ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব) বলেছে, সিরিজের জন্য তারা সরকারের নির্দেশনা অনুসরণ করবে। এ বিষয়ে তারা একটি প্রেস রিলিজ পাঠিয়েছে।
প্রেস রিলিজে বলা হয়েছে, ‘রবিবার রাতে জাতীয় ও প্রথম শ্রেণির শীর্ষ ক্রিকেটারদের নিয়ে বৈঠক করে কোয়াব। আমরা বাংলাদেশের শ্রীলঙ্কা সফর এবং প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ নিয়ে আলোচনা করেছি। শ্রীলঙ্কা সফরের বিষয়ে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরকারের নির্দেশনা অনুযায়ী চলবে।’
কোয়াব আরও জানায়, দেশে করোনা পরিস্থিতির কারণে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ আরও দেরিতে শুরু হতে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত দেশের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে নেয়া হবে।
বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক সোমবার ইউএনবিকে বলেন, ‘ক্রিকেটার ও বিভিন্ন সংগঠনের কর্মকর্তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে কোয়াব। কীভাবে কী করা যায় সেজন্য আমাদের আরও অপেক্ষা করা প্রয়োজন। আমরা ক্রিকেটে ফিরতে অধীরভাবে আগ্রহী। কিন্তু মহামারি পরিস্থিতি আমাদের হাতে নেই।’
মুমিনুলের পাশাপাশি সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম, টি২০ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, শাহরিয়ার নাফিজ অন্যান্যদের মধ্যে কোয়াবের মিটিংয়ে উপস্থিত ছিলেন। এছাড়াও বর্তমান ক্রিকেটার, জাতীয় দলের সাবেক ক্রিকেটার, খালেদ মাহমুদ এবং কোয়াব প্রেসিডেন্ট নাঈমুর রহমান দূর্জয় বৈঠকে উপস্থিত ছিলেন।
এদিকে সোমবার পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়েছে। মৃত্যুবরণ করেছেন ১২ শতাধিক।
কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ৯৯ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। এ নিয়ে প্রাণঘাতী এ ভাইরাসে মোট ৯০ হাজার ১৬৯ জন আক্রান্ত হলেন।
এছাড়া নতুন করে আরও ১২ জন এই ভাইরাসে মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২০৯ জনে দাঁড়িয়েছে, বলেন তিনি।
বিশ্ব পরিস্থিতি
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৭৮ লাখ ৯৩ হাজার ৭০০ জনে। এছাড়া, প্রাণঘাতী এ ভাইরাসে এ পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৩২ হাজার ৯২২ জন। পাশাপাশি কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন ৩৭ লাখেরও বেশি মানুষ।