অপেক্ষার পালা শেষে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এর নতুন জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শুক্রবার বেশ কয়েকটি সামাজিক মাধ্যমে বিসিবি অস্ট্রেলিয়া ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের নতুন জার্সি উন্মোচন করেছে।
বিসিবির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত জার্সির একটি ভিডিও থেকে জানা যায়,বাংলাদেশর জাতীয় ক্রিকেট দলের জার্সিতে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরতে বাংলার বাঘ রয়েল বেঙ্গল টাইগার, সুন্দরবন ও ঐতিহ্যবাহী জামদানি শাড়ির কারুকাজ রয়েছে।
জানা গেছে, বাংলাদেশ টি-টোয়েন্টি দলের বিশ্বকাপ অভিযান শুরু হবে ২৪ অক্টোবর। ৬ নভেম্বর তারা পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সেমিফাইনালে খেলবে।
বিশ্বকাপের আগে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে বাংলাদেশ।
আরও পড়ুন: নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ: থাইল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ