ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর খবরে বলা হয়েছে, ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) ধারাভাষ্যকার হিসেবে দেশটিতে অবস্থান করা জোন্সের দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়।
স্টার ইন্ডিয়া, যাদের হয়ে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছিলেন জোন্স, এক বিবৃতির মাধ্যমে জানায় যে, হঠাৎ করে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন ডিন মারভেন জোন্স এএম। তার মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। এই কঠিন সময়ে আমরা তার পরিবারের পাশে দাঁড়াতে প্রস্তুত রয়েছি।
অস্ট্রেলিয়ার হয়ে ১৯৮৪ সালে টেস্টে ও ওয়ানডে ম্যাচে অভিষেক হয় জোন্সের। ১৯৯২ সালে শেষ টেস্ট ম্যাচ খেলেন তিনি। ওয়ানডেতে জাতীয় দলের জার্সি গায়ে সর্বশেষ দেখা যায় ১৯৯৪ সালে।
৫২ টেস্টে তার ঝুলিতে রয়েছে ৩৬৩১ রান। ১১টি শতক ও ১৪টি অর্ধশতক হাঁকান তিনি। অন্যদিকে ১৬৪ ওয়ানডের ১৬১ ইনিংসে রান করেছেন ৬০৬৮। ৭টি শতক এবং ৪৬টি অর্ধশতক রয়েছে তার ক্যারিয়ারে।