নেপিয়ারে কেন উইলিয়ামসনদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৮ উইকেটে হারার পর শনিবার ক্রাইস্টচার্চেও ৮ উইকেটে হেরেছে টাইগার বাহিনী।
কিউই ওপেনার মার্টিন গাপটিল পরপর দুই ম্যাচে শতক পেয়েছেন। অপরদিকে বাংলাদেশের পক্ষে টানা দুই অর্ধশতক তুলে নিয়েছেন মোহাম্মাদ মিঠুন।
টপ অর্ডারসহ অন্য টাইগার ব্যাটসম্যানদের আসা যাওয়ার ভিড়ে মোটামুটি ভালো খেলেছেন সাব্বির রহমান। হারের পেছনে বিশেষ কোনো সমস্যা না দেখা এ মিডল অর্ডার ব্যাটসম্যান সোজাসাপ্টা জানালেন তাদের পরিকল্পনাগুলো ঠিকমতো কাজে না লাগার কথা।
খেলা শেষে সাব্বির সাংবাদিকদের বলেন, ‘আমাদের দলে কোনো সমস্যা দেখছি না। তারা (নিউজিল্যান্ড) খুব ভালো বল করছে। দ্রুত কিছু উইকেট পরে যাওয়াই পরাজয়ের কারণ।’
ধবলধোলাই এড়াতে পরবর্তী ম্যাচে জয়ের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি পরবর্তী ম্যাচে আমরা ভালো খেলব।’
আগামী ২০ ফেব্রুয়ারি ডানেডিনে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ খেলতে মাঠে নামবে বাংলাদেশ।