‘বিশ্রাম’ শেষে সম্প্রতি অনুশীলনে ফিরলেও মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তামিম।
ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন সোমবার গণমাধ্যমকে জানান, নিয়মিত ওপেনাররা পারফর্ম করতে ব্যর্থ হওয়ায় ব্যাটিং ওয়ার্ডারের বিশৃঙ্খলা এড়াতে বিসিবি ফাইনালে খেলার কথা বলেছিল। কিন্তু এখনও প্রস্তুত নয় বলে প্রস্তাব ফিরিয়ে দেন তামিম।
মিনহাজুল বলেন, ‘সে মাত্র ২/৩ দিন হলো ব্যাট হাতে নিয়েছে। আমরা তাকে ফাইনাল খেলতে বলেছিলাম, কিন্তু ব্যাটসম্যান (তামিম) ফেরার ব্যাপারে এখনই প্রস্তুত নন।’
প্রসঙ্গত, ইংল্যান্ডে অনুষ্ঠিত গত বিশ্বকাপ থেকেই বাজে সময় পার করছিলেন দেশ সেরা ওপেনার তামিম। বিশ্বকাপে ৩০ এর নিচে গড় নিয়ে মাত্র ২৩৫ রান সংগ্রহ করেন তিনি।
বিশ্বকাপের পর শ্রীলঙ্কা সফরেও ব্যর্থ হন তিনি। ওডিআই অধিনায়ক মাশরাফির অনুপস্থিতিতে সফরে দলকে নেতৃত্ব দিয়ে তিন ম্যাচে মাত্র ২১ রান করেন বাঁহাতি এ ওপেনার। এমন অবস্থায় নিজেকে তৈরি করতে বিসিবির কাছ থেকে ছুটি নিয়ে বিশ্রামে ছিলেন তিনি।