ডানহাতি ওপেনার লিটন দাস ৭৬ রানের স্টাইলিশ ইনিংস খেলে বিদায় নেন। এতে ধর্মশালায় নিজেদের আইসিসি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৩৬৫ রানের লক্ষ্য ছুঁতে আরও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে বাংলাদেশ।
টস হেরে ব্যাট করতে নেমে ৩৬৪ রানের বিশাল স্কোর গড়ে ইংল্যান্ড। ৪০ ওভারে তারা ২৯৮ রান সংগ্রহ করলেও শেষ ১০ ওভারে তাদের ৬৬ রানে আটকে রাখে বাংলাদেশ।
বাংলাদেশের পক্ষে মেহেদি হাসান চারটি ও শরিফুল ইসলাম তিনটি উইকেট নেন।
জবাবে, লিটন প্রথম ওভারে তিনটি চারসহ ১২ রান করে বাংলাদেশ প্রথমদিকে উৎসাহ তৈরি করেন। তবে পরের ওভারে নাজমুল হোসেন শান্তর প্রথম বলে শূন্য রানে পড়ে যাওয়ায় দুইটি উইকেট হারায় বাংলাদেশ।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: মালানের সেঞ্চুরি বাংলাদেশি বোলারদের চাপে ফেলেছে
সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ ইনিংস স্থিতিশীল করতে হিমশিম খান। সাকিব মাত্র ১ রান করেন এবং মেহেদী ৮ রান করেন।
পঞ্চম উইকেট জুটিতে লিটন ও মুশফিকুর রহিম ৭৫ বলে গুরুত্বপূর্ণ ৭২ রানের জুটি গড়ে কঠিন চ্যালেঞ্জের মুখে স্থিতিশীলতা প্রদর্শন করেন। তবে লিটনের আউটে বাংলাদেশকে গতি ধরে রাখতে হিমশিম খেতে হয়েছে।
২২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১২৬ রান।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: বাংলাদেশের বিরুদ্ধে রানের পাহাড় ইংল্যান্ডের