মঙ্গলবার বাফুফে সভাপতি কাজী মো. সালাহউদ্দিন সাংবাদিকদের বলেন, ‘আমরা তার (ম্যারাডোনা) এজেন্টের সাথে এই সফর নিয়ে আলোচনা করেছি। এজেন্ট আমাদের ইতিবাচক সাড়া দেয়ার নিশ্চয়তা দিয়েছে, তবে তিনি এখনো তারিখ নিশ্চিত করেননি।’
‘ম্যারাডোনা সম্ভবত এক বা দুই দিনের সফরে ঢাকায় আসবেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করবেন,’ যোগ করেন বাফুফে প্রধান।
১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন থেকে শুরু হতে যাওয়া ‘মুজিব বর্ষ’ উপলক্ষে বাফুফে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে।
পরিকল্পনার অংশ হিসেবে ১৫-২৫ জানুয়ারি ঢাকায় ছয় জাতির বঙ্গবন্ধু গোল্ড কাপ আয়োজন করবে ফেডারেশন।
শ্রীলঙ্কা, লাওস, কম্বোডিয়া, মঙ্গোলিয়া, কিরগিজিস্তান এবং স্বাগতিক বাংলাদেশ টুর্নামেন্টে অংশ নেবে।
গোল্ড কাপের উন্মাদোনা বাড়াতে দুয়েকজন বিশ্বকাপজয়ী সাবেক তারকা ফুটবলারকে আনার পরিকল্পনাও বাফুফের রয়েছে।
এছাড়া আগামী বছরের জুনে ঢাকায় একটি আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের জন্য ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকেও আনার চেষ্টা করছে বাফুফে।