শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করে আফগানিস্তান।
আফগান শিবিরে প্রথম আঘাত আনেন তরুণ আফিফ হোসেন। ওভার প্রতি ৮ রানের বেশি স্ট্রাইক রেটে ব্যাট করে যাওয়া ৭৫ রানের ওপেনিং জুটিকে থামিয়ে দেন তিনি। সেই ওভারে আরও একটি উইকেট নিয়ে বাংলাদেশকে খেলায় ফেরান আফিফ।
পরবর্তীতে শুরুতে জীবন পাওয়া রহমানউল্লাহকে ফেরান কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আউট হওয়ার আগে ২৭ বলে ২৯ রান করেন তিনি।
চলতি ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে আফগানদের জয়ের নায়ক মোহাম্মদ নবীকে ফেরান সাকিব আল হাসান। নবীকে এলবিডব্লিউ করে নিজের ৩৫০তম উইকেট পূর্ণ করেন বাঁহাতি এ স্পিনার।
দলীয় ৯০ রানে নবীর আউটের পর মাত্র ৪ রান যোগ করতেই রান আউটের শিকার হন গুলবাদিন নাইব। পরে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা আফগানিস্তান শেষ পর্যন্ত ১৩৮ রানে থেমে যায়।
বাংলাদেশের হয়ে আফিফ দুটি এবং সাকিব, সাইফউদ্দিন, মুস্তাফিজ ও শফিউল ইসলাম একটি করে উইকেট নেন।