আতলেতিকো মাদ্রিদের স্টেডিয়াম মেত্রোপলিতানোর নাম বদলে যাচ্ছে। সৌদি আরবের রাষ্ট্রীয় এয়ারলাইন নামস্বত্ব কিনে নেওয়ায় আগামী ৯ বছর স্টেডিয়ামটিকে নতুন নামে ডাকতে হবে।
গত মৌসুমে আতলেতিকো মাদ্রিদের স্পন্সর হয় সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন এয়ারলাইন রিয়াদ এয়ার। এরপর বুধবার (৯ অক্টোবর) ২০৩৩ সাল পর্যন্ত ক্লাবটির স্টেডিয়ামের নামস্বত্ব কেনার কথা জানিয়েছে তারা। এর ফলে স্টেডিয়ামটির নতুন নাম হচ্ছে ‘রিয়াদ এয়ার মেত্রোপলিতানো।’
২০১৭ সালে পুরনো ধাঁচের ভিসেন্তে কালদেরন থেকে সরে এসে নবনির্মিত মেত্রোপলিতানোকে নিজেদের ঘরের মাঠ হিসেবে ঘোষণা করে আতলেতিকো মাদ্রিদ। সে সময় চীনের রিয়েল এস্টেট গ্রুপ ওয়ান্দা নামস্বত্ব কেনায় ‘ওয়ান্দা মেত্রোপলিতানো’ নামে পরিচিত হয় স্টেডিয়ামটি। এরপর ২০২২ সালে স্পেনের রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানি সিভিতাসের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার ফলে এতদিন স্টেডিয়ামটিকে ‘সিভিতাস মেত্রোপলিতানো’ নামে ডাকা হতো।
আরও পড়ুন: ২০২৫ সালে খেলোয়াড় কিনতে ‘বাড়তি সুযোগ’ পাবে রিয়াল ও আতলেতিকো
রিয়াদ এয়ারকে ‘আতলেতিকোর ইতিহাসের সেরা স্পন্সর’ বলে জানানো হলেও আর্থিক অঙ্কে ঠিক কত টাকায় তাদের কাছে নামস্বত্ব বিক্রি করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়নি।
২০২৩ সালের মার্চে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান রিয়াদ এয়ার প্রতিষ্ঠার ঘোষণা দেন। তবে এখনও কোম্পানিটি বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে পারেনি।
প্রসঙ্গত, মেত্রোপলিতানো স্পেনের আধুনিক স্টেডিয়ামগুলোর মধ্যে অন্যতম। এর দর্শক ধারণক্ষমতা প্রায় ৬৮ হাজার। স্টেডিয়ামটি অত্যাধুনিক প্রযুক্তি ও স্থাপত্যশৈলীতে নির্মিত হয়েছে।
২০১৯ সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার পর এটি আন্তর্জাতিক পরিসরে আরও পরিচিতি পায়।