ভারতের ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামে সোমবার বাংলাদেশের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করে রানের পাহাড় সংগ্রহ করেছে ইংল্যান্ড। আইসিসি বিশ্বকাপ ২০২৩- এটি ইংলিশদের দ্বিতীয় ম্যাচ।
ওপেনার ডেভিড মালান মাত্র ১০৭ বলে ১৬টি চার ও পাঁচটি ছক্কায় ১৪০ রান করেন। ইংল্যান্ড ৫০ ওভারে ৯ উইকেটে ৩৬৪ রানে তাদের ইনিংস শেষ করে।
বাংলাদেশের হয়ে মেহেদী হাসান চার উইকেট শিকার করেন।
এটি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে চতুর্থ সর্বোচ্চ রানের রেকর্ড।
বিশ্বকাপের ইতিহাসে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রেকর্ড হলো ২০১৯ সালে কার্ডিফে ইংল্যান্ডের করা ৩৮৬ রানের রেকর্ড। দ্বিতীয় ও তৃতীয় শীর্ষ স্কোর হলো ২০১৯ সালে নটিংহামে অস্ট্রেলিয়ার ৩৮১ এবং ২০১১ সালে মিরপুরে ভারতের করা ৩৭০।
দুর্দান্ত এই ইনিংসে মালান ও জনি বেয়ারস্টো একটি শক্তিশালী উদ্বোধনী জুটিতে ১১৭ রান সংগ্রহ করেন। বেয়ারস্টোকে শেষ পর্যন্ত আউট করেন সাকিব আল হাসান।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: মালানের সেঞ্চুরি বাংলাদেশি বোলারদের চাপে ফেলেছে
বেয়ারস্টোর বিদায়ের পর জো রুট ক্রিজে আধিপত্য তৈরি করেন এবং বাংলাদেশি বোলিং আক্রমণের চাপের মধ্যেও ৬৮ বলে ৮২ রান করেন।
৪০তম ওভারে ইংল্যান্ড তিন উইকেটে ২৯৮ রানে পৌঁছেছিল। ফলে পরবর্তী ১০ ওভারের মধ্যে ৪০০ রান পার করার সম্ভাবনা দেখা দেয়।
তবে বাংলাদেশ ইংল্যান্ডকে ৪০০ রানের নিচে ধরে রাখতে সক্ষম হয়।
৪২তম ওভারে শফিউল ইসলাম পরপর দুই বলে রুট ও লিয়াম লিভিংস্টোনের উইকেট তুলে নেন।
মেহেদী ৪৫তম ওভারে হ্যারি ব্রুককে এবং ৪৭তম ও ২৯তম ওভারে যথাক্রমে স্যাম কুরান ও আদিল রশিদকে আউট করেন।
শেষ পর্যন্ত, ইংল্যান্ড তাদের নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৬৪ রান করে।
৭১ রানে ৪ উইকেট সংগ্রহ মেহেদীর ওয়ানডে ক্যারিয়ারে সেরা পারফরম্যান্স। যেখানে শরিফুল ৭৫ রানে ৩টি উইকেট নিয়েছেন।
আরও পড়ুন: আইসিসি বিশ্বকাপ ২০২৩: ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া
আইসিসি বিশ্বকাপ ২০২৩: আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে যাত্রা শুরু বাংলাদেশের