বুধবার থেকে শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনাল হবে ২৫ জানুয়ারি।
‘মুজিব বর্ষ’ পালনের অংশ হিসেবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা ফুটবল দলের অবদানকে সম্মান জানাতে একটি উদ্যোগ নেয়া হয়েছে। তদুপরি, আশা করা যাচ্ছে দুদিনব্যাপী ‘১০০ বছরে জাতির জনক’ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনবার বিশ্বকাপজয়ী একমাত্র ফুটবলার পেলে।
চলো খেলি ট্রাস্টের সহ-প্রতিষ্ঠাতা মাসুদ জামিল খান ‘কালো মানিক’ খ্যাত ফুটবলার পেলেকে দেশে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছেন।
তিনি বলেন, বাংলাদেশের ফুটবলের পুরনো গৌরব ফিরে আনার লক্ষ্যে এবং এর ঐতিহ্যকে জাগ্রত করতে তাকে দেশে আনা হচ্ছে।
এদিকে, আসন্ন বঙ্গবন্ধু আন্তর্জাতিক ফুটবল গোল্ড কাপের অফিসিয়াল পৃষ্ঠপোষক কে-স্পোর্টসের সিইও ফাহাদ করিমও ইউএনবিকে বলেন, সোমবার রাতের মধ্যে পেলেকে বাংলাদেশে আনার বিষয়টি নিশ্চিত করা যাবে।