দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশনের (সাফ) সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশের আনোয়ারুল হক হেলাল।
চলতি বছরের শুরুতে সাফের শীর্ষস্থানীয় সাধারণ সম্পাদকের পদে চুক্তি নবায়ন করেন অভিজ্ঞ ফুটবল সংগঠক হেলাল। কিন্তু হঠাৎ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন তিনি।
গত ২৮ ফেব্রুয়ারি পদত্যাগপত্র জমা দিয়েছেন হেলাল। এ বছরের এপ্রিলের প্রথম দিন থেকে তার পদত্যাগ কার্যকর হবে।
২০১৫ সাল থেকে সাফের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন হেলাল।
সাফের সভাপতি কাজী মো. সালাউদ্দিন বলেন, ‘হেলাল সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগের কারণ তিনি আমার চেয়ে ভালো ব্যাখ্যা করবেন।’