বাফুফে
বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিনের বাইপাস সার্জারি সম্পন্ন
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি ও সাবেক ফুটবলার কাজী মোহাম্মদ সালাহউদ্দিনের করোনারি আর্টারি বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে।
দীর্ঘ সাত ঘণ্টার অস্ত্রোপচারের পর ৭০ বছর বয়সী কাজী সালাহউদ্দিনকে একটি রুটিন কেস হিসেবে পোস্ট অপারেটিভ পর্যবেক্ষণের জন্য নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।
কোনো জটিলতা ছাড়াই অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং একটি মেডিকেল দল এখন বাফুফে প্রেসিডেন্টের সামগ্রিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
তার বর্তমান অবস্থা স্থিতিশীল এবং তিনি বিশ্রামে আছেন।
বাফুফে ও সাফের সভাপতি সালাহউদ্দিনের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হওয়ার সঙ্গে সঙ্গে পরবর্তী আপডেট জানানো হবে।
কাজী সালাহউদ্দিন ১৬ ডিসেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন: বিএসপিএ'র কাজী সালাহউদ্দিনের সাম্মানসূচক সদস্যপদ স্থগিত
বাফুফের কর্মকর্তাদের দুর্নীতি ও অর্থপাচারের অনুসন্ধান চেয়ে রিট
১০ মাস আগে
বাফুফে কর্তাদের দুর্নীতির অনুসন্ধান চলবে: আপিল বিভাগ
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগসহ ফুটবল ফেডারেশনের অভ্যন্তরীণ দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের নির্দেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
একই সঙ্গে ফিফার টাকার দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের আদেশে স্থিতাবস্থা জারির আদেশও বহাল রেখেছেন আদালত।
এছাড়া এ বিষয়ে জারি করা রুল তিন সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।
বাফুফেসহ আন্যদের করা আবেদন নিষ্পিত্তি করে রবিবার (৯ জুলাই) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে সালাম মুর্শেদীর পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী।
রিটের পক্ষে অ্যাডভোকেট মুরাদ রেজা, দুদকের পক্ষে অ্যাডভোকেট খুরশিদ আলম খান শুনানি করেন।
আরও পড়ুন: বাফুফে সভাপতি, সাধারণ সম্পাদকসহ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের নির্দেশ
গত ২৫ জুন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগসহ ফুটবল ফেডারেশনের অভ্যন্তরীণ দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের নির্দেশ বহাল রাখেন চেম্বার আদালত।
তবে ফিফার টাকার দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের আদেশে স্থিতাবস্থা জারি করেন আদালত। একইসঙ্গে বিষয়টি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়।
তারই ধারাবাহিকতায় আপিল বিভাগে আজ শুনানি হয়।
এর আগে ২৩ জুন ফুটবল ফেডারেশনের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের আদেশ স্থগিত চেয়ে আবেদন করা হয়।
কাজী সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী এ আবেদন করেন। তবে ২৫ জুন সকালে আবেদন প্রত্যাহার করেন কাজী সালাউদ্দিন।
এছাড়া অন্যদের আবেদন শুনে আদেশ দেন চেম্বার বিচারপতি।
এর আগে ১৫ মে কাজী সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগসহ ফুটবল ফেডারেশনের সব বিষয়ে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দেন হাইকোর্ট।
আরও পড়ুন: বাফুফে’র দুর্নীতি, অর্থ পাচারের বিষয়ে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনো মতামত প্রকাশ নয়: হাইকোর্ট
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
চার মাসের মধ্যে দুদকসহ সংশ্লিষ্টদের ফুটবল ফেডারেশনের দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়।
একইসঙ্গে কাজী সালাউদ্দিন, সিনিয়র সহ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগসহ ফুটবল ফেডারেশনের সব বিষয়ে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
দুদকের পক্ষে অ্যাডভোকেট খুরশিদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ শুনানি করেন।
পরে আইনজীবী ব্যারিস্টার সুমন বলেন, ফিফা থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে যে অনুদান দেওয়া হয়েছিল সেই টাকাসহ সরকার থেকে ফুটবল ফেডারেশনের বরাদ্ধ পাওয়া সব টাকা কীভাবে খরচ হয়েছে, কোনো দুর্নীতি হয়েছে কিনা, সব বিষয়ে অনুসন্ধান করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
গত ১৪ মে কাজী সালাউদ্দিন, সিনিয়র সহ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগসহ ফুটবল ফেডারেশনের দুর্নীতির তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।
হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এ রিট দায়ের করেন।
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, ক্রীড়া সচিব, এনবিআর চেয়ারম্যান, ফুটবল ফেডারেশনসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়।
আরও পড়ুন: বাফুফেতে ফিফার দেওয়া অর্থ নিয়ে অনিয়ম অনুসন্ধানে আপিল বিভাগের স্থিতাবস্থা জারি
১ বছর আগে
বাঘিনীদের বিজয়যাত্রা: ছাদখোলা বাস যে রুট দিয়ে যাবে
দেশের মাটিতে বিজয়ীরা পা রাখার পর ২০২২ সালের সাফ উইমেনস ফুটবল চ্যাম্পিয়নশিপে তাদের বিজয় উদযাপন করার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ছাদখোলা বাসে করে ঢাকার কিছু অংশ প্রদক্ষিণের আয়োজন করেছে।
বিজয়ীদের যেভাবে গ্রহণ করা হবে
জাতীয় এই বীরদের স্বাগত জানানোর জন্য একটি বিশদ পরিকল্পনা তৈরি করতে মঙ্গলবার বাফুফে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধিরা বৈঠকে বসেন।
আরও পড়ুন: রূপনা ও রিতুকে বরণ করতে প্রস্তুত নানিয়ারচরবাসী
২ বছর আগে
‘মাদার তেরেসা’ অ্যাওয়ার্ড পেলেন তরফদার রুহুল আমিন
বাংলাদেশের ফুটবল ও দাবা খেলায় বিশেষ অবদানের জন্য মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন সাইফ স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম আবাহনী লিমিটেডের সহ সভাপতি তরফদার এম রুহুল আমিন।
শুক্রবার বিকালে কলকাতার স্যার জেমস স্কুল মিলনায়তনে এক অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের সাবেক গভর্নর, কলকাতা হাইকোর্টের সাবেক বিচারপতি এবং এলাহাবাদ হাইকোর্টের বর্তমান বিচারপতি শ্যামল কুমার সেন পুরস্কারটি তরফদার এম রুহুল আমিনের হাতে তুলে দেন।
মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড কমিটির সভাপতি ড. টিএইচ আয়ারল্যান্ডের সভাপতিত্বে অনুষ্ঠানে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের জিওসি ইন চিফ (হেড কোয়ার্টার) লেফটেন্যান্ট জেনারেল রানা প্রতাপ ও কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের কনস্যুলার এম বশির আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
তরফদার এম রুহুল আমিন চট্টগ্রামে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে আলোচনায় আসেন। তিনি
করোনাকালীন সময়ে ৬৪ জেলার ১০০টি ফুটবল ক্লাব ও এক হাজার খেলোয়ারকে আর্থিক সহযোগিতা দেন। এছাড়াও বিভিন্ন ক্লাব ও খেলার সংগঠনগুলোকে কম্পিউটার এবং অন্যান্য কারিগরি সহযোগিতা করেন।
আরও পড়ুন: ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্ব: মাগুরায় মাদরাসাছাত্রকে কুপিয়ে হত্যা
বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় রাজধানীতে ‘গলি গ্রাফিতি’
বঙ্গবন্ধু-বঙ্গমাতা অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল: উভয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শেরপুর পৌরসভা
২ বছর আগে
ফুটবলার রহমত করোনায় আক্রান্ত
নেপালে ত্রিদেশীয় ফুটবল সিরিজে অংশ নিতে বৃহস্পতিবার দেশ ছাড়ার আগ মুহূর্তে বাংলাদেশ জাতীয় দলে করোনাভাইরাস হানা দিয়েছে। আক্রান্ত হয়েছেন ডিফেন্ডার রহমত মিয়া।
৩ বছর আগে
জামাল ভূঁইয়া করোনায় আক্রান্ত
ডেনমার্ক-বংশোদ্ভূত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া কাতারে করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন।
৩ বছর আগে
করোনামুক্ত হলেন ফুটবল কোচ জেমি ডে
অবশেষে করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে।
৩ বছর আগে
দেশে ফুটবল মৌসুম শুরু ১৯ ডিসেম্বর
ফেডারেশন কাপ-২০২০ দিয়ে আগামী ১৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ফুটবলের নতুন মৌসুম।
৪ বছর আগে
লাইফ সাপোর্টে সাবেক জাতীয় ফুটবলার নওশেরুজ্জামান
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন জাতীয় দলের সাবেক ফুটবলার ও স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য কেএম নওশেরুজ্জামান।
৪ বছর আগে
দিয়াগো ম্যারাডোনা ঢাকায় আসছেন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আমন্ত্রণে বিশ্ব ফুটবলের জীবন্ত কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা ঢাকায় আসবেন।
৪ বছর আগে