ঢাকা, ২৪ আগস্ট (ইউএনবি)- আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টেস্টকে সামনে রেখে শনিবার জাতীয় দলের ফিটনেস ও কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিয়েছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।
ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশের হয়ে ৬০৬ রান ও ১১ উইকেট নিয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখানোর পর বিশ্রামে ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার।
বিশ্বকাপের পরই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ছুটি নিয়েছিলেন সাকিব। এ সময় পবিত্র হজ পালন শেষে যুক্তরাষ্ট্রে পরিবারের সাথে সময় কাটান তিনি।
ছুটি শেষে ফিরে সাকিব শনিবার জাতীয় দলে যোগ দেন এবং কোচদের ও বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খানের সাথে বৈঠক করেন।
পরে আকরাম সাংবাদিকদের বলেন, তারা ঘরের মাঠে আসন্ন সিরিজ নিয়ে সাকিবকে পরিকল্পনা দিতে বলেছেন।
আফগানিস্তানের বিপক্ষে আগামী ৫ সেপ্টম্বর থেকে শুরু হওয়া একমাত্র টেস্ট শেষে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের সাথে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।