২০ ওভারে চার উইকেটের বিনিময়ে ১৭৪ রান করা সিলেটকে জবাব দিতে নেমে ওপেনিং জুটিতে তামিম আর এনামুল হক বিজয় সংগ্রহ করেন ৫৮ রান। এনামুল ২৩ বলে ৩২ করে ফিরে গেলেও ৪৯ বলেন ৬০ রান করা তামিম ছিলেন অপরাজিত।
আজকের খেলার মাধ্যমে বিপিএলের আসরে প্রথম ব্যাটসম্যান হিসেবে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তামিম। এ অর্জনের জন্য ৬৩ ম্যাচের ৬২ ইনিংসে ব্যাট করা জাতীয় দলের এ ওপেনার করেন একটি শতক ও ১৮টি অর্ধশতক। তামিমের পরেই রয়েছেন ৭৬ ম্যাচের ৭২ ইনিংসে ব্যাট করে ১ হাজার ৯৩৭ রান করা জাতীয় দলের আরেক ব্যাটিং স্তম্ভ মুশফিকুর রহিম।
আজ ঢাকা প্লাটুনের পক্ষে তিন নম্বরে ব্যাট করতে এসে ২৮ বলে ৫৬ রানের ঝড়ো ইনিংস উপহার দেন মেহেদী। তিনি ফিরে যাওয়ার পর জাকের আলীকে সাথে নিয়ে ৩০ রান সংগ্রহ করে ঢাকার জয় নিশ্চিত করেন তামিম।
সিলেট থান্ডারের পক্ষে মোসাদ্দেক হোসেন ও এবাদত হোসেন নেন একটি করে উইকেট।
এর আগে, টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে সিলেট। ইনিংসের প্রথম বলেই ফিরে যান আন্দ্রে ফ্লেচার। আরেক ওপেনার আবদুল মজিদ করেন মাত্র ৮ রান। তবে জনসন চার্লস ৭৩, মিথুন ৪৯ ও শারফানে রাদারফোর্ড ৩৮ রান করলে ১৭৪ রানের শক্তিশালী পুঁজি পায় সিলেট।
আজকের খেলার আগে সিলেট পাঁচ ম্যাচের চারটিতে হারে। অন্যদিকে ঢাকা পাঁচ ম্যাচের তিনটিতে জয় তুলে নেয়।
ঢাকা তাদের পরবর্তী ম্যাচে ২৭ ডিসেম্বর চট্টগ্রাম চ্যালেঞ্জারের এবং সিলেট ২৮ ডিসেম্বর খুলনা টাইগার্সের মুখোমুখি হবে। উভয় ম্যাচ হবে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।