনার ঝড় তুললেন তিনি।
শুক্রবার বিশ্ববিখ্যাত এই অলরাউন্ডার ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি২০ ক্রিকেট লীগের খেলায় উইকেট পতনের দাবি জানিয়ে ব্যর্থ হয়ে মেজাজ হারিয়ে স্ট্যাম্পে লাথি মারেন। পরবর্তী ওভারে আবারও মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে তেড়ে যান এবং স্ট্যাম্প তুলে মাটিতে ছুড়ে ফেলেন।
আরও পড়ুন: আইসিসি র্যাংকিং: নেতৃত্বে আছেন সাকিব, বাবর আর বোল্ট
ক্রিকেট ভদ্র লোকের খেলা হলেও, সকল ভদ্রতার বাঁধ যেন আজ ভেঙে যায় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের।
কিন্তু এত নাটকীয়তার ম্যাচটি অবশ্য জিতে যায় সাকিবের দল মোহামেডান।
আরও পড়ুন: পুত্র সন্তানের বাবা হলেন সাকিব
তবে দিন শেষে ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে ক্ষমা চেয়েছেন সাকিব। তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে লেখেন, ‘প্রিয় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা, যারাই আজকের ম্যাচে আমার আচরণ দেখে কষ্ট পেয়েছেন বিশেষ করে ঘরে বসে যারা খেলা দেখেছেন, তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি। আমার মতো অভিজ্ঞ একজন ক্রিকেটারের কাছ থেকে এমনটা মোটেও কাম্য নয়, কিন্তু মাঝে মাঝে প্রতিকুল পরিবেশে এমনটা হতেই পারে। এমন ভুলের জন্য সকল দল, কর্তৃপক্ষ, টুর্নামেন্ট সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও অর্গানাইজিং কমিটির কাছে ক্ষমা চাচ্ছি। আশা করি ভবিষ্যতে এমন কোন কাজে আমি আর জড়াবোনা। সকলের জন্য ভালোবাসা।’
৩ বছর আগে
ত্যাগীদের রাজনীতিতে সুযোগ করে দেয়ার আহ্বান কাদেরের
দুর্নীতিবাজদের নির্মূল করে সৎ ও ত্যাগীদের রাজনীতিতে সুযোগ করে দেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
৩ বছর আগে