মুমিনুল হক
আফগানিস্তানের বিপক্ষে লড়াইয়ে বড় জয়ের আশা বাংলাদেশের
আফগানিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে ম্যাচের দুই দিন বাকি থাকতে ৬০০ রানের কমান্ডিং লিড ধরে রেখেছে বাংলাদেশ।
তৃতীয় দিন শেষে আফগানিস্তান দুই উইকেটে ৪৫ রানে ব্যাট করছে। এখন হয় তাদের ৬১৭ রান তাড়া করে জিততে হবে কিংবা আরও ২ দিন টিকে থেকে ড্র করতে হবে।
বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে বাঁ-হাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত এবং মুমিনুল হক ব্যতিক্রমী দক্ষতা প্রদর্শন করেছেন, প্রত্যেকেই সেঞ্চুরি করেছেন।
তাদের সেঞ্চুরির মাধ্যমে বাংলাদেশ আফগানিস্তানের জন্য ৬৬১ রানের বিশাল লক্ষ্য দিতে পেরেছে। যা একটি টেস্ট ম্যাচে দলের অর্জন করা সবচেয়ে বড় লিড।
আগের রেকর্ডটি ছিল ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৪৭৭ রানের লিড।
আরও পড়ুন: বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট: ৩৭০ রানে শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ
চার উইকেটে ৪২৫ রানে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। মুমিনুল হক ১২১ রানে অপরাজিত থাকেন এবং লিটন দাসও ৬৬ রানে অপরাজিত থাকেন।
প্রথম ইনিংসে ১৪৬ রান করা শান্ত, দ্বিতীয় ইনিংসে ১২৪ রান করে তার দুর্দান্ত ফর্ম অব্যাহত রাখেন।
এই অসাধারণ কৃতিত্বের মধ্য দিয়ে তিনি মুমিনুল হকের পরে দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্ট ম্যাচের উভয় ইনিংসে সেঞ্চুরি করার মাইলফলক অর্জন করেন। মুমিনুল হক ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে এই রেকর্ড করেন।
ম্যাচের প্রথম ইনিংসে, বাংলাদেশ মোট ৩৮২ রান সংগ্রহ করে। ওই ম্যাচে আফগানিস্তানের নিজাত মাসুদ পাঁচ উইকেট শিকার করে একটি দুর্দান্ত অভিষেক করেছিলেন।
জবাবে ব্যাট করতে নেমে আফগানিস্তান মাত্র ১৪৬ রানে আউট হয়; ম্যাচে এবাদত হোসেন ৪ উইকেট নেন।
বাংলাদেশ প্রথম ইনিংসে ২৩৪ রানের সুবিধা পেয়েছে, যা প্রাথমিক পর্যায়ে থেকেই ম্যাচে তাদের প্রভাবশালী অবস্থানকে পোক্ত করেছে।
আরও পড়ুন: বাংলাদেশ বনাম আফগানিস্তান টেস্ট: নিজাতের পাঁচ উইকেটে প্রথম ইনিংসে ৩৮২ রানে অলআউট বাংলাদেশ
বাংলাদেশে বনাম আফগানিস্তান টেস্ট: আফগানিস্তানের বিপক্ষে শান্তর সেঞ্চুরি বাংলাদেশের আশার আলো
১ বছর আগে
অধিনায়কত্ব ছাড়তে চান মুমিনুল
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে অধিনায়কত্ব ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাঁ-হাতি ব্যাটার মুমিনুল হক।
মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।
সংবাদমাধ্যমকে মুমিনুল বলেন, ‘আমি বাংলাদেশ টেস্ট অধিনায়কের দায়িত্ব পালন করতে ইচ্ছুক নই। এটা বিসিবি সভাপতিকে জানিয়েছি। এখন বোর্ড সিদ্ধান্ত নেবে তারা কাকে দায়িত্ব দেবে।’
তিনি বলেন, ‘আমি মনে করি দলকে ভালো করতে অনুপ্রাণিত করতে পারিনি এবং দলে ভালো অবদান রাখতে পারিনি। এই পর্যায়ে আমি মনে করি, অধিনায়কত্ব ছেড়ে দিয়ে ব্যাটিংয়ে নজর দেয়াই আমার জন্য ভালো। আমি বিসিবি সভাপতিকে এগুলো জানিয়েছি।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্প্রতি মমিনুলকে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখতে চান কি না তা নিয়ে ভাবতে বলেছে।
বিসিবির ক্রিকেট অপারেশন বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস সম্প্রতি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘তাকে সিদ্ধান্ত নিতে হবে তার জন্য কোনটি ভালো। যখন একজন অধিনায়ক ও ব্যাটার হিসাবে রান আসে না তখন চাপটা বেড়ে যায়।’
জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, তিনি মুমিনুলের অধিনায়কত্বের ওপরই নির্ভর করতে চান। মুমিনুল কিছুদিন ধরে ফর্মের বাইরে আছে এবং তার পুরোনো ফর্ম ফিরে পেতে তাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে বলে তিনি জানান।
মুমিনুল তার শেষ ১৫ টেস্ট ইনিংসে মাত্র একটি ফিফটি পেয়েছেন এবং তার মধ্যে ১২ ইনিংসে তিনি দুই অঙ্কের স্কোরে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন।
মুমিনুলের নেতৃত্বে বাংলাদেশ মোট ১৭ টেস্ট খেলে জয় পেয়েছে মাত্র তিনটিতে। আর দুটি ড্র নিয়ে বাকি ১২ ম্যাচে হেরেছে বাংলাদেশ।
সর্বশেষ ঘরে মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষে মুমিনুলের সঙ্গে বৈঠক করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। সূত্র মতে, বৈঠকটি ছিল বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে মুমিনুলের ভবিষ্যৎ নিয়ে।
কিছুদিন পর টেস্ট দলের অধিনায়ক হিসাবে ওয়েস্ট ইন্ডিজে সফরের নেতৃত্ব দেয়ার কথা ছিল মুমিনুলের
এখন, মুমিনুল তার অধিনায়কত্বের বিষয়ে পরিষ্কার করার পরে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে নতুন অধিনায়ক নিয়োগের দায়িত্ব বোর্ডের ওপর। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত টেস্ট অধিনায়কের বিষয়ে এখনও কিছু জানায়নি বোর্ড।
কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অলরাউন্ডার সাকিব আল হাসানকে বাংলাদেশের পরবর্তী টেস্ট অধিনায়ক করা হতে পারে। যদিও এ বিষয়ে বিসিবি বা সাকিব আল হাসান কেউই কিছু বলেননি।
আগামী ৫ জুন ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা হওয়ার কথা বাংলাদেশ দলের। সেখানে স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট, তিন ম্যাচ করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।
পড়ুন: ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবেন না মুশফিক
প্রোটিয়া ব্যাটার জুবায়ের হামজা ৯ মাসের জন্য নিষিদ্ধ
২ বছর আগে
দ.আফ্রিকার বিপক্ষে ৩৩২ রানের হার বাংলাদেশের
দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টের চতুর্থ ইনিংসে ৪১৩ রান তাড়া করতে গিয়ে ৩৩২ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
সোমবার কেশব মহারাজের আরও সাত উইকেট প্রাপ্তির পর সহজ জয় নিশ্চিত হয় দক্ষিণ আফ্রিকার।
চতুর্থ দিনে বাংলাদেশ মাত্র এক ঘণ্টায় বাকি সব উইকেট হারায়।
ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক বলেন, ‘আমরা এই সিরিজে ভালো খেলতে ব্যর্থ হয়েছি। আমরা হতাশ, কিন্তু এগিয়ে যেতে হবে। সবাই যখন অবদান রাখে তখন আমরা ভালো খেলি এবং সেই কারণেই ডারবানে প্রথম ইনিংসটা ভালো ছিল। ব্যাটিং বা বোলিং এ আমাদের কোনো জুটি ছিল না।’
আরও পড়ুন: তাইজুলের ৬ উইকেট, প্রোটিয়াদের সংগ্রহ ৪৫৩
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার বলেছেন,‘আমি অধিনায়কত্ব নেয়ার পর থেকে গত কয়েক মাস ভালো কেটেছে। অবশ্যই এই সিরিজটি খেলছি লোকেদের বলা দুর্বল স্কোয়াড নিয়ে,কিন্তু আমি এটিকে সেভাবে দেখি নি। আমি দেখছি এই ফরম্যাটে নতুনদের সুযোগ দেয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে তাদের দক্ষতা পরীক্ষা করার চেষ্টা।
উল্লেখ্য, বাংলাদেশের পক্ষে সিরিজে দ্বিতীয় ইনিংসে আরও তিন উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার মাটিতে নিজের সামর্থ্য প্রমাণ করতে পেরেছেন একমাত্র তাইজুল ইসলাম। এই টেস্টে তার সংগ্রহ ৯ উইকেট।
আরও পড়ুন: ডারবান টেস্ট: ২২০ রানে হারল বাংলাদেশ
২ বছর আগে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় টাইগাররা
স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের পর টেস্টেও জয়ের ধারা অব্যাহত রাখতে চায় বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে নামার আগে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক বলেছেন, ‘যখন আপনি একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসেন এবং প্রথমটি জিতেন, তখন আপনি আত্মবিশ্বাসের দিক থেকে এক ধাপ এগিয়ে থাকবেন।’
তিনি সাংবাদিকদের বলেন, ‘যদিও লাল বলের ক্রিকেট সাদা বলের ক্রিকেট থেকে কিছুটা আলাদা, আমাদের আবার নতুন করে শুরু করতে হবে, তবে আমরা আত্মবিশ্বাসী।’
বৃহস্পতিবার (৩১ মার্চ) বাংলাদেশ সময় দুপুর ২টায় ডারবানের কিংসমিডে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হওয়ার কথা রয়েছে।
পড়ুন: সাকিবের প্রশংসায় মাশরাফি
এই সিরিজের আগে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। সেঞ্চুরিয়ানে দুটি ম্যাচই জিতেছে টাইগাররা।
প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশ মোট ১২টি টেস্ট খেলেছে এবং কোনোটিতেও জিততে পারেনি। বৃষ্টির কল্যাণে দুটি টেস্ট ড্র হয়েছিল।
এর মধ্যে ছয়টি টেস্ট দক্ষিণ আফ্রিকায় খেলে সবকটিতেই হেরেছে বাংলাদেশ।
মুমিনুল বলেন, ‘এই বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে যে ভুলগুলো হয়েছে সেগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। আমাদের সেই প্রক্রিয়া অনুসরণ করতে হবে যা ব্ল্যাকক্যাপদের বিরুদ্ধে আমরা যে টেস্ট জিতেছি তাতে সাফল্য পেতে সাহায্য করেছে।’
টেস্ট সিরিজের আগে বাংলাদেশ আত্মবিশ্বাসে রয়েছে। বিপরীতে দক্ষিণ আফ্রিকার বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএল) অংশ নেয়ায় তুলনামূলক দুর্বল একটি দল নিয়ে মাঠে নামবে বাংলাদেশের বিপক্ষে।
মুমিনুল বলেন, এটি স্বাগতিকদের চেয়ে আমাদের এগিয়ে রাখবে, তবে তারাও কিছুটা সুবিধা পাবে কারণ তাদের নিজেদের মাঠে খেলছে।
বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, দক্ষিণ আফ্রিকায় টেস্ট জিততে তার দলের জন্য পেস বোলারদের পারফরম্যান্স গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ‘আমাদের কিছু পেসার ওয়ানডে সিরিজে সত্যিই ভালো করেছে। এখানে টেস্ট জিততে চাইলে আমাদের পেসারদের ভালো করাটা গুরুত্বপূর্ণ।’
পড়ুন: সালমার দুর্দান্ত বোলিং সত্ত্বেও হারল বাংলাদেশ
ওয়ানডেতে সিরিজ সেরা হয়েছেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ। টেস্ট সিরিজেও তার ভালো করার আশা করা হচ্ছে। এই সিরিজে খেলার জন্য তাসকিন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার প্রস্তাব ফিরিয়ে দেয়েছেন।
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সাকিব আল হাসানকে মিস করছে বাংলাদেশ। বর্তমানে সপরিবারে বাংলাদেশে অবস্থান করছেন এই অলরাউন্ডার। পরিবারের কয়েকজন সদস্য অসুস্থতা নিয়ে হাসপাতালে থাকায় ওয়ানডে সিরিজের পর তিনি দেশে ফিরেন।
তবে পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জ পার্কে ৮ এপ্রিল থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্টের আগে তিনি বাংলাদেশ দলে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
পড়ুন: দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরছেন সাকিব
২ বছর আগে
নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরেছে টাইগাররা
নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ টেস্ট দল। শনিবার বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় মমিনুল হকের নেতৃত্বাধীন টেস্ট দলের সদস্যদের বহনকারী বিমান।
এবারের সফরে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট ম্যাচ জয়ের ঐতিহাসিক রেকর্ড গড়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে যেকোনো ফরম্যাটে এটাই বাংলাদেশের প্রথম জয়।
আরও পড়ুন: ড্র নিয়েই নিউজিল্যান্ড সফর শেষ করল বাংলাদেশ
দেশে ফিরে খেলোয়াড়রা এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর নিয়ে ব্যস্ত হয়ে উঠবেন। আগামী ২১ জানুয়ারি থেকে ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে চলেছে বিপিএলের এবারের আসর। দেশজুড়ে তিনটি ভিন্ন ভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে এবারের বিপিএল।
ঢাকায় পৌঁছানোর পর বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক গণমাধ্যমকে বলেন, প্রথম ম্যাচে আমরা যেভাবে খেলেছি তা আমাদের জন্য আনন্দের বিষয়। তবে যেভাবে আমরা দ্বিতীয় টেস্ট হেরেছি, অধিনায়ক হিসেবে আমি তাতে খুশি নই। আমাদের আরও ভালো করা উচিত ছিল।
আরও পড়ুন: ক্রাইস্টচার্চে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক সিরিজ জিততে মরিয়া টাইগাররা
২ বছর আগে
ড্র নিয়েই নিউজিল্যান্ড সফর শেষ করল বাংলাদেশ
ক্রাইস্টচার্চে লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরির মধ্য দিয়ে মঙ্গলবার বাংলাদেশ ও নিউজিল্যাঞ্জের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজ ১-১ এ ড্র হয়েছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে এটাই ছিল বাংলাদেশের সেরা টেস্ট ফলাফল। এই সিরিজের আগে বাংলাদেশ নিউজিল্যান্ডের মাটিতে মোট ৩২টি আন্তর্জাতিক ম্যাচ খেললেও একটিতেও জয়ের দেখা পায়নি। তবে প্রথম টেস্টে কিউইদের আট উইকেটে হারিয়ে ইতিহাস সৃষ্টি করে বাংলাদেশ।
বিদেশে বড় দলের বিপক্ষে টেস্ট জেতার স্বপ্ন ছিলো উল্লেখ করে ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক বলেন, ‘জেতাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। ভবিষ্যতেও বিদেশে সিরিজ জিতব আমরা। আমাদের এখন সেই প্রয়োজনীয় বিশ্বাসটুকু আছে। এই সিরিজের সবচেয়ে বড় ইতিবাচক দিক ছিলো এটা। তবে আমাদের এখনও অনেক কিছু করার আছে।’
আরও পড়ুন: নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক সিরিজ জিততে মরিয়া টাইগাররা
যদিও দ্বিতীয় টেস্টে ব্যাটিং বিপর্যয়ের কারণে ১১৭ রান ও ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
ম্যাচের প্রথম ইনিংসে, নিউজিল্যান্ড ছয় উইকেটে ৫২১ রানের পুঁজি নিয়ে ইনিংস ঘোষণা করে। নিউজিল্যান্ডের হয়ে কিউ অধিনায়ক টম ল্যাথাম ডাবল সেঞ্চুরি এবং ডেভন কনওয়ে সিরিজে নিজের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন।
জবাবে, ইয়াসির আলীর সর্বোচ্চ ৫৫ রানে বাংলাদেশ প্রথম ইনিংসে ১২৬ রানে গুটিয়ে যায়।
আরও পড়ুন: লক্ষ্য ছিল নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারানো: এবাদত
মুমিনুল বলেন, ‘এটা হতাশাজনক যে আমরা দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করতে ব্যর্থ হয়েছি। এই ম্যাচে আমাদের বোলিংও প্রত্যাশা মতো হয়নি। প্রথম ইনিংসে সোহান (নুরুল হক), ইয়াসির (আলি) ভালো করেছে, দ্বিতীয় ইনিংসে লিটন অসাধারণ ছিল।’
ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ২৭৮ রানে অলআউট হয়।
পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে লিটন ১১৪ বলে ১০২ রান করেন। টেস্ট ক্যারিয়ারে এটা তার দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে প্রথম টেস্ট সেঞ্চুরি করেন তিনি।
২ বছর আগে
ক্রাইস্টচার্চে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিনে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে মুমিনুল হকের দল। কিউইদের প্রথম ইনিংসে ৫২১ রানের জবাবে মাত্র ১২৬ রানে গুটিয়ে গেছে বাংলাদেশের প্রথম ইনিংস। ফলে দিন শেষে নিউজিল্যান্ড ৩৯৫ রানে এগিয়ে রয়েছে।
এর আগে দিনের প্রথম বলে ডেভন কনওয়ে সিরিজে দ্বিতীয় শতক পূর্ণ করেন। এছাড়া অধিনায়ক টম ল্যাথামও কিছুক্ষণ পর ডাবল সেঞ্চুরি করেন।
মেহেদি হাসান মিরাজের বলে কনওয়ে রান আউট হওয়ার পর রস টেলর ব্যাট করতে মাঠে নামলে বাংলাদেশের খেলোয়াড়রা তাকে গার্ড অব অনার দেন। এই টেস্টের পর সাদা পোশাকে টেলরেকে আর দেখা যাবে না।
শেষ টেস্টের প্রথম ইনিংসে টেলর ২৮ রানে আউট হন। যদিও এই টেস্টে তার আর ব্যাট করার সম্ভাবনা খুবই ক্ষীণ। এ নিয়ে টেলর মোট ১১২টি টেস্ট খেলেন। ১৯টি সেঞ্চুরি এবং ৩৫টি হাফ সেঞ্চুরিসহ ৭ হাজার ৫০০ এর বেশি রান করেন তিনি।
শেষ পর্যন্ত ১২৮ দশমিক ৫ ওভারে ছয় উইকেটে ৫২১ রানে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড।
আরও পড়ুন: ক্রাইস্টচার্চ টেস্ট: ল্যাথাম-কনওয়ের ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে কিউইরা
স্বাগতিকদের বিশাল স্কোরের জবাবে ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় ১১ রানেই তাদের চার উইকেট হারায়। শেষ পর্যন্ত দলীয় ১২৬ রান হয় ইয়াসির আলি রাব্বির ৫৫ এবং নুরুল হাসান সোহানের ৪১ রানের কল্যাণে।
বাংলাদেশের টপ অর্ডারের পাঁচ ব্যাটারের কেউই দুই অঙ্কের স্কোরে পৌঁছতে পারেনি। এর মধ্যে দুজন শূন্য রানে বিদায় নেন।
কিউইদের হয়ে ট্রেন্ট বোল্ট পাঁচ উইকেট শিকার করেন। এছাড়া টিম সাউদি তিনটি এবং কাইল জেমিসন দুটি উইকেট নেন।
এ নিয়ে বোল্ট টেস্টে ৩০০ উইকেট শিকার করলেন।
দিনের খেলা শেষে বোল্ট বলেন, ‘এই মাইলস্টোন আসলে কোন ব্যাপার না, এই তালিকায় বেশ কিছু বড় নাম আছে। উইকেটে ভালো গতি এবং বাউন্স ছিল, আমি বোলিং উপভোগ করেছি।’
এর আগে মাউন্ট মঙ্গানুইতে প্রথম টেস্টে স্বাগতিকদের আট উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।
আরও পড়ুন: নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক সিরিজ জিততে মরিয়া টাইগাররা
সিনিয়র ছাড়া খেলোয়ার নেই ভুল প্রমাণ হয়েছে: সাকিব
২ বছর আগে
ক্রাইস্টচার্চ টেস্ট: ল্যাথাম-কনওয়ের ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে কিউইরা
মাউন্ট মঙ্গানুইতে বাংলাদেশের কাছে প্রথম টেস্ট হারার পর রবিবার ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ড শক্তভাবে ঘুড়ে দাঁড়িয়েছে। প্রথম দিন শেষে স্বাগতিকরা মাত্র এক উইকেট হারিয়ে ৩৪৯ রান করেছে।
অধিনায়ক টম ল্যাথাম ১৮৬ এবং ডেভন কনওয়ে চলতি সিরিজে তার দ্বিতীয় সেঞ্চুরি থেকে মাত্র এক (৯৯) রান দূরে আছেন।
আরও পড়ুন: নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক সিরিজ জিততে মরিয়া টাইগাররা
এর আগে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক। তবে বোলাররা অধিনায়কের আস্থার প্রতিদান দিতে পারেননি। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের নায়ক এবাদত হোসেন ২১ ওভার বল করে ১১৪ রান রান দিয়েছেন। তার ইকোনমি রেট ৫ দশমিক ৪। তবে এবাদতের বলে ল্যাথামের বিরুদ্ধে আম্পায়ার দুবার এলবিডব্লিউর সাড়া দিলেও রিভিউ নিয়ে কিউই অধিনায়ক বেঁচে যান।
বাংলাদেশের একমাত্র সাফল্য এনে দেন শরিফুল ইসলাম। তিনি উইল ইয়াংকে ৫৪ রানে ফেরত পাঠান।
এই টেস্টে ওপেনার মোহাম্মদ নাঈমের অভিষেক হয়েছে। তিনি খেলছেন প্রথম টেস্টে হাতে চোট পাওয়া মাহমুদুল হাসান জয়ের পরিবর্তে। এছাড়া কুঁচকির চোটের কারণে এই টেস্টে দলের বাইরে রয়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। তার জায়গায় খেলছেন নুরুল হাসান সোহান।
আরও পড়ুন: সিনিয়র ছাড়া খেলোয়ার নেই ভুল প্রমাণ হয়েছে: সাকিব
বোলিং অনুশীলনে মাশরাফি
২ বছর আগে
এবাদত তোপে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ
মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টেরর চতুর্থ দিনটি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ১৪৭ রানে পাঁচ উইকেট হারিয়ে মাত্র ১৭ রানে এগিয়ে রয়েছে নিউজিল্যান্ড। স্বাগতিকদের প্রথম ইনিংস শেষ হয়েছিল ৩২৮ রানে।
চতুর্থ দিনে বাংলাদেশি বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল এবাদত হোসেন। টেস্টে কমপক্ষে ১০ উইকেট নেয়া বোলারদের মধ্যে ৮০ এর বেশি গড় এবাদত চতুর্থ দিনের বিকালে টানা দুই ওভারে তিন উইকেট নিয়ে নিউজিলান্ডের টপ অর্ডারে ধস নামান। তার বোলিং তোপে স্বাগতিকরা ১৩৬ রানে দুই উইকেট থেকে এক পর্যায়ে পাঁচ উইকেটে হয়ে যায় ১৩৬। ৩৯ রানে চার উইকেট নিয়েছেন এবাদত যা এখন পর্যন্ত তার টেস্ট ক্যারিয়ারে সেরা বোলিং ফিগার।
এর আগে নিউজিল্যান্ডের দলীয় ২৯ রানে টম ল্যাথামকে ফেরান তাসকিন আহমেদ। আর ৬৩ রানের মাথায় প্রথম ইনিংসের সেঞ্চরি করা ডেভেন কনওয়েকে আউট করেন এবাদত।
চতুর্থ দিন শেষে কিউইদের সংগ্রহ পাঁচ উইকেটে ১৪৭ রান। রস টেলর ৩৭ এবং রাচিন রবিন্দ্র ৭ রান নিয়ে অপরাজিত আছেন।
আরও পড়ুন: হাতে ৩ সেলাই, দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত মাহমুদুল হাসান
এর আগে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ১৭৬. ২ ওভারে ৪৫৮ রানে শেষ করে। ২০০৯ সালে পাকিস্তানের বিপক্ষে ১৯৩.২ ওভারে পর যেকোন দলের বিপক্ষে টাইগারদের এটি সবচেয়ে বেশি ব্যাটিং করার রেকর্ড।
নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ৩২৮ রানের জবাবে বাংলাদেশ ১৩০ রানের লিড পায়।
প্রথম ইনিংসে স্বাগতিকদের পক্ষে সেঞ্চুরি করেন কনওয়ে। আর বাংলাদেশের পক্ষে নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক এবং লিটন দাস হাফ সেঞ্চুরি ফিফটি করেন। এছাড়া মেহেদি হাসান মিরাজ করেন ৪৭ রান।
এদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচের চতুর্থ দিনে হাতে আঘাত পেয়ে ম্যাচের বাকি সময় এবং দ্বিতীয় টেস্ট খেলা অনিশ্চিত হয়ে পড়েছে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটার মাহমুদুল হাসান জয়ের।
চতুর্থ দিনে স্বাগতিকদের দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করার সময় হাতে চোট পান মাহমুদুল। তার ডান হাতে তিনটি সেলাই লেগেছে।
আরও পড়ুন: মাউন্ট মঙ্গানুই টেস্ট: শান্ত-জয়ের অর্ধশতকে কড়া জবাব বাংলাদেশের
২ বছর আগে
বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ: অতীত ভুলে নতুন শুরুর প্রত্যাশায় মুমিনুল
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের আগে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক বলেছেন, নিউজিল্যান্ডে অতীতে যা ঘটেছে তা নিয়ে তারা খুব একটা চিন্তিত নন। শনিবার (১ জানুয়ারি) থেকে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্টে ব্ল্যাকক্যাপদের বিপক্ষে টাইগার অধিনায়ক নতুন শুরুর প্রত্যাশার কথা জানিয়েছেন।
নিউজিল্যান্ডের মাটিতে তিন ফরম্যাটে মোট ৩২টি ম্যাচ খেলেও জয়ের পাল্লা শূন্য বাংলাদেশের।
শুক্রবার (৩১ ডিসেম্বর) ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, ‘অতীতে কী হয়েছে তা নিয়ে আমরা বেশি ভাবছি না। আমরা নতুন বছরে ভালো করার কথা ভাবছি।’
আরও পড়ুন: আইসিসির ওয়ানডে বর্ষসেরা ক্রিকেটারের মনোনয়ন পেলেন সাকিব
নিউজিল্যান্ডে পৌঁছানোর পর বাংলাদেশ ১১ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে। দুই দিনের অনুশীলন ম্যাচ দিয়ে সিরিজের আগে প্রস্তুতির জন্য তারা মাত্র ১০ দিনের সময় পেয়েছে।
সিরিজের প্রস্তুতির জন্য অনুশীলনের সময়গুলো যথেষ্ট উল্লেখ করে মুমিনুল বলেন, ‘আমরা ভালো পর্যায়ে আছি। আমি বিশ্বাস করি আমাদের সেরা ক্রিকেট খেলতে আমাদের ইতিবাচক চিন্তা করতে হবে। আমরা জানি নিউজিল্যান্ডে আমাদের অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। কিন্তু সেটা নিয়ে বেশি চিন্তা করলে আমাদের স্বাভাবিক খেলার ক্ষতি হবে। প্রতিটি চ্যালেঞ্জ আপনাকে নিতে হবে।’
নিউজিল্যান্ডে বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ স্বাগতিকদের পেস বোলিং মোকাবিলা করা। এ প্রসঙ্গে মুমিনুল বলেন, আমরা এ বিষয়ে সচেতন এবং কিউই পেস আক্রমণের চ্যালেঞ্জ নিতে আত্মবিশ্বাসী।
আরও পড়ুন: বিপিএল-২০২২: একই দলে তামিম-মাশরাফি-রিয়াদ
বাংলাদেশের টেস্ট অধিনায়ক বলেন, ‘কিউইদের দুর্দান্ত পেস-বোলিং আক্রমণ রয়েছে এবং আমরা সবাই জানি যে তাদের বিরুদ্ধে খেলতে হলে আমাদের এই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। নিউজিল্যান্ডের উইকেট সব সময়ই পেসারদের জন্য সহায়ক এবং এবারও তার ব্যতিক্রম নয়।
বাংলাদেশ দলের পেসারদের নিয়েও মুমিনুল আশাবাদী। তিনি বলেন, তাসকিন সর্বশেষ ম্যাচে অনেক ভালো বল করেছে। এবাদত ও রাহিও ভালো করেছে। নিউজিল্যান্ড সিরিজে তাদের ভালো করতে দেখে আমি সত্যিই উচ্ছ্বসিত। এই সিরিজে তাদের অনেক কাজ করতে হবে।
মাহমুদুল হাসান জয়কে নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন মুমিনুল। ডানহাতি এই ব্যাটার এখন পর্যন্ত মাত্র নয়টি প্রথম-শ্রেণির ম্যাচ খেলেছেন। এর মধ্যে দুটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরি রয়েছে তার।
আরও পড়ুন: ব্যাটিং পরামর্শক হিসেবে ফিরছেন জেমি সিডন্স
মুমিনুল বলেন, মাহমুদুল আমাদের জন্য একটি দুর্দান্ত সম্ভাবনা। আমি বিশ্বাস করি তার বড় খেলোয়াড় হওয়ার ক্ষমতা আছে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সময় যখন প্রথমবার দেখেছিলাম, তখনই খুব দারুণ মনে হয়েছে তাকে। অঅমার বিশ্বাস সে বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী সুপারস্টার হতে পারে।
এই সিরিজে তামিম ইকবাল ও সাকিব আল হাসানকে মিস করছে বাংলাদেশ। তামিম ইনজুরি কাটিয়ে পুনর্বাসন প্রক্রিয়ায় এবং সাকিব আল হাসান পারিবারিক কারণে দলের বাইরে রয়েছেন।
২ বছর আগে