বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ তার দলের জন্য একটি কঠিন চ্যালেঞ্জ। কারণ এটি এমন একটি আয়োজন, যেখানে কোনও ম্যাচই সহজ নয়।
বাংলাদেশ আগামী ৭ই অক্টোবর ভারতের ধর্মশালায় তাদের এশিয়ান প্রতিপক্ষ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে।
আরও পড়ুন: আমাদের বড় কিছু পার্টনারশিপ দরকার: তামিম ইকবাল
বিশ্বকাপের লিগ পর্বে পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের ফাইনাল ম্যাচসহ বাংলাদেশের মোট ৯টি ম্যাচ খেলার কথা রয়েছে।
বিশ্বকাপে বাংলাদেশের খেলাগুলো ছয়টি ভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এর মধ্যে তিনটি ভেন্যু- ধর্মশালা, কলকাতা ও পুনে।
প্রথমবারের মতো বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারেন তামিম।
তিনি মনে করেন, এই সংস্করণের বিশ্বকাপ সাদা বলে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ, ‘এটাই সর্বোচ্চ ইভেন্ট। ওয়ানডে বিশ্বকাপের সঙ্গে কোনোকিছুর তুলনা চলে না; কারণ, সাদা বলে এটাই সবচেয়ে চ্যালেঞ্জিং, যা আপনার ম্যাচ সচেতনতা ও টেম্পারামেন্টের পরীক্ষা নেবে।’
তবুও তিনি ভালো পারফরম্যান্সের জন্য আশাবাদী, কারণ ভারতের কন্ডিশন বাংলাদেশ দলের কাছে বেশ পরিচিত।
তিনি বলেন, ‘বিশ্বকাপে আমাদের দল নিয়ে আমরা আশাবাদী। আমরা ওয়ানডেতে খুব ভালো করছি এবং বাছাইপর্বেও নেতৃত্বস্থানীয় দলগুলোর মধ্যে ছিলাম। দলে অভিজ্ঞতা ও প্রতিভার ভালো মিশেল আছে আর কন্ডিশনও আমাদের চেনা।’
গত তিন বছরে বাংলাদেশ দেশে ও বিদেশে মোট ৩৬টি ওয়ানডে খেলেছে, যার মধ্যে টাইগাররা ২৩টি ম্যাচ জিতেছে।
অন্যদিকে, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড একই সময়ে ৩৩টি ম্যাচ খেলে ১৭টিতে জয়লাভ করেছে। যেখানে রানার্সআপ নিউজিল্যান্ড ৩২টি ম্যাচ খেলে ১৮টিতে জয়ী হয়েছে।