করোনাভাইরাস মহামারির কারণে চার মাসের দীর্ঘ বিরতি শেষে হোম অব ক্রিকেটে ব্যক্তিগত অনুশীলনের মধ্য দিয়ে রবিবার মাঠে ফিরলেন ক্রিকেটাররা।
রবিবার শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে পৃথকভাবে মুশফিকুর রহিম, শফিউল ইসলাম এবং মোহাম্মদ মিঠুন অনুশীলন করেছেন।
শুধু মিরপুর স্টেডিয়ামেই নয়, এদিন খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ক্রিকেটার নুরুল হাসান সোহান ও মাহাদী হাসান, সিলেটের সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সৈয়দ খালেদ আহমেদ ও নাসুম আহমেদ অনুশীলন করেন।
তবে, বৃষ্টির কারণে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের জন্য নামতে পারেননি নাঈম ইসলাম।
করোনা মহামারি চলাকালীন সময়ে খেলোয়াড়দের বাইরে প্রশিক্ষণ করার ব্যাপারে নিরুৎসাহিত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি। পরে, বাইরে প্রশিক্ষণের সুযোগ করে দেয়ার জন্য বিসিবিতে ৯ জন ক্রিকেটার আবেদন করেন। এর পরে কয়েক সপ্তাহের প্রস্তুতি শেষে তাদের আবেদনে সাড়া দেয় বিসিবি।